![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
সুটুম বাবু
সুটুম বাবু লোক খানা বেশ
শরীর, স্বাস্থ, কাপড়ে,
উপর থেকে ফিট তিনি
নাই কিছু তার ভেতরে।
কাল কোট আর কাল পেন্টে
রাখেন কাল টাকা,
মুখখানা তার হাঁসিই মাখা
মনটা কালই ঢাকা।
জুতার কাল কালি করেন
সাথে করেন মন,
কাল টাকায় তৈরি তাহার
ঘর-বাড়ী আর ধন।
চুলগুলো তার সাদা হতেই
করেন কাল রং,
কাজের কাল ঢাকতে গিয়ে
করেন নানান ঢং।
লোট করে খান সুটুম বাবু
মুখ খানা তার কাল,
তবুও তিনি দশের নেতা
মানুষ বড়ই ভাল।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।