![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
মানবতা আজ অজানা কুঠরে গভীর ঘুমেতে মগ্ন,
বিবেকের বোধ স্বার্থের ফাদে লাজ ভুলে আজ নগ্ন।
বেড়ায় খাচ্ছে ক্ষেতের ফসল, রক্তের খেলা চলছে,
শহীদের দান সবুজের বুক, আজ দেখ ফের জ্বলছে।
সকলের দাম আকাশ ছুঁয়েছে, জীবনের দাম শূণ্যে,
পাপের চেতনা হারিয়েছে আজ, বদল হয়েছে পূণ্যে।
মানবতা গেল বিসর্জনেতে ক্ষমতার গদি রাখতে,
ধূলোছিটা দিয়ে ব্যাস্ত সকলে শাখ দিয়ে মাছ ঢাকতে।
লাশের মিছিল বাড়ছে কেবলি লোকে যত বলে আর না,
কে জানে বল খবরের ভীড়ে হারিয়েছে কত কান্না!
প্রতিবাদী সুর হাড়িয়েছে আজ বিবেক-স্বার্থ দ্বন্দে,
স্বার্থের কাছে বিবেক হেরেছে, ভাল বদলেছে মন্দে।
মানবতা আজ জবানে সীমিত, মানবতা নেই কোথা,
চশমখোরেতে বদলেছে সব মানবতাবাদ হোতা।
২| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১৫
অর্থনীতিবিদ বলেছেন: মানবতার অস্তিত্ব এখন শুধু বইয়ের পাতায়।
৩| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৫:১৭
অক্পটে বলেছেন: স্বৈরাচারের বিরুদ্ধে পথে না নামা ছাড়া কোন উপায় নেই। আমাদের লজ্জার বিষয় হলো অবৈধরা দেশে অত্যাচার করছে যাদের থাকার কথা কারাগারে।
৪| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিশ্বজিতের জন্য আমার খুব কষ্ট হয়। কেননা, আমিও ঢাকার পথে হেটেই চলি। কোন এক অশুভ সময়ে হায়েনারা আমার উপরও ঝাপিয়ে পড়তে পারে।
৫| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: আনন্দময় কবিতা লিখুন।
০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০৬
মোছাব্বিরুল হক বলেছেন: যাখন চোখের সামনে মানবতা বিসর্জিত তখন মনে আনন্দ জাগে না।
৬| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৭
লাবণ্য ২ বলেছেন: কবিতায় ভালোলাগা।
৭| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
মানবতা আজ হারিয়ে গেছে / কোথায় বলো পাই?
পরজনমে পাবো ইহা / এ জনমে নাই।
৮| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: রক্তের হোলি খেলা স্বৈরাচারের জগদ্দল পাথর বুকে
কিভাবে আসবে আনন্দ কবিতা-@ রাজিবনূর!
সত্যযে বড় তিতা!
খুন আর রক্তে রাঙানো হাতে সরকারের মূখৈ চেতনার কথা! স্বাধীনতার কথা
নেশাগ্রস্থের মূখে ধর্মকথার মতোই বেমানান!
বঙ্গবন্ধু যিদ আজ বেঁচে থাকতেন এই অবস্থা দেখলে আবারো ৭ইমার্চের জন্মহতো!
আবারো বলতেন- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
স্বৈরাচারের কাছ থেকে দেশকে বাঁচানোর সংগ্রাম!
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব- দেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ!
৯| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩
মো চৌঃ বলেছেন: ভাল ই হলো
১০| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯
অনল চৌধুরী বলেছেন: স্বৈরাচারের বিরুদ্ধে পথে না নামা ছাড়া কোন উপায় নেই। আমাদের লজ্জার বিষয় হলো অবৈধরা দেশে অত্যাচার করছে যাদের থাকার কথা কারাগারে। [/sbকার বিরদ্ধে লড়ে কাকে ক্ষমতায় বসাবেন?সবই তো এক।অার চুন্নি খালেদা তো কারাগারই আছে।
অন্যরাও যাবে কিছুদিন পর।
১১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১:০৫
অক্পটে বলেছেন: অনলদা ভালোই বলেছেন। তবে জনগণকে জাগতে হবে। চোরকে জেলে দিয়েছি। ডাকাতকে ছেড়ে দেবার পক্ষে আমি নই।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৮ রাত ৩:৪৮
অনল চৌধুরী বলেছেন: দেশে শুধু অন্যান্য দল অার সাধারণ অপরাধীরা কারাগারে থাকবে।সরকার দলীয়রা বাইরে।জাহঙাীরনগরে ১০০ ছাত্রী ধর্ষণকারী জসিমউদ্দিন মানিকেরও ১৯৯৮ সালে কোন শাস্তি হয়নি।
শেয়ার বাজার আর ব্যাংক লুটকারীদেরও না।