![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২২ বছর যাবত নিজের সাথে থেকেও এখনো নিজেকে বুঝতে পারিনি। তাই অন্য কারও সমালোচনা করিনা।
মদন আলী ভাবিয়া ব্যাকুল
আছে কি দেশ ঠিক হালে?
স্বাধীনতার এতদিন পরেও
হাওয়া কোথায় উন্নয়নের পালে?
এখন নেই সেই ইস্ট ইন্ডিয়া
আছে মাসতুতো ভারত
বুদ্ধিজীবীরা আগের মতই
তবু দেশটা কেন পাগলাগারদ?
দলাদলি আর ক্ষমতার লোভে
দেশটা ভরেছে চামচায়
নেই আর সেই বংগবন্ধু
স্বাধীনতা বন্দি গামছায়।
এখন আছেন অনেক রবীন্দ্রনাথ
যাদের হাতে নোবেলের বালা
নেই শুধু সেই কাজী নজরুল
কে ভাংবে জেলের তালা?
আমি বলতেছি সেই সুকান্তের কথা
যেই আঠারোকে যায়না রোখা।
যার কন্ঠে জ্বলবে ফুজিয়ামা
শুশীলরা হবে বোকা।
এই বাঙ্গালায় সেই আঠারো
আবারও আসুক নেমে
বুদ্ধিজীবীরা সুস্থ হোক
চামচারা যাক থেমে।
©somewhere in net ltd.