নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শান্তিনগর এ quantum foundation blood bank যান. ভাল support পাবেন

মোহাম্মদ সোহেল হাসান

মোহাম্মদ সোহেল হাসান › বিস্তারিত পোস্টঃ

লাশ গুম করার ইশারা X(( X(( X(( X((

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

সাভারে ধসে পড়া নয় তলা ভবন থেকে আগেই সব লোককে সরিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হতাহতরা পরে জিনিসপত্র আনতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।



বুধবার কমলাপুর স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন দাবি করেন।



তিনি জানান, উদ্ধার অভিযানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।



Click This Link

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এই বেটি জিন্দেগীতেও সিদা হৈবনা।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: কত বড় মিথ্যাবাদি

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

চোরাবালি- বলেছেন: এটা যে যুবলীগ নেতার বিল্ডিং তাকে তো সবার আগে রক্ষা করা দরকার।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: "হ" তে হাসিনা তুই মিথ্যুক তুই মিথ্যুক

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

ইবনে 'উমার বলেছেন: লেখক বলেছেন: কত বড় মিথ্যাবাদি

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: "হ" তে হাসিনা তুই মিথ্যুক তুই মিথ্যুক

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

চোরাবালি- বলেছেন: তা হলে এখন পর্যন্ত ৯০টি লাশ আসলো কেত্থেকে???

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: লাশ হতে পারে হাজার এর উপর

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

princejohn বলেছেন: মালামাল সরাতে বা নিয়ে আসতে ৪০০০ লোকের প্রয়োজন, চামচারা যা কয় তাই শুনে। কোন দেশে যে আছি, চামচাগো লাইগা মন্ত্রীরা যতসব ভুল ভাল কয়।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

জহির উদদীন বলেছেন: এই মাথারি জীবনেও অপরাধ স্বীকার করে না......উল্টা প্রশ্রয় দেয়....

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

বিডি আমিনুর বলেছেন: কত বড় মিথ্যাবাদি X(( X((

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

কে বা কারা বলেছেন: গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ বলেছে, রাজনৈতিক সহিংসতা আর অনিশ্চয়তা অব্যাহত থাকলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও বিশ্ববাজার হারাতে পারে।

আচ্ছা!

"
প্রসঙ্গত, মঙ্গলবারের ফাটলের পর ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক আহত হন।

তখন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ভবনটি পরিদর্শন শেষে বলেছিলেন, ফাটলের অবস্থা অস্বাভাবিক নয়। একটি দেয়ালের প্লাস্টার খসে গেছে ও আরেকটি পিলারের সামনে ফাটল দেখা দেছে। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই, জানিয়েছিলেন জনাব কবির। একই কথা বলেছিলেন ভবন মালিক ও স্থানীয় সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
"



এমতাবস্থায় যখন রানা প্লাজা ধ্বসে লাশের মিছিল তৈরি হয় কিংবা তাজরীনে আটকে রেখে শ্রমিকদেরকে পুড়িয়ে মারা হয়, সেটার জন্য কার ফঁসি চান আপনি?

১. নামকাওয়াস্তে একটা বিল্ডিং তৈরি করে শ্রমিকদেরকে একটা প্যান্টের চেয়েও কম [৫০ ডলার] মজুরি দিয়ে ক্রোড়পতি বনে যাওয়া মালিকগুলোর?

২. পুলিশ নামের যেসব সন্ত্রাসী এদেশের পরিস্থিতি জঘন্য করে রেখেছে অথবা টাকার বিনিময়ে সব অনিয়ম চলতে দিচ্ছে তাদের?

৩. [দুই হাজার টাকা বেতনের গার্মেন্ট শ্রমিকসহ] ১৬ কোটি জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় আমলা-মন্ত্রী-এমপি প্রশাসনের যেসব অমানুষ এগুলো ঘটতে দিচ্ছে তাদের?

Click This Link

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

রাজ হাসান বলেছেন: শালায় এখন এই লাশ নিয়েও রাজনীতি??আগেই যদি সরিয়ে নেয়া হয় তাহলে কেন পরবর্তী ব্যবস্থা সরকার গ্রহন করে নাই????

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: লাশ গুম করার জন্য এইটা হাচিনার মিথ্যাচার

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

ভিটামিন সি বলেছেন: শালীর বেটির কথা শুনলে আমার খাড়ায়ে যায়।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

হাসান নাঈম বলেছেন: চোরাবালি- বলেছেন: এটা যে যুবলীগ নেতার বিল্ডিং তাকে তো সবার আগে রক্ষা করা দরকার।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

জহির উদদীন বলেছেন: এই মাথারি চান্স পাইলেই অন্যের ঘাড়ে দোষ চাপাইতে সিদ্ধ হস্ত....
সবসময় কোন ঘটনা ঘটলেই নিজেই বেবাক কথা আগাম কইয়া ফালায় তখন আর তদন্ত আগায়না কারণ কারো বাপের বুকের পাটা নাই এই মাথারির উপরে কেউ কথা কয় এবং সেইজন্যই দোষীদেরও শাস্ত হয় না এইবারও হইবো না গ্যারান্টি দিলাম.......
এখন শুনতে বাকি আছে এটা বিএনপি-জামায়াত বিল্ডি ভাংগছে কিনা নাকি যুদ্ধাপরাধীদের বাচাঁনোর জন্য এই বিল্ডিং এ নাশকতা হয়েছে কিনা......

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

রাফি মানিক বলেছেন: নাগরিকদের জন্য এহোল এনাদের দায়িত্ববোধ..

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

লিন্‌কিন পার্ক বলেছেন:

এই টাইপের পোস্ট ত পরেও দেয়া যাইত ????

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: এই বেটি এইটা নিয়ে এতো তারাতারি রাজনীতি শুরু করলো কেন ? কেন এই মিথ্যাচার ।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

নিয়েল হিমু বলেছেন: অই লিকুইড কি বেশি খাওয়া হৈছে ?

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

নিয়েল হিমু বলেছেন: আগে রক্ত দিতে গেলে ভাল হৈত । লাশ পরে পামুনে ।
ছাল পোষ্ট

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: আমি আবুধাবীতে তুই যা লিকুইড না খেয়ে

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শেয়ার করুন প্লিজ.....ব্লেইম গেম পরেও খেলা যাবে..।

জরুরি !! জরুরি !! জরুরি !!
এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।
যোগাযোগ-তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর)
রন্তু 01681212777 (এনাম ম্যাডিক্যাল)
027743779-82, 01716358146
Share korun / শেয়ার করুন

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

নিয়েল হিমু বলেছেন: আইচ্চা আবুধাবিতে তাইলে এই খবর ? আগে কৈলেই তো হয় ছাতার মাতা ।
ইয়ে আরেকটু এড করলে ভাল হয় বিল্ডিং টা ছিল ১৬তলা । ১৫০লাশ অলরেডি গুম । উদ্ধার করে করে বুড়িগঙ্গায় ফালাইতেছে । কোন মিডিয়া ঐ এলাকায় যাইতে দেয়া হৈতেছে না । বেছ আপা তত আবুধাবিতে মানুষ এই খবরটি পাক ।

এগেইন ছাল পোষ্ট X(

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: আবুধাবিতে এই খবর না । লিংক দেয়া আছে ।
তোর মাসী রাজনীতি শুরু করে দিছে বুঝেও না বুঝার ভান করস । তোর কাকা মখা বলেই দিছে বিরোধী দল হরতল না দিলে হতাহত কম হত ।

এইটা ছাল পোস্ট , দুরে গিয়ে বাল ফেলা ।

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

আশিকুর রহমান ১ বলেছেন: মিথ্যা বলবেন ভালো কথা তাই বলে এমন মিথ্যা বলবেন না যা শুনলে শয়তানও লজ্জা পায়!

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

নিয়েল হিমু বলেছেন: তুই দুরে যা ভাগ X(( X(( X(( X((

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: তুই দুরে গিয়ে মর কুত্তা

২১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

ফাহিম আহমদ বলেছেন:


এরা সবাই এক সাথে মিছিল করে তাদের জিনিসপত্র আনতে গিয়েছিল কি?
======================
## প্রধান মন্ত্রীর বক্তব্য -- সাভারে ধসে পড়া নয় তলা ভবন থেকে আগেই সব লোককে সরিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হতাহতরা পরে জিনিসপত্র আনতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।

## পুলিশের বক্তব্য - বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নয় তলা ভবনটি ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়। ওই ভবনে চারটি তৈরি পোষাক কারখানা রয়েছে, যেখানে প্রায় পাঁচ থেকে সাড়ে হাজার শ্রমিক কাজ করে। ধসের সময় কারাখানায় কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে। ভবন মালিক সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা ।

## ভবন মালিকের বক্তব্য -- মঙ্গলবার বিকালেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিলে ভবন মালিক সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা সাংবাদিকদের বলেছিলেন, “ভবনের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। সামান্য একটু প্লাস্টার খসে পড়েছে। এটা তেমন কিছু না।”

তাহলে কেও কি বলেবন ------ এই ভবনে চারটি তৈরি পোষাক কারখানা রয়েছে, যেখানে প্রায় পাঁচ থেকে সাড়ে হাজার শ্রমিক কাজ করে। ধসের সময় কারাখানায় কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে। এরা কি সবাই এক সাথে মিছিল করে তাদের জিনিসপত্র আনতে গিয়েছিল ?

তাহলে এত লাশ কেন ? বিবেক তুমি কি শুধু আমার , আমাদের মত ধনী আর ক্ষমতাশালীদের জন্যে ? এর জবাব কে দেবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.