![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবাগত রাতে NTV দেখছিলাম কয়েকজন বসে শুয়ে । উপার বাংলার অনুষ্ঠান মিরাক্কেলের আদলে একটি অনুষ্ঠান প্রচার করছে তারা । একজন প্রতিযোগী কৌতুক বলল শুনে হাসলাম না তবে শুনতে ভালো লাগল পাশের জন হাসল । বিচারকরাও হাসল । পরেরটাই দেখি কেও হাসল না আমার হাসিতো আসল না উল্টো চিন্তিত হয়ে পরলাম । কৌতুকটা ছিল এইরকম ;
এক মহিলা গেছে পাড়ার দোকানে দুধ কিনতে দোকানদার ফ্রিজ থেকে দুধের প্যাকেট বের করে দিল । প্যাকেটগুলো ঠাণ্ডা বলে মহিলাটি দোকানদারকে বলল আরেকটা প্যাকেট দিতে তো দোকানদার বলল দোকানের ছেলেটিকে ওই আপার দুধ দুটো প্যাকেট করে দে ।
বিচারকের আসনে বসা ছিল আব্দুল কাদের , আমিন খান , তুষার খান ও অভিনেত্রী নিপুণ ।
প্রতিযোগী তার পারফর্মেন্স শেষ করার পর এক বিচারকের তার কৌতুকগুলো এতো ভালো লাগল যে তিনি নাকি ভাষা হারিয়ে ফেলেছেন কি বলবে। আসলেই তিনি ভাষা হারিয়ে ফেলেছেন তিনি আর কিছুই বলতে পারেন নাই।
চিন্তার বিষয় আস্তে আস্তে কোথায় যাচ্ছে আমাদের রক্ষণশীল সমাজ ব্যবস্তা ।
২| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:০০
বটের ফল বলেছেন: সচেতন হবার এখনই সময় রে ভাই। কিন্তু হচ্ছি কি?
৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩
খাটাস বলেছেন: বাংলাদেশের কোন অনুষ্ঠানে এত বাজে ভাষা ব্যাবহার হচ্ছে জানা ছিল না। অনেকদিন টি ভি দেখি না। শেয়ারের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ৮:২৯
এ কে সুমন বলেছেন: বলার কিছু নাই
আমাদের ধার অনুষ্টান আর কি হতে পারে !!!!!!!!!!!!!!!!!!!