নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

সাতক্ষীরায় ‘ভুয়া ডাক্তার’ দণ্ডিত ///////রাজধানীতে ৭ ভুয়া পুলিশ গ্রেপ্তার////অপহরণের ২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে সাতক্ষীরা শহরে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।



বুধবার দুপুরে শহরের আমতলা মোড়ের সন্ধানী মেডিকেল সার্ভিস থেকে এনামুল কবিরকে আটক করে র্যা ব।



এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোয়াইব সিকদারের ভ্র্যাম্যমাণ আদালত তাকে সাজা দেয়ার পর জেল হাজতে পাঠানো হয়।



এনামুল খুলনার তেরখাদা উপজেলার কুশলী গ্রামের প্রয়াত আবদুল মালেকের ছেলে।



খুলনা র্যা ব-৬ এর ক্যাপ্টেন ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, সাতক্ষীরা শহরের সন্ধানী মেডিকেল ক্লিনিকের মেডিক্যাল অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন এনামুল।



এনামুল কবির অভিযানের সময় ডাক্তার হিসেবে তার রেজিস্ট্রেশন ও এমবিবিএস পাশের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে র্যা ব কর্মকর্তা জানান।

সাতক্ষীরায় ‘ভুয়া ডাক্তার’ দণ্ডিত



রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে সাত ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।



উত্তরা মডেল থানা এলাকার আব্দুল্লাহপুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ কমিশনার গাজী রবিউল ইসলাম।



গ্রেপ্তাররা হলেন, মো. গাজী হেলাল উদ্দিন (২৪), মো. আবু বক্কর সিদ্দিক (২৬), মো. রিপন মিয়া (২১), মো. আব্দুল বারেক (৩০), মো. টিটু মিয়া (২৫), মো. মকবুল ঢালী (৪৯) ও মো. মারুফ হোসেন (২৫)।



তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটক করা হয় একটি মাইক্রোবাস।



ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গ্রেপ্তারের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।



উত্তরা মডেল থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, তাদের বিরুদ্ধে পেনাল কোডে উত্তরা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

রাজধানীতে ৭ ভুয়া পুলিশ গ্রেপ্তার





অপহরণের ২ দিন পর মাদারীপুরের স্কুলছাত্রী তিথি মালোকে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে।



এই ঘটনায় বুধবার সন্ধ্যায় তিথির ছোট কাকাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবচর থানায় একটি অপহরণ মামলাও দায়ের করা হয়েছে।



মাদারীপুরের শিবচর থানার মাদবচরের মালোপাড়ার জেলে রাম মালোর মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী তিথি (৭) ১ জানুয়ারি স্কুল থেকে ‘উধাও’ হয়ে যায়।



পরদিন তিথির বাবার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করা হয়। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন রাম মালো।



শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) নিউটন দত্ত বলেন, শিশুটিকে অপহরণের পর অর্থ দাবির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে শিশুটি ফরিদপুরের ভাঙ্গায় রয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনের কললিস্ট ঘোটে পুলিশ নিশ্চিত হয় তার কাকা শরৎ মালো এই ঘটনার সঙ্গে জড়িত।



বুধবার সন্ধায় শরৎকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী ভাঙ্গা উপজেলার চন্দ্রা এলাকার একটি বাড়ি থেকে তিথিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় গৃহকর্তা গোবিন্দকে।



অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে মধ্যরাতে ‘অজ্ঞান পার্টির’ সদস্য জাকির মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান।



অপহরণকারীদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোনসেট ও সিম উদ্ধার করা হয়েছে।



অপহরণের ২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.