নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

সাঈদীর ফাঁসি হবে কি ????????সাঈদীগেট এবং সংবাদমাধ্যমের বিস্ময়কর নিরবতা

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩



এই লেখাটা লেখার আগে গণমাধ্যমে পরিচিত বেশ কজন সাংবাদিককে ফোন করেছিলাম। খুব কমন একটা জিজ্ঞাসা নিয়ে: দেলোয়ার হোসেন সাঈদীর নাকি একটা অডিও টেপ এসেছে বাজারে?





এই লেখাটা লেখার আগে গণমাধ্যমে পরিচিত বেশ কজন সাংবাদিককে ফোন করেছিলাম। খুব কমন একটা জিজ্ঞাসা নিয়ে: দেলোয়ার হোসেন সাঈদীর নাকি একটা অডিও টেপ এসেছে বাজারে? ‘আরে আপনি জানেন না!কেলেংকারী ঘটনা!… বিভিন্ন মহিলার সঙ্গে সাঈদীর ফোনালাপের রেকর্ডিং… শুনলে হাসতে হাসতে মরে যাবেন… ইউটিউবে পাবেন… অনলাইনে সার্চ দিলেই তো লিংক মিলে… ইত্যাদি ইত্যাদি’। কয়েকজন সহৃদয় সাংবাদিক আমাকে লিংক এমনকি অডিও ক্লিপ মেইল পর্যন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সরল জিজ্ঞাসার একটি উদ্দেশ্য ছিলো। দেলোয়ার হোসেন সাঈদীর একটা টেপ বাজারে এসেছে। যেখানে বিদেশী যে কোনো যৌন কেলেংকারীর লাইন বাই লাইন আমাদের পত্রিকাগুলো ছাপায়, ট্যাবলয়েডগুলো যেখানে কোনো ধর্ষণের খবর উত্তেজক মোড়কে পরিবেশন করে, সেখানে এই নীরবতা যথেষ্টই বিস্ময় জাগায়। ফেসবুক ব্লগগুলো যেখানে এই বিষয় নিয়ে সোচ্চার সেখানে মূলধারার পত্রিকাগুলোর এই নীরবতা রহস্যজনকও বটে! সাংবাদিকরা জানেন কিন্তু খবরটা ছাড়ছেন না!



অথচ সাম্প্রতিক সময়েই ঠিক উল্টোটা আমরা দেখেছি। যুদ্ধাপরাধ ট্রাইবুনালের বিচারকের সঙ্গে একজন বিদেশী আইন উপদেষ্টার স্কাইপি আলাপনের রেকর্ডিং আমাদের পত্রিকাগুলো ফলাও করে ছাপিয়েছে। প্রতিদিন সম্পূরক খবর এসেছে যাকে আমরা ফলোআপ বলি। কিন্তু এখন এই নীরবতার মানে কী? স্কাইপিতে কারো ব্যক্তিগত কথোপকথন গোপনে সংগ্রহ করে প্রকাশ নিঃসন্দেহে ব্যক্তিগোপনীয়তার মারাত্মক লঙ্ঘন। কিন্তু পত্রিকাগুলো সে এথিকসের ধার ধারেনি। ৮ টাকার পত্রিকাও দুইটাকার পত্রিকার মানে নামতে দ্বিধা করেনি সে সংলাপের রসালো এবং হাইলাইটেড পরিবেশনায়। মোটের ওপর খবর এসেছে প্রতিটি পত্রিকাতেই। সেই তারা কেনো নিরব? কেনো নিরব সরকারপক্ষের বলে চিহ্নিত হওয়া মিডিয়াগুলো?



প্রসঙ্গত বলতেই হয়, স্কাইপি কেলেংকারিতে সংশ্লিষ্ট বিচারক শুধু পদত্যাগই করেননি। সেইসঙ্গে স্থগিত হয়ে আছে বহুল প্রতীক্ষিত একটি রায়। সেই রায়টি দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের অভিযোগের বিচারের মামলার রায়। আমাদের স্বাধীনতার বিরোধী শক্তি যখন সোল্লাসে এই কেলেংকারি উদযাপন করছে, সংশ্লিষ্ট সম্পাদকের জন্য নোবেল পুরস্কার দাবি করছে তার মধ্যেই এই টেপটি বাজারে এসেছে। কিন্তু এক যাত্রায় এই ভিন্ন ফলের মানে কী!



এটা তো বলার অপেক্ষা রাখে না যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর যাবতীয় বাজি সাঈদীর ওপরেই। কারণ গোলাম আযম কিংবা নিজামীদের যেমন সরাসরি পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে দলীয়ভাবে সেই তুলনায় সাঈদী একটু পিছিয়ে। সে যুদ্ধাপরাধ করেছে নিজের উদ্যোগে, জামায়াতের হয়ে নয়, পরে সে জামায়াতে যোগ দিয়েছে, নিজেকে তাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সারাদেশে জামাতের পক্ষে যেটুকু গণসমর্থন সেটুকু এই সাঈদীর সৌজন্যেই। তাই সাঈদীর রায় হলে জামায়াত ও ছাত্র শিবির সারাদেশে আগুন জ্বালানোর জন্য কিছু অরাজনৈতিক লোককেও সঙ্গে পাবে যারা সাঈদীর ভক্ত। কিন্তু এই টেপটি তা ভন্ডুল করে দিতে পারে। বিভিন্ন দেশ থেকে সাঈদীকে রক্ষা করতে তার ভক্তকুল যে কোটি কোটি টাকা অনুদান হিসেবে পাঠাচ্ছে তা মুহূর্তেই থেমে যাবে। কোনো প্রমাণিত লম্পটের সঙ্গে ইসলামকে গুলিয়ে পাপের ভাগীদার হতে চাইবে কোন ঈমানদার!



অনলাইনে টেপগুলো ছাড়ার পর প্রাথমিকভাবে সাঈদী ভক্তদের প্রতিক্রিয়া ছিলো এইগুলো বানোয়াট, অভিনয় করে বানানো, সফটওয়ার ব্যবহার করে বানানো। স্কাইপি কেলেঙ্কারির সময় যেটা তাদের একবারও মনে হয়নি সেই সন্দেহটাই এবার বেশ তীব্রভাবে জানান দিয়েছে। এমনকি বাংলালিকস নামে যে সংগঠনটি এসব টেপ ভুয়া প্রমাণ করতে পারলে এক লক্ষ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে, তাদের অনলাইন ঠিকানা এবং মেইলিং এড্রেস দিয়েছে-সেটাও আমলে নিচ্ছে না তারা! আমার ছবি দিয়ে সেখানে বাড়তি টেক্সট জুড়ে দেওয়া হয়েছে যে আমি নাকি সাঈদীর অডিও টেপ সফটওয়ারের মাধ্যমে তৈরি করে বাজারে ছেড়েছি। এইরকম একটা ঘৃণ্য ও মিথ্যে অভিযোগের মাধ্যমে আমার ও আমার পরিবারকে যে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া হলো তার দায় কে নেবে? কাল বা পরশু আমাকে হত্যা করা হলে, তারপর ধামাচাপা পড়ে যাবে এই কেলেংকারি? আমি মিথ্যা অভিযোগে বলির পাঠা হয়ে আমৃত্য এক কলংক বয়ে বেড়াবো! আমি প্রয়োজনে আদালতে যাবো এই অন্যায় অভিযোগের প্রতিকার খুঁজতে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে।



কিন্তু তার আগে জানতে হবে সংবাদমাধ্যমের এই নিরবতার উৎস কী? কোন অদৃশ্য হাতজোড়া তাদের মুখচাপা দিয়ে রেখেছে! ট্রাইবুনালে যে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে তার মধ্যে অভিযুক্তদের একটা বড় অংশ বুদ্ধিজীবি হত্যাকান্ডের সঙ্গে জড়িত। এদের অর্ধেকেরও বেশী সাংবাদিক ছিলেন। তাদের পরিচিতি দিয়ে ঢাকা প্রেসক্লাবের বাইরে একটা বড়সড় স্মৃতিস্তম্ভ রয়েছে। আফসোস, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাতেও ছিলেন একজন সাংবাদিক। বর্তমান প্রজন্মের সাংবাদিকরা সেই নিহতদের বিচারের চেয়ে মনে হয় অভিযুক্তকে রেহাই দিতে বেশী মরিয়া। তাদের আচরণ সেই নির্দেশনাই দিচ্ছে। তারা দায়িত্ব পালন করছেন না। টেপটি সত্য কিংবা ভুয়া এই বিচারের ভার পাঠকের উপর ছেড়ে দিয়ে তাদের অন্তত এর প্রকাশের খবরটি অন্তত জানানো উচিত জনগণকে। আমার অবিচুয়ারির জন্য অপেক্ষা করাটা উচিত হবে না।





For cheak haragment

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

যাযাব৮৪ বলেছেন: জানিনা...................

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

অপর্না হালদার বলেছেন: জানার চেষ্টা করুন ।

ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

শিক কাবাব বলেছেন: কপি-পেষ্ট একটি জঘন্য অপরাধ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ । তবে সেটা যদি ব্যবসা বা নিজের প্রচারনা জন্য ব্যবহার করা হয় তাহলে কপি পেষ্ট অপরাধের বিবেচনায় নেয়া যেতে পারে ।
এটা প্রচার করা দরকার বলে করলাম ।

শুভ বুদ্ধির উদয় হোক ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

মোয়ােজজম হোেসন বলেছেন: কাল বুসের একটি টেপ শুনলাম .তাতে মনে হলো নকল করা যেতে পারে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

অপর্না হালদার বলেছেন: Plz Give Link if true ....



May be you are a .........

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

শিক কাবাব বলেছেন: মোয়ােজজম হোেসন বলেছেন: কাল বুসের একটি টেপ শুনলাম .তাতে মনে হলো নকল করা যেতে পারে।

ভাই কি মেট্রিক পাশ না ফেল?


সাইদির পায়খানায় আপনে কি সুগন্ধ পান?

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ । মোয়াজ্জেম হোসেনের মন্তব্যের জবাব দেয়ার জন্য ।

শুভ কামনা রইল ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

শিক কাবাব বলেছেন: অপর্না হালদার
শুভ বুদ্ধির উদয় হোক ।

আপনার এই লেখাটি আমি লাইন বাই লাইন পড়তে লাগলাম। আপনি কি বলতে চাচ্ছে দেখি। যদিও আপনের সাথে আমার পরিচয় নাই, কিন্তু ব্লগে অনেক জায়গায় আপনার নাম দেখেছি। ফলে আপনার নামটা আমার মনে আছে (আরো অনেক ব্লগারের নাম, যারা সব সময় একটিভ)।

একটু একটু আশ্চর্য হচ্ছিলাম। আপনে এমন সব চিন্তা করার ও লেখার সময় পেলেন কি করে। আপনিতো অনেক বুদ্ধিমান।

যখন নিচের For cheak haragment মারলাম, তখন একটু রাগ হল। কি দরকার ছিল আমাকে পরিশ্রম করানোর। পুরা লেখা না দিয়ে শুধু লিংক দিলেইতো পারতেন। অথবা লেখার শুরুতেই সবাইকে সতর্ক করে দিতেন - সাবধান - কপি পেষ্ট -

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

অপর্না হালদার বলেছেন: আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে এজন্য দুঃখিত ।

লিংকটা দিয়েছিলাম খবরের নিশ্চয়তা প্রদান করার জন্য ।


যাই হোক, পোষ্ট পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ রইল ।

ভালো থাকুন সব সময় । সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

একজন আরমান বলেছেন:
সাইদি সহ সকল যুদ্ধাপরাধীদের ফাসি চাই।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য । এটা এখন জাতীয় দাবি । সর্বস্তরের সচেতন মানুষের দাবী দেরিতে হলেও যেন এদের এখন ফাঁসি হয় ।


এখন দেখার বিষয় বর্তমান সরকার সত্যিকারভাবেই কি এদের ফাঁসি চায় নাকি সাধারন মানুষের ইমোশন নিয়ে রাজনীতি করতে চায় ।


শুভ কামনা রইল ।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
আমার একটি পোস্টে আপনি দুটি মন্তব্য করেছিলেন। আপনার নাম দেখে কৌতূহল বশত আমি আপনাকে ওইখানে দুটি প্রশ্ন করেছিলাম। আপনি মনে হয় আর দেখেন নি আমার ওই প্রশ্ন দুটি। তাই আবারও করছি-

অফ টপিকঃ
দুইটা অফ টপিক প্রশ্ন করছি যদি কিছু মনে না করেন।
০১। আপনার বাসা কি বরিশাল?
০২। আপনি কি শিক্ষিকা?

প্রশ্ন দুটি করার কারন হল আমি যখন বরিশাল জিলা স্কুলে পড়তাম, তখন আমাদের একজন শিক্ষিকা ছিলেন অপর্ণা হালদার নামে। তাই কৌতূহলবশত জিজ্ঞেস করলাম আর কি।

ধন্যবাদ।
ভালো থাকুন।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই না আমি শিক্ষিকা নয় । তবে বরিশাল বেশিরভাগ জায়গাই আমার চেনা । আমি প্রায় একযুগ বরিশালে ছিলাম । তখন আমি তরুন ছিলাম ।


তবে হ্যাঁ আমি যদি বরিশালে আবার আসি তাহলে আপনার সাথে দেখা করব । ইতিপূর্বে যদি প্রশ্ন করে থাকেন তাহলে হয়ত আমি দেখিন তাই উত্তর দিতে বিলম্ব হওয়ার জন্য দুঃখিত ।


শুভ কামনা রইল ।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

একজন আরমান বলেছেন:
ওহ। ঠিক আছে।
আমি যদিও ঢাকা থাকি জীবিকার তাগিদে। তবে মাসে দুই এক বার বরিশাল আসি।

ভালো থাকবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

অপর্না হালদার বলেছেন: ঢাকা কোথায় থাকেন এবং কি করেন আরমান ভাই আমি কি জানতে পারি ?


শুভ কামনা রইল ।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

একজন আরমান বলেছেন:
আমি থাকি-
শাহাজাদপুর, গুলশান।
একটা প্রাইভেট ভার্সিটি থেকে এই মাসেই গ্রাজুয়েশন শেষ করলাম। আপাতত বেকার। ঘরে বসে বসে শুধু সিভি ড্রপ করি আর ব্লগিং করি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

অপর্না হালদার বলেছেন: যেহেতু গ্রাজুয়েশন করেছেন চাকরি হবেই । যোগ্যতা থাকলে চাকরি অভাব হবে না । শুধু ধৈয্য ধরে লেগে থাকতে হবে ।.


শুভ কামনা রইল ।

ব্যাংকগুলোতে এপ্লিকেশন করবেন । ব্যাংকে এখনও অনেক লোক নিবে । লেগে থাকতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.