নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রতিটি পড়তেই ভাবনা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

প্রতিটি মানুষের জীবনের গল্পই প্রায় এক রকম । রসদ আলাদা রকম হবে এটাই স্বাভাবিক । জীবনের গল্পে যারা মানিয়ে নেয় তারাই বুদ্ধিমান বলে প্রতিয়মান হয় । বিষয়টি আমার কাছে একটু খটকা লাগে । যদি দুজন ব্যক্তি একে অন্যকে উপদেশ দেয় তাহলে কি উপদেশ দেয়া উচিত । আর দশ জন যা তুমিও তাই কর ? "নাকি" ব্যতিক্রম কাজ করেন যিনি তার মত তুমিও কর ? "নাকি" সর্বদা তুমি তোমার বুদ্ধি বিবেচনা খাটিয়ে যেটা সর্বজন বিহীত ভালো সেটা করো ? "নাকি" তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা কর ? হয়ত ভাবছেন এই জীবনের সাথে এই প্রশ্ন উত্তর বা উপদেশের সম্পর্ক কি ? আসলে নির্বোধ ব্যক্তি আমি আর আমার মনতো । যা মনে আসে তাই লিখে দিলাম আর কি!!! জীবন পথে চলতে গিয়ে জীবনের প্রতিটি পড়তে পড়তে হোচট খাই, চিন্তা করি, উপদেশ গ্রহন করি, আরো কত কি ? আমার নিকট যেটা ভালো মনে হয়, সেটা করি বা অন্যকে করতে বলি । কিন্তু আমি কতটুকু সঠিক বুঝি বা বুঝতে পারি বা বুঝতে চেষ্টা করি । আমার জ্ঞানইবা কত গভীর । যখন আটকে যাই তখন যদি বিবেকের নিকট প্রশ্ন করি তখন বিবেক যা বলে তা আমার পরিবেশ বা বই বা ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে বলে । কি করা উচিত আর কি উচিত নয় তা নিয়ে দ্বিধা-দ্বন্দে পরে যাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.