![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত না বলা কথা বলাই হয়না, যেটুকু বলা যায় তা হয়ত সঠিক জায়গা পর্যন্ত পৌছায় না, যেটুকু পৌছায় তা হয়ত পৌছানো ব্যাক্তির আশে পাশে ঘূর্নায়মান তৈল মদনকারীদের দ্বারা বন্দী হয়ে যায় । কি অপূর্ব এবং অদ্ভূত আমরা তাইনা । আমার চোখের সামনে দূর্নীতি হচ্ছে আমি বোবা হয়ে আছি । কিছু করার নেই । অথচ আমি অন্যদের দূর্নীতি নিয়ে কথা বলি । আমি প্রতিবাদ করতে পারিনা । কারন আমার চাকুরিচ্যুতি সহ অনেক ক্ষতি হতে পারে । আমার যদি এমন ভয় থাকে তাহলে অন্যদেরওতো এমন পিছুটান থাকতেই পারে । আমি একটা কথা নিজে নিজে চিন্তা করি । এ পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে তা কাগজে কলমে শিক্ষিতদের থেকে অন্যদের দ্বারা বেশি হয়েছে । আমরা যারা কাগজে কলমে শিক্ষিত বলে দাবী করি তারা সর্বদা মানিয়ে নিতে চেষ্টা করি । আমরা পরিবর্তিত হই কিন্তু পরিবর্তন করিনা । কি দূর্নিতী আর কি সুনিতী আসলে আমাদের কাছে সবই একাকার । যখন দূর্নীতি করতে পারিনা তখন বলি দূর্নীতি করা হারাম, আর যখন দূর্নীতি করার সুযোগ পাই তখন বলি সবাইতো দূর্নীতি করে আমি করলে দোষ কিসের । আগে অন্যদের ঠিক করুন তারপর আমার কাছে আসুন । আর যারা দূর্নীতি করেন তাদের হাত যে কত বড় লম্বা এবং শক্তিশালী তা আপনারাই ভালো উপলব্ধি করতে পারবেন বলে আমার বিশ্বাস ।
আমি বাংলার, বাংলা আমার
সকলের মঙ্গল কামনায় ধন্যবাদ দিয়ে এখন এ পর্যন্তই ।
©somewhere in net ltd.