![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ছক অসীম, পরিবার বলতে কেহ বুঝেন স্বামী-স্ত্রী আর সন্তান নিয়েই পরিবার । আপনার মা-বাবা ভাই বোন এরা পরিবারের পর্যায়ে পরবেনা । যদি আপনার বিয়ে হয়ে যায় এবং আপনি যদি আপনার মা-বাবার বড় সন্তান না হন তাহলেতো স্বামী-স্ত্রী সন্তান বাদে অন্যদের পরিবারের মধ্যে ভাবা যেন বড় ধরনের কোন অপরাধ করে ফেলবেন । কি সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা । মুখে বলি একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার দিনে দিনে বিলুপ্ত হচ্ছে । অথচ একবারো কি ভেবে দেখেছি এই যৌথ পরিবার ভাংগার পিছনে কে দায়ী । এসমাজ আমাদের কি শিখাচ্ছে । যাদেরকে আইকন বলে আমরা চিল্লাইয়া গলা ফাটাইয়া ফেলাই তারা তো এখন আমাদের পূর্বের সমাজ ব্যবস্থায় ফিরে আসছে অথচ আমরা অন্ধ পরশ্রীকাতরতার বশীভূত হয়ে মরিচিকার পিছনে ছুটে চলেছি । সরকারী চাকুরী যারা করেন তারা নিশ্চয়ই আমার কথাগুলো উপলব্ধি করতে পারবেন । হায় আমাদের চিন্তা এবং সমাজ ব্যবস্থা ।
কে রুখিবে তারে,
আমি যে উহার বাহিরে ।
সমাজ তোমার নাকি সমাজের তুমি,
যদি অন্যয়ের বিরুদ্ধে কথা বলি,
তবে অপরাধী হব শুধু আমি । আমি লজ্জার কথা বলে,
লজ্জা করি হরণ,
আমি মূর্খ মানুষের মত হাসির ছলে,
নিচ্ছি অসভ্য সমাজ ব্যবস্থা করে বরণ ।
©somewhere in net ltd.