নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

নৈতিকতা বিবর্জিত মানুষ কোন মানুষই নয় পশুর সমান, নৈতিকতা বিবর্জিত ধর্ম কোন ধর্মই নয়; নিছক এক ভন্ডামী, নৈতিকতা বিবর্জিত কোন কিছুর ভিতরে তার সত্যতা খুজে পাইনা ।

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০০

যায় দিন ভালো, আসে দিন কি ভালো ? আমার এ বিষয়ে অনেক দ্বিধা দ্বন্দ আছে বৈকি ?! বাস্তবতায় দেখা যায়, মানুষের চাকচিক্য আর বিলাসিতা বেড়েছে বটে, নৈতিকতা কি বেড়েছে মোটেই !!!!!!!!!! উত্তর খুজছি আমি । আপনার জানলে ভালো । একটি শব্দ মাত্র "নৈতিকতা", কিন্তু আমি এর বিশালতার কোন কুল কিনারা পাইনা । আমার মাঝে মাঝে এমনও মনে হয়েছে, নৈতিকতা বিবর্জিত মানুষ কোন মানুষই নয় পশুর সমান, নৈতিকতা বিবর্জিত ধর্ম কোন ধর্মই নয়; নিছক এক ভন্ডামী, নৈতিকতা বিবর্জিত কোন কিছুর ভিতরে তার সত্যতা খুজে পাইনা । আজকে বিশ্বের দিকে তাকালে দেখতে পাই নৈতিকতা বিবর্জিত ধর্মের নামে চলছে এক অরাজকতা আর দাঙ্গা হাঙ্গামা সহ ভোগের বানিজ্য । নৈতিকতা বিবর্জিত ধর্মের নামে নারীদেরকে শুধুমাত্র ভোগের বস্তু বানিয়ে রেখেছি আমরা সমাজ । অবাক বিষ্ময়ে তাকিয়ে দেখি এবং কান খাড়া করে শুনি নারীরা সানন্দে সেই ভোগের বস্তুতে নিজেদেরকে লুটিয়ে দিচ্ছে হাসি মুখে । বিশ্ব শান্তিপ্রিয় দেশগুলো দেশে শান্তি বিরাজ করতে পারছে ততক্ষনই যতক্ষন নৈতিকতাপূর্নকরে সকল কিছু ধরে রাখেন । আমার খুব কাছ থেকে দেখার বা বোঝার সৌভাগ্য হয়েছে যারা ধর্মে কথা বলেন এদের মধ্যেই নৈতিকতার অভাব আছে বৈকি । তবে ব্যতিক্রম থাকতেই পারে এমন নয়, ব্যতিক্রম আছে এবং থাকবে । ব্যতিক্রম আছে বলেই পৃথিবী এখনও আছে । সমাজের অল্পকিছু ভাল মানুষের জন্য অগনিত খারাপ বা মন্দ বা ভন্ড মানুষগুলো তারা লালসা মিটাতে পারছে । যেদিন ঐসকল মানুষগুলো থাকবেনা তখনই পৃথিবী বিলুপ্ত হবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি । আমার ঐসকল নৈতিকতাপূর্ন মানুষগুলোকে বোকা বলে থাকি । আসলে কি তারা তাই । মোটেই নয় । খারাপ বা মন্দ মানুষের পরিমান এতই বেশি যে ঐসকল মানুষগুলোর বিষয়ে আমরা খোজই করি না বা ভাবিনা । তাই আমাদের এমন মনে হয় । আমরা বোকার স্বর্গে বাস করে সত্যিকার মানুষগুলোকে বোকা ভাবার কাজটি খুব নিপুনতা সাথে দেখি । আমি আমার বন্ধু মহলেও নৈতিকতা বিবর্জিত ভন্ড ধার্মিক দেখেছি । তাদের ভাবখানা এমন যেন কোন অপকর্ম তারা করেনি বা করতে যানেনও না । তারা এতই সুচিবাই যে, অন্যের হাতের খাবারও খেতে কুন্ঠিত বোধ করেন । এদের ক্ষেত্রে দেখা যায়, সর্বদা পা চেটে চলেন, অর্থের পিছনে ছুটে চলেন যেন অর্থই তাদের মনের ভিতরে লালিত ধর্ম । যদি কোন মানুষকে সাহায্য করতে হয় তাহলে তাদের খুজে পাওয়া যাবেনা । নারীদের প্রতি তাদের আলাদা একটু দৃষ্টি থাকে । নারীদের বিষয়ে কথা বলতে তারা খুবই আগ্রহী এবং হাসিখুশি । আমরা যারা গদবাধা মানুষ তাদের চেয়েও ঐসকল নৈতিকতা বিবর্জিত ভন্ড ধার্মিক মানুষগুলো সবক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর এবং হুমকি স্বরূপ । কারন তারা সর্বদা একটি ভন্ড ধার্মিক লেবাজ ধারন করে থাকে । আমরা সকলেই জানি, এই এশিয়া মহাদেশের মানুষরা এখনও ধর্মের ক্ষেত্রে একটু ধমান্ধই বটে । এত সহজ কথাগুলো বললাম শুধুমাত্র নৈতিকতা সম্পর্কে আপনাদের কাছ থেকে কিছু শুনবো এবং জানবো বলে । আপনাদের কথাগুলো শুনে উপলব্ধি করার চেষ্টা করবো এবং সঠিক আলোচনাগুলো আত্মস্থ করাসহ ধারন করার চেষ্টা করবো । কারন এখনই যদি সাধুদের সাবধান করতে না পারি তাহলে আপনি আমি যেমনই পৃথিবী থেকে বিদায় নেই না কেন, আমাদের/আপনাদের ভবিষ্যত প্রজন্মকে পৃথিবীতেই নরক/দোজগের যন্ত্রনা ভোগ করে পৃথিবী থেকে বিদায়/মৃত্যু বরন করতে হবে ।

আসুন আমি সংশোধন হই এবং আমাকে দ্বারা আপনাকে রক্ষা করি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.