নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

আমি বড় বোকাই হবো এটাই আমার এ্র্যাম্বিশন । কারো পরিবর্তনের প্রয়োজন হলে সে নিজেই পরিবর্তিত হবে ।

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

গতরাত থেকেই বিপর্যস্ত এবং অন্তর্দহণ অনুভূত হচ্ছে । মনের সাথে সম্পর্কযুক্ত সকল অংশই যেন অলস এবং আশাহীনতা গা ভাসিয়ে দিচ্ছে । এমন একটা সময় থাকে যখন অনেক আশায় বুক বাঁধে । কিন্তু সে আশা বা প্রত্যাশা করার সময় একবারে ভাবে না, এ সকল আশা ভবিষ্যতে অন্য কিছু মানুষের উপর নির্ভর করবে সফলতা । আমরা সাধারনত যা কিছু ভাল বুঝি বা জানি তা খুব কাছের মানুষদের দ্বারা প্রত্যাশা করি বা শিখিয়ে নিতে চেষ্টা করি । কারন খুব কাছে মানুষগুলোদের দ্বারা স্বপ্নের সাজানো বাগান গড়তে চাই । কোথাও যেন খুদ না থাকে । অথচ সেই মানুষগুলো কি আর আমার স্বপ্ন তার হৃদয়ে ধারণ করে । আসলে করেনা । স্বপ্নের মানুষগুলোরও কিছু স্বপ্ন থাকে । কি অদ্ভূত এ পৃথিবী এবং পৃথিবীর মানুষের মন । আমি সর্বদা এটাই ধারণ করি, যদি কোন উপলব্ধি বা তথ্য আমার ভালো লাগে তা সর্বদা সকলের সাথে শেয়ার করতে চাই এবং কারো কোন কিছু সংশোধন করার মতো হলে আমি তা সরাসরি বলে দেই । তাতে ভালোর চেয়ে খারাপই বেশি হয় । ইদানিং এটা বেশি উপলব্ধি করি এবং বাস্তবতার মুখোমুখি হচ্ছি । এখন মনে হয়, কাউকে পরিবর্তন করার চেষ্টা করার মতো বোকামি পৃথিবীতে আর একটিও নেই । যদি খুব প্রয়োজনই হয় তবে নিজেকে পরিবর্তন করাই শ্রেয় । ইহাতে সকল দিকেই সুফল পাওয়া যায় । কিন্তু কেন যেন পারিনা । কোথায় যেন গলদ থাকে আমার । তাই আমার এ্যাম্বিশন এখন বোকা হবার । কারো পরিবর্তনের প্রয়োজন হলে সে নিজেই পরিবর্তিত হবে । একটি গল্প মনে পড়ে গেল... এক বাচ্চা তার মাকে বললো, মা আমার যদি পেটে ব্যাথা করে তাহলে আমায় জাগিয়ে দিও । মা বললো, শোন আমার তোমাকে জাগিয়ে দিতে হবেনা, পেটে ব্যাথা করলে তুমি নিজেই জেগে যাবে । ..... তেমন বিষয়টি আসলেই সত্যি । আপনি তাকেই পরিবর্তন করতে পারবেন যে নিজে পরিবর্তন বা ভালো কিছু গ্রহণ করার মানুষিকতা ধারণ করেন । অন্যথায় যতই চেষ্টা করেন কোন লাভ হবেনা । কোন ছাত্র যদি তার শিক্ষকের সকল প্রশ্নের উত্তরে বলি জানি না/ পড়মুনা না । তখন আপনার ঐ ছাত্র হয় ত্যাগ করতে হবে নচেত যতক্ষণ লড়বে ততক্ষণ রেষ্ট নিয়ে বারং বার পিটুনি দেয়া ছাড়া অন্য কোন পথ আপনার থাকবেনা । পিটুনি দিতে হবে যতক্ষন শিক্ষকের কথামত কাজ করতে না চাইবে । যাই হোক... এখন আমার এ্যাম্বিশণ হলো... বোকা ছিলাম, বোকা আছি এবং বোকা থাকবো । নিরব বন্ধু বইকে সংগী করতে চাই । মনের আবেগ বা অনুভূতি প্রকাশের জন্য নিরব দর্শক বা শ্রোতা বা প্লাটফর্ম লেখালেখিকেই সহচর করতে চাই । সকলে আমাকে আর্শীবাদ করবেন । সকলের মঙ্গল কামনায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.