নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

মিডিয়াকে ধন্যবাদ ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

মিডিয়াকে ধন্যবাদ না দিয়ে থাকার কোন কারন নেই । একমাত্র বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করে মিডিয়ার উপরে । ব্যক্তি এখন মিডিয়া নির্ভর । প্রচারেই প্রসার -এই নীতিই বর্তমান সমাজের মাধাওয়ালা মানুষদের চিন্তা । যারাই একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রত্যেকেই মিডিয়া নির্ভর হয়ে পড়েছে । গরীবদের শীত বস্ত্র বিতরন করবে আর এই মহতি উদ্যোগ মানুষকে না জানিয়ে পারা যায় । কোথায় আছো মিডিয়া । কম্বল হাতে দাও ছবি তুলো - পত্রিকায় প্রকাশ করার জন্য খুশি হয়ে কিছু আগাম সেলামী তাও সাথে চাই-ই চাই । রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও তার ব্যতিক্রম নয় । শুনেছি বর্তমান গর্ভরনও নাকি মিডিযা প্রীতিতে এত ব্যস্ত যে সত্য মিথ্যা যাচাই না করেই সার্কুলার দিয়ে বসেন অথবা চিৎকার করে মিডিয়া ডাকেন । এমনও শোনা যায় যে, উক্ত প্রতিষ্ঠান তদবির করার জন্য মিডিয়া ম্যান হলে সোনায় সোহাগা অবস্থা । উক্ত প্রতিষ্ঠানে যদি আওয়ামী পন্থী, বিএনপি পন্থী, জামায়াত পন্থী হলে তেমন কিছু যায় আসে না যদি আপনি উপর মহলে তেল মারতে পারেন সাথে যদি মিডিয়া ম্যান থাকে তাহলে আর ঠেকায় কে । কিন্তু এই সকল খবর কি উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার জানেন । যদি জানেন তাহলে এমন নির্বোধ আর নপুষ্সকের মত থাকার কথা নয় । কি জানি পৃথিবী এমন চলবে এটাই কি ধরে নিতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.