নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

সফলতা অর্জনের মানষিক পূর্ব প্রস্তুতি ।

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৫

সফলতা অর্জনের জন্য প্রয়োজন দশটি গুন ।
১ । যত দ্রুত সম্ভব, শুরু করুন: বুড়ো বয়সে ‘যৌবনে কি-ই না করতে পারতাম!’ এই আপসোস যেন আপনাকে না ভোগায় । তাই শুরু করুন । যে আইডিয়া আপনি মাথায় নিয়ে বসে আছেন, সেটা কাজে লাগিয়ে হয়ত কয়েক বছর পর অন্য কোন সফলতা আসবে । ছাত্রজীবন থেকেই স্বপ্নপূরণের শুরুটা হলে ; সফলতার সম্ভাবনা যতটুকুই থাকুক, অন্তত হাল ছেড়ে দেওয়ার প্রবনতা কমবে ।
২ । প্রতিদিন আপনাকে আপনার সেরাটাই দিতে হবে ।
৩ । নিজেই নিজের বস হোন । নিজের শ্রম নিজের স্বপ্ন পূরনের পিছনে খরচ করুন ।
৪ । না বলা শিখুন । প্রতিদিনের ২৪ ঘন্টা কীভাবে ব্যবহার করে, সেটাই সফল ও অসফল মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয় । প্রয়োজনে না বলতে পারা আপনাকে লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করবে ।
৫ । প্রতিজ্ঞা ও প্রত্যয়ী হোন । একমাত্র ভালোবাসা দিয়েই কঠিন কাজটাকে সহজ করা যায় ।
৬ । জীবনই সেরা শিক্ষা প্রতিষ্ঠান । নিজের জীবন থেকে শিখেই তৈরী হতে হবে । অন্যদের পর্যবেক্ষন থেকে শিক্ষা নিতে হবে ।
৭ । আশা হারাবেন না; লক্ষ্যে পৌছাতে হলে আশাবাদী হতে হবে ।
৮ । সমালোচনাকে স্বাগত জানান ।
৯ । সাফল্যের হিসাব করুন । নির্দিষ্ট লক্ষ্য হিসেব করে সব সময় হিসেব করুন, আপনি কতটুকু এগোলেন, তবেই লক্ষ্যে অবিচল থাকতে পারবেন । কোন কাজই বলার মত অর্জন সম্ভব নয় ।
১০ । জীবনটা সহজ নয় এটা যেমন সত্য তেমন জীবনের সবকিছু সবসময় আপনার মনমতো হবে না । আপনি পড়ে যাবেন বা হেড়ে যাবেন তবুও আপনাকে দাড়াতে হবে; জিততে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.