![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।
এটা বাংলাদেশ, এখানে সন্তানেরা বাবার কোলে-পিঠে মানুষ হয়। ভালোবাসা ও কড়া শাষণে পৃথিবীকে চিনতে শিখি আমরা।
আগে দেশে একান্নবর্তী পরিবার থাকলেও এখন অনেক কম, আমরা অনেক বেশী অনুকরণ প্রিয়। পশ্চিমাদের দেখে আমরাও বৃদ্ধাশ্রম বানিয়েছি, এখন অনেকেই সেখানে চোখ মুছেন। গ্রামে বৃদ্ধাশ্রম না থাকলেও বাবা-মা অনেক কষ্টে আছেন। অনেকের বয়স এখন ৭০ এর উপরে, তাদের দ্বারা কাজ করা অনেক কষ্টকর। তারপরও করা চলেছে, নিজের জন্য ও পরিবারের জন্য।
গুটি কতেক মানুষ ছাড়া আজও আমরা যতো বড়ই হইনা কেন বাবার ছায়ায় থাকি। তাতে বাবা দেশের যে কোনায় থা না কেন, আমাদের ভালবাসা অটুট থাকে। তাই আর যাই হোক, বাবাকে সন্মান জানাতে বা ভালবাসতে কোন "বাবা দিবসের" দরকার আছে বলে মনে হয় না। কারণ আমাদের প্রতিটা দিনই বাবা দিবস।
আমাদের বাবারা সারা জীবনই আমাদের ছায়া হয়ে থাকবে, আর আমরাদের সেবা করার সুযোগ দিবে এটাই আসা করি।
©somewhere in net ltd.