![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।
সামু মডুর দ্ষ্টি আকর্ষন করছি, সম্ভব হলে পোস্ট টিকে স্টিকি করার জন্য
ডাঃ এড্রিক বেকার, মানবতার একটি বড় উদাহারণ। যেখানে মানুষ বাংলাদেশ ছেড়ে বিদেশ যাওয়ায় মত্ত সেই বাংলাদেশেই তিনি জীবনের বড় একটি অংশ কাটিয়ে দিয়েছেন। নিউজিল্যান্ড এর জন্ম নেওয়া এই মানুষটি ১৯৮৯ সালে বাংলাদেশে মানব সেবায় এসে ভালোবেসে থেকে যান এই দেশে।
আজ দুপুর ২টায় তিনি তার প্রতিষ্ঠিত ‘কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার’ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এড্রিক বেকার গ্রামের সবার কাছেই ‘ডাক্তার ভাই’ হিসেবে পরিচিত ছিলেন।
এক নজরে ডা: এড্রিক বেকার
জন্ম: জানা যায়নি
দেশ: নিউজিল্যান্ড
হাসপাতালের নাম: কাইলাকুঁড়ি হেলথ কেয়ার সেন্টার, টাঙ্গাইল
২০১৪ সালে বাংলাদেশের নাগরিত্ব পান
১৯৬৫ সালে তিনি পাশ করে যুগ্ধ বিধস্ত ভিয়েতামে যান। ১৯৭১ এ সেখানেই জানেন বাংলাদেশ সম্পরকে এবং বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেন। তারই জন্য ১৯৭৯ সালে আসেন বাংলাদেশে, কাজ করতে গিয়ে ভালোবেসে ফেলেন এই দেশকে। সেই থেকে টাঙ্গাইলে কাইলাকৌড় গ্রামে নিজেই একটি মাটির ঘরে নিজের হাসপাতাল গড়ে তোলেন।
৪একর জায়গার উপর বিভিন্ন কক্ষে ই চলে তার চিকিৎসা সেবা, যেখানে নতুন রোগী জন্য ১০ টাকা ও পুরাতনদের জন্য ৫টাকা। এলাকার লোকদের অনুদানের পর যা বাকী থাকে তা তিনি ২/৩ বছর পর পর নিজ দেশ নিউজেল্যান্ডে গিয়ে আত্বীয় ও ধনীদের কাছ থেকে নিয়ে আসেন।
*লেখাটির মূল কথা ২০১১ সালে প্রচারিত ইত্যাদি থেকে সংগ্রহিত
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
মামুন আকন বলেছেন: আমাদের জন্য এমন লোক খুবই দরকার ছিলো,,কিন্তু হারিয়ে ফেললাম
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭
আব্দুল্যাহ বলেছেন: মানুষ চলে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু তাঁর কাছ থেকে কিছু শিক্ষা নিলাম কিনা সেটাই মুখ্য বিষয়।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আবদুল্যাহ ভাই পোষ্টের জন্য!!!
হানিফ সংকেত ভাইকেও ধন্যবাদ, ডা: এড্রিক বেকার -কে নিয়ে করা বিশৈষ প্রতিবেদনটার জন্য!!!
কবি গুরুর কথা গুলো কানে বাজছে:
‘‘উদয়ের পথে শুনি কার বাণী,
ভয় নাই, ওরে ভয় নাই--
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।’’
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
আব্দুল্যাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২
ধমনী বলেছেন: বড়ো ভালো মানুষ ছিলেন তিনি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
আব্দুল্যাহ বলেছেন: হুম
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৩
তারেক আযামী বলেছেন: ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
আব্দুল্যাহ বলেছেন: আপনি আমি শুরু করলেই তো হয়ে যায়। মুরিব্বিরা আর কতোদিন? আসুন আগে নিজে শুরু করি পরে অন্যের দোষ খুজি।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
প্রামানিক বলেছেন: এরকম ভাল মানুষ আছে বলেই আমরা উদাহারন দিতে পারছি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
আব্দুল্যাহ বলেছেন: হুম, দাদা অনেক পরে মন্তব্য করলেন যে?
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
অগ্নি সারথি বলেছেন: বিনম্র শ্রদ্ধা এড্রিক বেকার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
উনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
সুমন কর বলেছেন: উনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।