![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।
ছবিটি দেখে একটি ভিন্ন ধারণা জন্ম নিতে পারে। মনে হতে পারে এরা কোন আসামী, কিন্তু আসলেই কি তাই?
ছবির মানুষগুলোকে তেমনভাবে না চিনলেও তাদের সাথে কথা হয়েছিল পথশিশুদের নিয়ে কাজ করার মাধ্যমে। যারা পথশিশু নিয়ে আগ্রহী তারা হয়তো মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় এর নাম শুনেছেন। এটি অদম্য ফাউন্ডেশন এর একটি প্রজেক্ট, যা গত তিন থেকে পথশিশুদের নিয়ে কাজ করছে। তারা এতোটাই কর্মঠ ও পথশিশুদের নিয়ে আগ্রহী যে আগারগাও-সদরঘাট-রামপুরা-কমলাপুর-শাহবাগের পথশিশুদের সবাই তাদের চিনে।
নিজেদের কাজের জন্য মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় বিশেষ পরিচিত। আমার জানা মতে তারা সরকারীভাবে অনুমোদনও পেয়েছে। আগারগাও এ তাদের একটি স্কুলে গিয়েছিলাম এই বছর ফল উৎসবে। ফল উৎসব-২০১৫ তে তারা ১৪০০ এর বেশী বাচ্চার হাতে মৌসুমি ফল তুলে দিয়েছে।
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসায় সেল্টার হোম নামে একটি বিশেষ প্রজেক্টের মাধ্যমে ১০জন বাচ্চার সার্বিক দেখভাল করছিল তারা। তাদের পেজে এ নিয়ে অনেক পোস্ট পাবেন। বাচ্চারা শেখানে নিয়মিত নামায আদায় করে, খেলে, পড়ে সব মিলিয়ে ভালোই ছিল। অথচ সেই বাচ্চাদের রাখার কারণেই আজ তাদের দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
পথশিশু নিয়ে মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় এর কিছু ছবি
আগারগাও এর মজার স্কুলের বাচ্চারা
এভাবেই কষ্ট করে পথশিশুদের বিনোদন দেন তারা
বাচ্চাদের শিক্ষা দেয়া হচ্ছে
মাঝে মাঝে অন্যদের কাছ থেকে এমন খাবারের ব্যবস্থা করা হয়, শিশুদের দেখাশোনা করেন কর্মীরা
চলছে বাচ্চাদের নিয়ে আড্ডা
দুই বছর পুর্তিতে কথা বলছেন পরিচালক ও মামলার মূল আসামী আরিফ ভাই
জাফর ইকবাল স্যার এসেছিলেন তাদের কার্যক্রম দেখতে
এবার বায়ান্নোর শিশুদের ছবি
কাজ শিখছেন সেল্টার হোম:বায়ান্নোর শিশুরা
এই ছবিটাও কাজ শেখার, আর জামাটা তাদের পোশাক
ইফতারে দশ জন শিশুর সাথে কর্মীরা
আটকের পর শিশুদের গাড়ীতে নেয়া হয়েছে, নিয়ে যাবা হবে পুলিশি হেফাজতে
এই সকল কাজের জন্য কেউ কখনো গ্রেফতার হতে পারে। গ্রেফতার হয়েছে চারজন, তাদের সকলকে দুই দিনের পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে।
আপনারাই বলুন কি করা দরকার।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০
আব্দুল্যাহ বলেছেন: না এমনটা হবার কথা নয়। তবে যদি হয়েই থাকে তবে কারণ ভিন্ন।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১
এস বাসার বলেছেন: ঘটনা সত্য হলে এর প্রতিবাদ জরুরী। এবং এদের পাশে দাঁড়াতে হবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
আব্দুল্যাহ বলেছেন: তাদের কার্যক্রম জানি, কিন্তু ঘটনার মূলে কী সেটাই জানা দরকার আগে।
কিছু পেলে জানতে ভূলবেন না।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১
আব্দুল্যাহ বলেছেন: মজার স্কুলের ফেসবুক পেজ মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয়
ইচ্ছে হলেই ঘুরে আসতে পারেন।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
আমি আবুলের বাপ বলেছেন: এটা কি দেখলাম?আপনার কথা যদি সত্যি হয়(প্রমান দেখে সত্যিই মনে হয়)তাহলেতো বিশাল ঘটনা
আর যাই হোক না জেনে গ্রেফতার করে,মিডিয়াতে এভাবে হাজির করে,এদের মান সন্মান এভাবে নষ্ট করার জন্য পুলিশের প্রতি চরম ধিক্কার জানাই।সবাই এগিয়ে আসুন
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
আব্দুল্যাহ বলেছেন: শিশুদের যেই বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তার ছবি দেখে আসুন, লিংক দিয়ে দিসি
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২
নতুন বলেছেন: অনেকেই শিশু পাচারের উদ্দেশে শিশুদের নিয়ে কাজ করতে পারে।
কিন্তু আপনি বললেন যে এদের সরকারী অনুমদন আছে... সেটা যদি থাকে তবে কেন পুলিশ তাদের ধরে নিয়ে যাবে এবং মিডিয়ার সামনে এমন ভাবে উপস্হাপন করবে?
ওদের ফেসবুকের পেজ দেখে মনে হলো এদের কাজে ভাল। আপনি আরো জানুন.. যদি উদ্দেশ্য মুলক ভাবে বা টাকার জন্য তাদের এই ভাবে হয়রানী করা হয় তবে আমাদের উচিত তাদের পাশে দাড়ানো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬
আব্দুল্যাহ বলেছেন: না বিষয়টি তেমন নয়। তবে এক মাধ্যমে জানলাম কোন এক বাচ্চা চিৎকার দিয়ে বের হয়ে এসেছিল। তবে তিনি এর বেশী কিছুই জানেন না। আমি সংগঠনটিকে ভালোভাবে চিনি, এখানে কাজও করেছি। উপদেষ্টা হিসাবে অদম্য ফাউন্ডেসনের চেয়ারম্যান সোহাগ ভাই ও এভারেস্ট জয়ী মুহিত ভাই আছেন।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
আব্দুল্যাহ বলেছেন: বায়ান্নোঃ পথের শিশুদের ২৪ ঘণ্টা নিরাপদ আবাস
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: বিরাট আয়োজন। কিন্তু দুইটা বাচ্চার ব্যাপারে থানায় জিডি ছিল। তারা হারানো গিয়েছিল। এই ব্যাপারে আপনি কিছু বলেন নাই। বুঝলাম না। বাবা-মা তার বাচ্চাকে খুঁছে আর তারা নিরাপদ আশ্রয় দিচ্ছে বাহ। তাদের গ্রেফতার করা হয়েছে এটা বাচ্চার অভিবাবকের অভিযোগের ভিত্তিতে। এই কথাটা আপনি কেন উল্লেখ করেননি?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
আব্দুল্যাহ বলেছেন: আমি আগেও বলে আমি গ্রেফতারের মূল কারণটি জানি না। তারাও বারবার বলে এসেছে পথশিশুর সবাই বাবা-মা নেই এমন নয়। তাদের মাঝে কেউ কেউ বাড়ি থেকে চলে এসেছে, ঢাকায় ভুলে চলে এসেছে বাসায় যেতে চায়না এমন। সেখানে থাকা ১০জন শিশুর ২জনের নামে যদি হারানোর জিডি থাকে তবে বাচ্চারা ঠিকানা বলতে পেরেছে কিনা সেটাও দেখা দরকার।
আর তারাতো সবারই ছবি ফেসবুকে দেয়, সেই হসাবে কাউকে লুকিয়ে রাখার কথাই আসে না। সেই দুই শিশুকে রাস্তা থেকে তুলে এনে কারিগরি শিক্ষা দেয়াতো ভূল কিছু নয়।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
নরহরি ঘোটক বলেছেন: কি আর বলব? খারাপ কাজের ভিড়ে এখন একটা ভাল কাজ করাও বিপদজনক।
এই পরিবেশে থাকতে থাকতে সবার ভিতরেই কেমন একটা ফ্রড ফ্রড ইমেজ দেখতে পায়।।
ধন্যবাদ শেয়ার করার জন্য
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
আব্দুল্যাহ বলেছেন: কাজটা অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখেনা, কিন্তু কেন গ্রেফতার করা হলো সেটাও তো পরিষ্কার করে জানানো দরকার।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: কিন্তু তাদের তো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে আর আপনি তার কিছু জানেন না আবার লেখা আর ছবি দিচ্ছেন। এই খানে কিছু না লিখে প্রকৃত তথ্যটা জানা দরকার ছিল না? আপনার লেখায় তো মানুষ বিভ্রান্ত হতে পারে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
আব্দুল্যাহ বলেছেন: যতোদূর জানি ১০জনের মাঝে একটি শিশুকে নিয়ে অভিযোগ রয়েছে। ছেলেটি হারিয়েছে ৭মাস আগে, কিন্তু সে ৫২তে আছে ৩-৪ মাস ধরে। সর্বোচ্চ ৪মাস হলেও তো বাকী তিন মাস সে বাইরেই ছিল। তাছাড়া সংগঠনটি গত তিন বছর ধরে কাজ করছে। সেখানে একটি অভিযোগে এভাবে করবে ভাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
আব্দুল্যাহ বলেছেন: হয়তো অভিযোগ থাকতেই পারে। কিন্তু তাদের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছিল, আমি সেই কথা ও ছবিগুলোই শেয়ার করেছি।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
মেহবুবা বলেছেন: চট করে রিমান্ডে কেন নিল বুঝতে পারলাম না। যে বাচ্চার চাচা মামলা করেছে তার ব্যাপারে খোজ নেওয়া উচিৎ ।
আপনার এই পোষ্ট আশা করি সত্য কে সামনে নিয়ে আসবে এবং সেটা হবে তাড়াতাড়ি ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৪
আব্দুল্যাহ বলেছেন: খোজ নিয়ে জানলাম, রিমান্ডে আরিফ ভাইকে খুবই টর্চার করেছে। মামলা হতেই পারে কিন্তু সামগ্রিক বিষয়টাও তো ভাবা দরকার।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৫
ই হক মুরাদ বলেছেন: ভাই এ দেশের পুলিশ যা ইচছা তাই করতে পারে এবং আমরা কোন প্রতিবাদ করি না। যার ফল যে কোন সময় যার তার এ রকম অবষ্থা হতে পারে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৬
আব্দুল্যাহ বলেছেন: মামলা ছিল, পুলিশ গ্রেফতার করতেই পারে। তাই বলে রামপুরা থানার পুলিশ "মজার স্কুল" এর কার্যক্রম জানবে না এটাই বুখলাম না।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৩
মেহবুবা বলেছেন: নির্দোষ কেউ কেন শাস্তি পাবে এবং সেটা যদি এমন কেউ হয় যে কোন কল্যাণের জন্য কাজ করেছে।আশা করি দ্রুত সঠিক পদক্ষেপ নেয়া হবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
আব্দুল্যাহ বলেছেন: সেই আশায় রইলাম।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব দুঃখজনক । সত্য বেড়িয়ে আসুক । সবার সচেতনতা কাম্য ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
আব্দুল্যাহ বলেছেন: হুম, ধন্যবাদ
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
ডি মুন বলেছেন: মজার ইশকুল সম্বন্ধে অনেক আগে থেকেই শুনে আসছি। কিছু ছেলেমেয়ে এই সব পথশিশুদের জন্যে নিরলস শ্রম দিয়ে যাচ্ছে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
পুলিশ কর্তৃক আটকের কথা শুনে খুবই আহত হলাম। এমন ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এমনটা হলে তো, এদেশে কোনো ভালো কাজ করাই সমস্যা। !!!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
আব্দুল্যাহ বলেছেন: এটি এখটি ভূলবোঝা বুঝি, আশা করি খুব দ্রুত সমাধান হবে
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
কাবিল বলেছেন: আশা করি এই পোষ্টটির মাধ্যমে সত্যটা বেড়িয়ে আসবে।
একটু ভাল করে খোঁজ খবর নিয়ে আপডেট দিন।
পোস্টের জন্য ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
আব্দুল্যাহ বলেছেন: খুব শীগ্রই আপডেট পাবেন।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
মানব সেবার জয় হোক, পথ শিশুর ভাল হোক
ভলান্টারিজম অব্যাহত থাকুক
বাংলাদেশ এগিয়ে যাক
আরিফ জাকিয়া মুক্তি পাক
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
আব্দুল্যাহ বলেছেন: খুব শীগ্রই সুখবর শুনব বলে আশাবাদী।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
মেহবুবা বলেছেন: কিছু কিছু খবর পাচ্ছি এমন যা হতাশ করছে না।দেখা যাক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফুলিশ থুক্কু পুলিশ তো ভাবছে পাইছি মাল (অর্থাৎ শিশু পাচার কারী) এইবার মোটা দান মারা যাবে। কিন্তু দুঃখের বিষয় যারা পথশিশুদের জন্য নিজের জীবন উৎসর্গ করলো তারা আজ এই ফুলিশের জন্য আজ শিশু পাচার কারী। বরই দুঃখ পাইলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
আব্দুল্যাহ বলেছেন: আমিও পেয়েছিলাম
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: অন্যের জন্য ভালো কাজ করতে গিয়ে ফেসে যাচ্ছেন নিরপরাধ ভালো মানুষগুলো। এদেশের পুলিশরা তো মাল কামানোর ধান্দায় থাকে। কি জানি কি করে। সবাই খেয়াল রাখুন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
আব্দুল্যাহ বলেছেন: খেয়াল রাখছি, ধন্যবাদ
২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন: আসল ঘটনাটা জানতে ইচেছ করছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
আব্দুল্যাহ বলেছেন: Click This Link
পড়ে নিবেন
২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২
আহমেদ জী এস বলেছেন: আব্দুল্যাহ ,
সত্যটা তো ছবিগুলোই বলছে । আশা করি এই সুন্দর মানুষগুলো এই উদ্ভট পরিস্থিতি থেকে বেড়িয়ে আসবেন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
আব্দুল্যাহ বলেছেন: কিছু ভূল ছিল, তার মানে এই না যে রিমান্ডে নিয়ে স্বপ্ন দেখার শাস্তি পেতে হবে
২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
অহনাব বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
আব্দুল্যাহ বলেছেন: অনুরোধের জন্য ধন্যবাদ
২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: ফেসবুকেও এ নিয়ে অনেক পোস্ট দেখলাম। খুব খারাপ লাগল। বাট, এতে করে মানুষের সাহায্য করার ইচ্ছা নষ্ট হয়ে যাবে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
আব্দুল্যাহ বলেছেন: হুম, আমাদের ভূল ছিল কিন্তু তা বললেই হতো। রিমান্ডে নেয়া বা পাচারকারী হিসাবে ঘোষনা দেয়ার মতো না।
২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫
গরু গুরু বলেছেন: প্রশাসন কর্মকর্তা বলদ গুলো এখন রিমান্ড রুগে আক্রান্ত। কোনো কিছু হইলেই খালি রিমান্ড রিমাণ্ড করে।
কয়দিন পর বায়ূ নির্গমন করলেও হয়ত রিমান্ডে যাওয়া লাগে পারে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
আব্দুল্যাহ বলেছেন: রিমান্ডে না নিলেও চলত
২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৪
মোঃ তুষার সৈয়দাবাদী বলেছেন: বুঝতে পারছি না কি বলব?? আমরা কি মানুষ শব্দটির সঠিক সংজ্ঞা জানি?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
আব্দুল্যাহ বলেছেন: সেটাই
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
তাসজিদ বলেছেন: রিমান্ডে নেয়া সাপোর্ট করতে পারছি না কোনমতেই
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
আব্দুল্যাহ বলেছেন: বলার কিছু নেই, পুলিশকে অতি উৎসাহী দেখা গেছে
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো বিস্ময়কর!!!!!!!!!!!!
কিন্তু নিউজে লিখেছিল- একটা বাচ্চা নাকি বেরিয়ে এসে বলছিল আমাদের বাঁচান!??? এইটা কি ঘটনা?
আপনার তথ্য আর মিডিয়ার নিউজেতো বিশাল ব্যবধান! আমজনতা কোথায় যাবে বলুন?
আর এত চমৎকার সেবা কাজ এবং যেখানে সরকারী অনুমতিও আছে সেখানে পুলিশের গ্রেফতারতো অবৈধ!! নয় কি?
আপডেট জানাবেন আশা করি।