![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।
মেয়েটির নাম সোহাগী জাহান তনু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী। গত রবিবার বিকালে টিউশনির জন্য বের হয়ে লাশ হয়ে পড়ে ছিল ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায়।
শুধু এই তনু নয়, এমন শতাধিক তনুই পৈশাচিক কামনার শিকারে জীবন হারায়, হাজার তনু ইজ্জত হারায়। বিচার যে হয়না তা নয়, গ্রামের মাতব্বর, থানার ঘুষখর পুলিশ এমন মামলা থামিয়ে দেয় আদালতে পৌছার আগেই। এদের গণ্ডি পেরিয়ে যে মামলাগুলো আদালতে গড়ায় তা কালো উকিলের ফাইলে বন্দি হয়ে এ টেবিল ও টেবিল ঘুরে বেড়ায়। সব শেষে দেখা যায় হাজারে ৫ টির কম মামলায় আসামির ফাঁসির রায় হয়। এই পাঁচের অঙ্কটি যদি জোর করে ৫০ এ নেয়া হয় তবুও ৯৫০ তনু ন্যায় বিচার পায় না। কিন্তু কেন?
আজ সোহাগী জাহান তনু তাঁর সব দিয়ে বলির শিকার হয়েছে, কিছুদিন আগে ঢাকার ব্যাস্ত রাস্তায় চলন্ত মাইক্রোতে এক নারী হারিয়েছে সব। আমরা তখনও চিৎকার করে থেমে গেছি, আগামীতেও তাই করব। কিন্তু কেন? কোন তনুই কি ন্যায় বিচার পাবে না!
আজ তনু বলি হয়েছে, আপনার ঘরে এমন কোমলমতি কেউ নেই তাই চুপ আছেন। কিন্তু কাল আপনি নিজেই এমন কোমলমতির পিতা হবেন, দাদা/নানা হবেন। সেদিনও কিছু হায়না আপনার সেই কোমলমতির বুকে দাঁত বসাবে, কেড়ে নিবে সর্বস্ব। সেদিন কি করবেন?
যারা মেয়েদের দোষ দেবার কথা ভাবছেন, তাদের বলি 'নরদন্ড যার খারাপ সে বোরখা বা শর্ট কাপড় বুঝে না'। সে শিকারির মতো তাকিয়ে থাকে নিজের পশুত্ব সাধন করার। আজ যদি যে কোন ঘটনার ৩ মাসের মাঝে সেই পশুটিকে ঝুলিয়ে দেয়া যেত, বেশী না এভাবে ২০টা ঝুলালেই পশুত্ব কোথায় হারিয়ে যেত। কিন্তু আমাদের আইন কিছুটা অন্যরকম, অন্ধের সাথে সাথে তাঁর নসিকার বেশ জোর। ঠিক কিভাবে যেন সব পাশ কাটিয়ে টাকার টেবিলের সাথেই সখ্যতা করে বসে।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১
আব্দুল্যাহ বলেছেন: ছেলে দাবির চেয়ে, মানুষ ভাবাটা ভুলতে হবে
২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩
সমুদ্রতীর বলেছেন: ৯০ সালে ইয়াসমিনের জন্য পুরো দিনাজপুর শহড় রাস্তায় নেমে এসেছিল। কুমিল্লাবাসীরা কি করছে?
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৭
আব্দুল্যাহ বলেছেন: হুম, আপনি বুঝি দিনাজপুরের?
আমিও দিনাজপুরের ছে তাই জানতে চাইলাম। আর কুমিল্লাবাসী রাস্তায় নেমেছে, আমাদের উচিৎ তাদের সমর্থন দেয়া।
৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫
নতুন বলেছেন: ধষ`কের বিচার ফাসি হওয়া উচিত।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৯
আব্দুল্যাহ বলেছেন: তা ছাড়া ধর্ষণ থামানো যাবে না, আর রায় থেকে ফাঁসি এর সবই হতে হবে এক বছরের মাঝে। তবেই দেখবেন সব ঠিক হয়ে যাবে।
৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
তুহিন তারানা বলেছেন: দুয়েকটার বিচারে তাও ফাঁসির "রায়" দেয়া হয়। কিন্তু ফাঁসিগুলো "কার্যকর" করা হয় কোথায় ?? ফাঁসির রায়টা পর্যন্ত দেয়া হয় অনেক দীর্ঘসূত্রিতার পর। আমাদের গরুর গাড়ি মার্কা বিচার ব্যবস্থাও এর জন্য কোনো অংশে কম দায়ী না।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২০
আব্দুল্যাহ বলেছেন: আইন অনেক শক্তিশালী। কিন্তু পরোক্ষভাবে আমরাই তাতে গরুর চাকা লাগিয়ে দিয়েছি
৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: তনু হত্যার বিচার চাই।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১
আব্দুল্যাহ বলেছেন: আমিও চাই, এখন দেখার বাকি বিচার কিভাবে এগুয়
৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬
শাহ আজিজ বলেছেন: বেআইনি হবে তবুও চিৎকার করে বলব হাতুড়ি হাতে নিন , দু দশটা ঘিলু বের করুন ,কাজ দেবে। ইয়াসমিনের বিচার চেয়ে আমি আমরা লাগাতার হরতাল ডেকেছিলাম এবং পুলিশ ফাসির দিন মিষ্টি বিতরন করেছি।
বাংলাদেশ জেগে ওঠো ।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০
আব্দুল্যাহ বলেছেন: আপনি ইয়াসমিন হত্যার বিচারে চেয়ে আন্দোলন করেছে জেনে খুশি হলাম। আমিও দিনাজপুরের ছেলে, আপনার সাথে দেখা করতে পারলে খুশি হতাম।
৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৬
অন্তঃপুরবাসিনী বলেছেন: "আজ যদি যে কোন ঘটনার ৩ মাসের মাঝে সেই পশুটিকে ঝুলিয়ে দেয়া যেত, বেশী না এভাবে ২০টা ঝুলালেই পশুত্ব কোথায় হারিয়ে যেত।"
সকল তনু হত্যার বিচার চাই। আর কোন নতুন তনু দেখতে চাই না।
আমরা নির্ভয়ে,নিরাপদে চলতে চাই।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
আব্দুল্যাহ বলেছেন: আমি আমার আগামীর জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে যাই
৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪২
মাই নেম ইজ খান-১ বলেছেন: কঠোর শাস্তির প্রয়োজন। যাতে আরো দশজন শিক্ষা পাবে।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯
আব্দুল্যাহ বলেছেন: জ্বি, খান ভাই
৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৮
বিজন রয় বলেছেন: নির্মম ও দুঃখজনক।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০০
আব্দুল্যাহ বলেছেন: হুম, এমনই
১০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৩
কালনী নদী বলেছেন: এ যে ক্ষমার অযোগ্য ভাই, আপাত ফেসবুকে শেয়ার দিলাম।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০০
আব্দুল্যাহ বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০০
ক্ষুদ্রমানব বলেছেন: ধিক্কার ধিক্কার.।.।.।।
লজ্জা বোধ করছে নিজেকে ছেলে জাতি হিসেবে আখ্যায়িত করতে।
ছেলে হিসেবে নিজেদের গর্ব করার দিন হয়তো ফুরিয়ে যাচ্ছে।