![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
আজকের প্রথম আলোতে গত পাঁচ বছরের অপহরণের একটি তালিকা দেয়া হয়েছে। তালিকায় দেখা গেছে ২০১০-৪৬, ২০১১-৫৯, ২০১২-৫৬, ২০১৩-৬৮ আর ২০১৪-৫৩ জন অপহরণের শিকার হয়েছেন। ২০১৪ বাদ দিলে গত কয়েক বছরে সর্ব্বোচ্চ অপহরণ হয়েছে ২০১৩ সালে ৬৮ জন, অথচ এ বছরের চার মাসে অপহরণের সংখ্যা ৫৩ জন, বাকী আট মাসে যা না হলেও এবার তিন সংখ্যায় গিয়ে দাড়াবে।
প্রতিবছর যে হারে সংখ্যা বাড়ছে, তাতে এটাকে কোনভাবেই একটা বাণিজ্যিক রূপ দিতে পারলে অনেক টাকার জোগাড় হতো। দেশে তো আর কোন মন্ত্রলয়ের অভাব নেই, না হলে একটা নতুন মন্ত্রালয় খুলেই চালানো যায়। এই ধরুণ কেউ অপহরণ হলে তার পরিবারকে ২০ হাজার টাকা জমা দিয়ে নাম তালিকাভুক্ত করতে হবে, যে কোন অগ্রগতির জন্য ৫হাজার টাকা, এইরকম আরো কিছু যোগ করা যেতে পারে।
খুব অবাক হতে হয়, যখন একটি ব্যস্ত রাস্তা থেকে ৭জন মানুষ গায়েব হয়ে যায় আর প্রসাসন এটা নোখোজ না অপহরণ তাই বলতে পারে না। যে কারণেই হোক আমাদের দেশে এখন এমন গায়েব অহরহ আর হরহামেশাই হচ্ছ।
সবচেয়ে নিজেকে বড় অস হায় মনে হয় যখন শুনি কাউকে সাদা পোষাকের কেউ তুলে নিয়ে গেছে। কারণ আপনি আর নিজের মানুষটিকে পাবেন না আর পাবেন না সাদা পোষাকধারীদেরও। বরাবরই এমন ঘটনাট পর র্যাব,পুলিশ কেউ ঘটনার দায় নেয় না। আবার তাদের নামে যে সাদা পোষাকধারীরা ঘুরছে তাদেরও কোন হদিস দিটে পারে না। আপনারা যখন অক্ষম তো শুধু একবার সাদা পোষাকের অভিযান বন্ধ ঘোষনা করেন, দেখেন কেমনে অপহরণের হার ৭০% কমে যায়। তা তো করবেন না।
©somewhere in net ltd.