নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

আসুন পথ শিশুদের পাশে দাড়াই

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৫৬

যাদের ঢাকা শহরের রাস্তায় হাটার অভ্যাস বা অভিজ্ঞতা আছে তারা সবাই পথ শিশুদের চিনেন। অনেক সময় তাদের সাহায্য করারও ইচ্ছে অনেকেরই হয়, করেনও অনেকেই। কিন্তু আমরা কতোটাই বা তাদের এগিয়ে নিতে পেরেছি?

আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বলা যায় বাবার টাকার কারনেই আজ আমি এই পর্যায়ে। আমার অনেক বন্ধু তাদের মেধায়, ঢাবি, বুয়েট ও ঢামেক এর মতো অনেক নামী জায়গায় আছে।

কথা তা নয়, কথা আসুন পথ শিশুদের জন্য কিছু করি।

কয়েক মাস থেকে আমি বার্ড নামে একটি সংস্থার সাথে কাজ করছি।



"আমায় শিক্ষিত করুন, দেশ শিক্ষিত হবে" এই শ্লোগানে পথ শিশুদের শিক্ষা ও আবাসের লক্ষে কাজ করছে সংস্থাটি।

এরই মাঝে উত্তরা-১৪ নং সেক্টরে একটি বাসায় ১৪টি শিশুর থাকার ব্যবস্থাসহ কিছু শিক্ষার চেষ্টা চালাচ্ছে তারা। সব মিলিয়ে ৩০ জনের মতো পথ শিশুকে শিক্ষা দেওয়া হয় এখানে। কিন্তু টাকার ঘাটতি ও সঠিক নির্দেশনার কিছু ঘাটতির অভাব রয়েই গেছে।

সংস্থাটির ফান্ডিং এর ব্যাপারের রয়েছে অনেক ঘাটতি। তাই স্কুলটিতে থাকা বাচ্চাদের মানমত খাবার দেয়া যাচ্ছে না। খাবার পানির জন্য নেই কোন ভাল ব্যবস্থা, তাই মাঝে মাঝেই তারা ওয়াশার অতি সাস্থকর পানি সরাসরি পান করে।

কিন্তু যদি আমরা কিছুটা এগিয়ে আসি তবে হয়তো তাদের ভাল খাবার পানির জন্য একটি ফিল্টার, সপ্তাহে দুই দিন মানমত খাবার, কিছু ভাল কাপড় ও একটি ভাল শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করে দিতে পারব।

আপনারা চাইলে স্কুলটি দেখে যেতে পারেন। যে কোন কিছু জানার জন্য প্রতি শুক্রবার বিকাল ৩টায় একটি মিটিং হয়। এছাড়াও আপনি যে কোন দিন বিকাল ৪টা থেকে ৬টায় স্কুলটির ক্লাস দেখে আসতে পারেন। তবে এ জন্য আপনাকে বার্ডের কার্ড দেখাতে হবে, তাই আগে শুক্রবার গিয়েই ঘুরে আসা ভাল।

এছাড়া যে কোন কিছু জানার জন্য নিচের লিংক গুলো ঘুরে আসুন

http://charitybird.org/

https://www.facebook.com/charitybirdUK

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.