নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস ও আমার ভাবনা

১৮ ই মে, ২০১৪ রাত ৯:৩৬

১৭ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কাল অনলাইন মিডিয়ায় দিনের বড় একটা অংশই ছিল হাসিনার কান্না নিয়ে। সাধারণত কোন দলই অন্য দলের প্রসংশা করতে চায় না, তাতে সমস্যা নেই কিন্তু কেন মিথ্যে দুর্নাম করে জানার অনেক ইচ্ছে রইল।

মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার প্রশ্ন

০১

আপনি জিয়াউর রহমানকে বরাবর সৈরাচারী বলেন কিন্তু কী কারণে আপনার পিতা শেখ মুজিব দেশের আইন তুলে বাকশাল চালু করেছিলেন তার কোন যুক্তি দেননি?

০২

জিয়া নাকি আওয়ামীলীগের নাম মুছে ফেলার চেষ্টা করেছিলেন? অথচ তার সৈরাচারী আমলেই আপনার নির্বাসিত জীবনের ইতি হয়েছে, আপনি দেশে এসে আপনার দলকে এক করেছেন। তারপরও আপনার এমন মনে হয় কেন?

০৩

যুগ্ধকালীন সময়ে জিয়ার ভূমিকা ও তার স্বাধীনতা ঘোষনা নিয়ে আপনার অনেক কথাই বলেছেন, কিন্তু আপনার পিতা কেন স্বাধীনতার ঘোষনা পত্রে সই করেননি জানতে পারি?

০৪

তাজউদ্দীন কণ্যা তার বইয়ে লিখেছে, পাকিস্থান সরকার তার বিরুদ্ধে দেশদ্রোহীতার বিচার করতে পারে, তাই তিনি স্বাধীনতার ঘোষনা পত্রে সই করেননি। তবে দেশ স্বাধীনের চিন্তা বা স্বাধীন হবে এমনটা কী তিনি কখোনোই চেয়েছিলেন?

০৫

বিভিন্ন কারণে আপনি আপনার পিতার সমাধীতে ফুল দিতে যান, অথচ কখনোই জাতীয় চার নেতার মাজারে ফুল দিতে গেলেন না কেন?

০৬

জিয়া অবৈধভাবে ক্ষমতা গ্রহণে তাকে নানাভাবে হেয় করেন, অথচ এরসাদের সাথে জোট করে ঠিকই সরকার চালাচ্ছেন। এর কারণ কী?

০৭

জামায়াত নিয়ে এতো লাফালাফি অথচ দেখলাম পাবনায় একসাথে জামায়াতের শতাধিক কর্মী আওয়ামীলীগে যোগ দিল। দলই কী সব না মনস্ত্তের কিছু ব্যাপার আছে?



*এখন খালেদা-জিয়া বা জামায়াতকে নিয়ে তেমন কিছু মিডিয়ায় নেই, তাই লিখতে পারলাম না। লেখা পড়ে কেউ আমাকে জামায়াত বা বিএনপি কর্মী আখ্যায়িত না করলেই খুসী হব, আমি বাঙ্গালী থাকতেই ভালবাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ রাত ১:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: জিয়া হাসিনাকে দেশে ফিরিয়ে আনেনি বরং জিয়ার শাষনামলের শেষ দিকে দেশের জনগনের ক্ষোভ এতই বেড়ে গিয়েছিল যে দীর্ঘদিনের নির্বাসন এর পর হাসিনা নির্ভয়ে দেশে আসতে পেরেছিল কারণ জিয়ার জনসমর্থন একেবারে তখন ম্লান, হাসিনা দেশে আসলেও জিয়ার কিছুই করার ছিল না।

আর হাসিনা দেশে ফিরার ১৩ দিনের মাথায়ই তো ঘ্যাচাং!!!
(মাঝখানে ফাকতালে এরশাদ প্যাচাং)

মামু, এর নাম হাসিনা, যারে ধরে ছাড়েনা।

১৯ শে মে, ২০১৪ সকাল ৮:৪২

আজকের বাকের ভাই বলেছেন: তাহলেতো ভাই বলতে হয় জিয়া হত্যায় হাসিনার হাত আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.