![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
আজ আবারও বৃষ্টিতে ভিজলাম। ভেজা অবস্থায় শুধু তোমায়ই মনে পড়ল।
মনে পড়ে গেল সেই দিনের কথা। ঝুম ব্বষ্টি হচ্ছিল, আমরা এক চলার নিচে আরো কিছু লোকের সাথে দাড়িয়ে ছিলাম। যখন তুমি আমার হাত ধরে বললে চলো আজ ভিজেই যাই, আমি না বলা সত্তেও তুমি আমার হাত টেনে ধরে বৃষ্টিতে বেড়িয়ে আসলে। কিছুটা এসেই বৃষ্টির তান্ডবে আবার ফিরে যেতে চাইলে। ততোক্ষণে আমার সাদা শার্ট ভিজে একাকার, এবার আমি তোমার হাত ধরে আটকে রাখলাম।
তুমি আমি হাটছি, ফাকা রাস্তা,অঝরে বৃষ্টি ঝড়ছে। রাস্তার এক ধারে তুমি হাটছ আর অন্য ধারে আমি। দীর্ঘ সরল রাস্তায় হেটে চলেছি আমরা, কিছুটা সমান্তরালে।
রিক্সায় এক জুটি যাচ্ছে, মেয়েটি চিৎকার করে বলল ভাই, এভাবে হাটলে হবে? হাত ধরে হাটেন।
তুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলে, আমি তোমার পাশে গিয়ে তোমায় আমার বাহুতে টেনে নিলাম। তুমি কিছু না বলে আমার হাত ধরলে। এবার আমরা দুইজনে হাত ধরে হাটছি।
এতোক্ষণ চুপই ছিলে, যখন আমি আমার বোকামির জন্য কানে ধরলাম, তুমি আমায় গালি দিতে লাগলে। হাত ছেড়ে দিলে, এক হাতে কান ধরে হাত বাড়ালাম। হাসি মুখে হাতটি ধরলে। আমরা হাটছি আর বৃষ্টি ঝড়ছে অঝড়ে।
বৃষ্টি বেগ বেড়ে গেল, বৃষ্টির ফোটাগুলো কাটার মতো বিধছে। তোমার ঠোট কাপছে, তোমার বাহুতে হাত দিয়ে পাশে টেনে নিলাম। ব্যথা আমিও পাচ্ছিলাম, কিন্তু তোমার ব্যাথাটাই বেশী মনে হচ্ছিল। তুমি বললে চলো পাশে কারও বাড়িতে যাই। আমি বললাম গেলেই কী কেউ আমাদের বাসায় ঢুকতে দিবে?
কিছুটা বিরক্ত মুখে বললে, "বলব আমারা হাসবেন্ড ওয়াইফ"। তোমার মুখে বিরক্তির ভাব ছিল প্রচন্ড রকম, কিন্তু বিস্বাস করবে তোমার মুখে শোনা এটাই আমার শ্রেষ্ঠ মধুর কথা।
পরেই কী ভাবলে জানি না, আবার হাত ধরে বললে চলো এভাবেই ভিজতে ভিজতে যাই
প্রায় ৪৫ মিনিটেরও বেশী সময় ধরে আমরা হাটছি। এবার আমরা ফাকা রাস্তা ছেড়ে ব্যস্ত রাস্তায় এসে পড়েছি। তোমার মুখের ভাব কেন জানি বদলে গেল, আর বৃষ্টির মাঝে রাস্তার ধারে দাড়িয়ে থাকা লোকগুলো যেন আমাদেরই দেখছে। বিস্বাস কর সেসময় একটা রিক্সার অভাব ভীষণ ফিল করছিলাম।
আজ জানিনা কোথায় কিভাবে আছ? এও জানিনা জীবনের বাকী দিইগুলোতে কখনো কোন রাস্তায় পাশাপাশি হাটতে পারব কিনা? তবে যেখানে যে অবস্থাতেই থাক, চাইব ভাল থাক।
তোমার জামার রঙ লেগে থাকা সাদা শার্ট টা আজও অতি যত্নে তুলে রেখেছি, আর সাথে তোমার চুলের তিনটি ক্লিপ। এগুলো বাক্স বন্দী থাকলেও, তুমি আমার মনের গভীর কোণে আছ। আর সারাটা জীবন এভাবেই থাকবে।
শুধু তোমার জন্য
"পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।"
৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:২২
আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমিও জানি, তবুও মানুষ বৃষ্টিকে অনুভব করে এবং করবে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ১:০০
পংবাড়ী বলেছেন: বস্তির ঘরে যারা ভেজে, তারা জানে বৃস্টি কি জিনিষ