![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
নানা জল্পনার শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কড়া শাস্তি দিয়েছে বিবিসি বোর্ড। অনেকেরই মতে এটা একবারেই অনুচিত হয়েছে তবে আমার মতটা ভিন্ন।
প্রথম যেদিন পত্রিকায় সাকিবের "দেশের হয়ে ক্রিকেট না খেলার হুমকি" বিষয়ক সংবাদ দেখলাম তখনই মনে প্রাণে চেয়েছি তাকে কিছুদিনের জন্য সকল ম্যাচ থেকে নিষিদ্ধ করা হোক। আপনারা যারা ক্রিকেটপ্রেমিক তারা নিশ্চয়ই আমার উপর চটেছেন, গালিও দিচ্ছেন খুব করে।
১৯৭১এর মুক্তিযুগ্ধের পর মনে হয় আর তেমন কোন কারণেই বাংলাদেশ বিশ্বের কাছে ভাল কিছু নিয়ে নতুনভাবে পরিচিত হয়নি, কিন্তু মুজিব হত্যা, জাতীয় চার নেতা, জিয়া হত্যা ও সর্বশেষ রানা প্লাজার মতো নানা কারণেই আমরা ও এই দেশ বিতর্কিত। এতোকিছুর পরও সাকিব আমাদের বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছে, যা আসলেই অতি গর্বের।
বিভিন্ন অনলাইন মাধ্যমে সাকিবের শাস্তিকে নোংরা রাজনীতির স্বীকার বলা হয়েছে। কিন্তু আসলেই কী তাই?
সাকিব নিজে বলেছে তার কাছে কোন লিখিত অনাপত্তিপত্র নেই, যদিও নির্বাচক আকমার নিজেই মৌখিকভাবে অনুমতি প্রদানের কথা স্বীকার করেছেন। কিন্তু সাকিব শাস্তি পেয়েছেন নিজ উদ্ধত্নতার জন্য।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) খেলতে না দিলে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে, টেস্ট খেলবেন না—কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নাকি টেলিফোনে এমন হুমকিই দিয়েছেন সাকিব আল হাসান!
আসুন মেনে নেই সে কোচকে কোন প্রকার হুমকি দেয়নি। কিন্তু কিছুদিন আগে শিশিরকে উক্তত্ব করা নিয়ে বখাটে যুবকে পেটালেন সাকিব, যার সাক্ষী সেখানকার নিরাপত্তা কর্মীরা। অথচ সাকিব সংবাদ সম্বলনে না করলেন আর বোর্ডে ড্রেসিং রুম ছেড়ে যাবার কারণ জানতে চাইলে জানালেন এমন কোন নিয়মই তিনি জানেন না। আপনিও কী এমন টাই মনে করেন?
এর আগে খেলাচলাকালে ড্রেসিং রুম থেকে অসভোন আচরণের কারণে এরই মাঝে দোষী সাব্যস্ত হয়েছেন সাকিব। ব্যাপারটি নিশ্চয় সাকিবপ্রেমীরা ছাড়াও অনেক মানুষ আগ্রহের সাথে দেখেছে, যার প্রমান ইউটিউব । বিষয়টি নিশ্চয় বাংলাদেশীদের ভালো বলে পরিচিত করেনি।
তবে যাই হোক শাস্তিটা অনেক বড় হয়ে গেছে, যার ফল আমরাই বইব। আশা করি আবারও বোর্ড বসবে, কিছুটা হলেও কমবে এই শাস্তি।
এরপরও মানুষ ভূল করতে পারে আর সবারই উচিত নিজের ভূলকে মেনে নেওয়া। আশা রাখব আপনারাও বিষয়টি মেনে নিবেন ও আমার একান্ত মতের জন্য আমায় গালি দিবেন না। তবে আপনাদের সমালোচনা সাদরে গ্রহনযোগ্য
২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২৩
আজকের বাকের ভাই বলেছেন: আপনারাও আসবেন বলে আশা রাখছি
হলুদ মিডিয়া ও বিসিবির দুর্নীতি ঢাকতে সাকিবের বিরুদ্ধে দেওয়া অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবীতে মানব বন্ধন
৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: শিশিরকে উত্তক্ত করাতে সাকিব বখাটেদের মেরেছে - একদম উচিত কাজ করেছে। এসব বখাটেদেরকে পুরোই মেরে ফেলা উচিত। এসব নরকের কীটদের বেচে থাকার কোন অধিকার নাই। এই কাজ করার জন্য আমি সাকিবকে বাহবা জানাই। সবাই এই কাজ করলে এইসব বখাটেদের পায়ের নিচ থেকে মাটি সরে যেত।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৯
মুহাম্মদ ফয়সল বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল! তবে দুখ: হয় বাংলাদেশের জিনিয়াসগুলো অকালেই ঝরে পরে বলে।