![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
সাকিব আল হাসান আমাদের গর্ব, আমাদের অহংকার।
দিনের পর দিন অমানুষিক পরিশ্রম
করে সে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।
সারা পৃথিবী তে অনেকেই বাংলাদেশকে চিনেই সাকিব এর
জন্য।
সে যখন খেলতে নামে, দেশে ও দেশের বাইরে অনেক মা তার জন্য জায়নামাজ নিয়ে বসে পড়েন।
ইন্ডিয়ান দাদা, সাদা চামড়ার অস্ট্রেলিয়ান, নাক উচু
ব্রিটিশ সবাই তার নাম ধরে চিতকার করতে বাধ্য হয়,
এতে বাংলাদেশের ই সম্মান বাড়ে।
সেই সাকিবের বিরুদ্ধে BCB এর এই অন্যায় আচরণ
আমরা কোনভাবেই মেনে নিতে রাজি না। তার ক্যারিয়ার ধ্বংসের এই ষঢ়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র
প্রতিবাদ জানাই।
নিজেদের অনিয়ম, দুর্নীতি ঢাকা দিতে ও ব্যক্তিত্ত্বের
দ্বন্দের কারণে সারা দেশের মানুষ কে এই অন্যায্য
শাস্তি BCB দিতে পারে না। তাই তাদের অন্যায় আবদার এর বিপক্ষে রুখে দাড়াতে বুধবার বিকাল ৩.১৫ তে শাহবাগ এ আমরা জড়ো হচ্ছি শান্তিপুর্ন মানববন্ধ করার জন্যে । আআপনিও আসবেন অন্তত দেশের ক্রিকেটের জন্যে ।
ইভেন্ট লিংক-হলুদ মিডিয়া ও বিসিবির দুর্নীতি ঢাকতে সাকিবের বিরুদ্ধে দেওয়া অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবীতে মানব বন্ধন
সাকিবকে নিয়ে লেখা আমার সর্বশেষ পোস্টটির লিংক-অলরাউন্ডার সাকিবের শাস্তি!
©somewhere in net ltd.