নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশেও সানি লিওনের মতো তারকার দরকার হবে

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

জানি শিরোনাম দেখে অবাক হয়েছেন, তবে এটি সম্পুর্ণভাবে মিথ্যে নয়।



এককালে ইমরান হাসমিকে সিরিয়াল কিসার ও মল্লিকা শেরওয়াতকে জঙ্গলী রাণী বলা হলেও এখন এদের চেয়ে আরো ভয়ঙ্কর অভিনেতা রয়েছে বলিউডে। আর বলিউডের ছবি থেকে ঢালিউডের ছবি তৈরীর কথা সবাই জানে। এককালে বিষয়টি অনেক ব্যবস্যা সফল ছবি ও কাহিনীর জন্ম দিলেও এখন আমার কাছে ভয়ের কারণ।



লক্ষ করবেন ৯০ বা ২০০০ সনেও হিন্দি সব ছবিতে আইটেম গান ছিল না, কিন্ত এখন আছে। আর আইটেম গান মানেই বিকনি পরিহিত সুন্দর বক্ষ প্রদর্সন। বলতে লজ্জা নেই, আমিও আইটেম গান দেখি ও ভালবাসি। আমার কাছে মনে হয় সেটা ভারতের জন্য মানানসই, যদিও আমি ভারতের কালচার সম্পর্কে তেমন জানিনা। কিন্তু আমি বাঙ্গালী আর বাঙ্গলার কালচার ও ঐতিয্যকে জানি। তাই ঢালিউডে কখনোই বলিউডের মতো আইটেম গান থাকাকে সমর্থন করিনা।



আপনারা সেই ৮০ দশকের ধনী-গরীবের প্রেম নিয়েই ছবি বানাবেন আর এই যুগের সাথে তাল মেলাতে বাঙ্গালী নারীকে বিকনি পরিয়ে নাচাবেন তা হয় না। কারণ আমাদের দেশের মানুষ এখনো পরিবার নিয়ে ছবি দেখে।

জানি বলবেন ভারতেও দেখে, তো কী হয়েছে। অন্যের সভ্যতাকে জোর করে নিজের করতে যাবেন না, আর বলিউড বা ভারতের অন্ধ ভক্ত হওয়া যে কী ক্ষতির তা নিশ্চয়ই বলতে হবে না।



আজ ঢালিউড যে ভাবে বলিউডকে ফলো করে চলেছে তাতে একদিন বাইরে থেকে সানি লিওনের মতো দামী তারকারকে আনতে হবে। আর বেশীদিন নয় যেদিন আমাদের বোনেরাই সানি লিওনের মতো হয়ে যাবে।



সবারই কাছে অনুরোধ এই সমষ্যা থেকে পরিত্রাণের উপায় খুজে বের করার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

এইযেদুনিয়া বলেছেন: তাহলে আমাকে একটু হেল্পান। Click This Link

২| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

এইযেদুনিয়া বলেছেন: দেখি কী করা যায় Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.