![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
মানুন আর নাই মানুন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিন তার পিতার দেখানো পথেই চলছেন কিন্তু তার পিতার করা ভূলগুলো শুধরিয়ে।
শেখ মুজিব একবারে বাকশাল ডেকে নিজের মস্তবড় ভূল করেছিলেন। আর তাই তার কণ্যা শেখ হাসিনা গত আমল থেকেই ধীরে ধীরে করে চলেছেন। সম্প্রসারণ নিতীমালা তারই এক ধাপ।
আর যাই হোক ৭৫এর ন্যায় কোন সেনা অভ্যুত্থান ঘটারও কোন উপায় নেই।
বলার অনেক কিছুই আছে, পরীক্ষার কারণে পারলাম না। আশা করি আগামীতে লিখব।
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯
আজকের বাকের ভাই বলেছেন: একটু অপেক্ষায় থাকুন।
২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫
নিষ্কর্মা বলেছেন: অবজারভেশন একদম সত্যি।
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: বেশ কিছু বানান ভুল আছে।
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫
আজকের বাকের ভাই বলেছেন: জ্বী ভাই, আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৪
সাড়াশি বলেছেন: ভাই, সম্প্রসারণ নিতীমালা কি জিনিস জানতে চাই..