নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

বন্ধের পথে প্রথম আলো ব্লগ||আন্দোলনে ব্লগার সমাজ

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের একটি প্রথম-আলো। আগে শুধু কাগজে প্রকাশিত হলেও বর্তমানে অনলাইন ভার্সনেও এগিয়ে রয়েছে পত্রিকাটি। ২০০৯ সালে একটি ব্লগ সাইটও চালু করে কতৃপক্ষ। আপাত দৃষ্টিতে প্রথম আলো ব্লগটিও দেশের অন্যতম বাংলা ব্লগগুলোর একটি।



সামুর মতো এতো বড় না হলেও নিজেকে সাজিয়ে ভালোই চলছিল ব্লগটি। আমার জানা মতে সামুর অনেক নামী ব্লাগাররাও সেখানে মহাদাপটে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলেছেন। কিন্তু এতোকিছুর পর গত ২৫শে আগষ্ট ব্লগ সঞ্চালক -এর ব্লগের এক পোষ্টে সবার মনকে বিষিয়ে তুলেছে। কারণ সেই ব্লগে আগামী ১৫ সেপ্টেম্বর ২০১৪ প্রথম আলো ব্লগটি সম্পুর্ণভাবে বন্ধ করে দেবার ঘোষনা দিয়েছে প্রথম আলো ব্লগ কতৃপক্ষ। যা মেনে নিতে পারছে না সেই ব্লগ রাজ্যবাসীরা। আসলেই কিছু বিষয় মেনে নেওয়া যায়না, মেনে নেওয়া কষ্টকর।



এরই মাঝে প্রথম আলো ব্লগের সন্মানিত ব্লগাররা সবাই মিলে এক আন্দোলনের সূচনা করেছেন, যার একটি প্রাথমিক কাঠামোও দাড় করিয়েছেন তারা। ইতিমধ্যে প্রথম আলোর সম্পাদকের নিকট একটি স্বারকপত্র পাঠিয়ে নিজেদের দাবী জানিয়েছেন তারা। আর আগামী ৬ই সেপ্টেম্বর শনিবার প্রথম আলো কার্যালয়ের সামনে ব্লগারদের উপস্থিতিতে/সমন্বয়ে একটি মানব বন্ধনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগ্রহী ব্লগার-গন ব্যানার ফেস্টুন সহ ব্লগ বন্ধের প্রতিবাদ জানাবে। একই সাথে এই সিদ্ধান্ত প্রত্যাহারে জন্য অনুরোধ জানাবে তারা।



বিষয়টি সামুর নয়, তবুও আমাদের, আমাদের ব্লগার সমাজের। যারা নিজ অবস্থানে থেকে লেখনি শক্তি দিয়ে নানা অসামাজিক কাজের বিরুদ্ধে লড়ে চলেছে একটি নতুন বাংলাদেশের আশায়।



সবাইকে আগামী ৬ই সেপ্টেম্বর শনিবার প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হবার আহব্বান জানিয়ে বিদায় চাইছি।



তথ্যসুত্র-বন্ধ হয়ে যাচ্ছে প্রথম আলো ব্লগ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

হেডস্যার বলেছেন:
আমার দোকান আমি বন্ধ কইরা দিমু.....কাষ্টমারের কি?
দোকানের অভাব আছে নাকি এলাকায়? B-))

পরথম আলু ব্লগ ভালু পাই না। মডারেটরগুলা একেকটা বজ্জাতের হাড্ডি।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: মত প্রকাশের সবগুরো মাধ্যমই উম্মুক্ত থাকুক সাবর জন্য।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সা ইনে শুরু করেছিলাম। পরে প্রথম আলোতে ছিলাম। তারপর ধীরেধীরে সরে পড়ি ব্লগিং থেকে।

আজ কেন জানি মনের টানে আবার সা ইনে লগিন করেছি।

লেখালেখির জন্য ব্লগ খুবই গুরুত্বপূর্ণ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

মুক্তকণ্ঠ বলেছেন: পুত্তুমালু ব্লগ একটা ফাউল ব্লগ। একটা লেখা দিয়া বইসা বইসা আঙুল চুষতে হয়, কখন লেখা পাবলিশ হইব! আরে বাবা, ব্লগ হইল মতামত প্রকাশের জায়গা। কিছুটা নিয়ন্ত্রণের দরকার আছে, তাই বইলা বাচ্চাগো ইশকুলের মতো কারবার করলে ক্যামনে কী?

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম আলো ব্লগ বন্ধের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। ব্লগটিতে রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা সম্ভবত চল্লিশ হাজারের কাছাকাছি। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.