নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

জয়কে না চেনাই দায় হয়েছে আ: লতিফের

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২০

প্রথম আলোয় প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে এক প্রতিবেদন ছাপা হয়েছে "লতিফ সিদ্দিকীর ৪৬ অনিয়ম " নামে। সেখানে আওয়ামী-লীগ সরকারের গত আমলে বস্ত্র ও পাটমন্ত্রী বিষদ আমল-নামা তুলে ধরা হয়েছে।গত আমলের পাঁচ বছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৪৮টি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর বা বিক্রি করেছে।
আপনাদের কী মনে হয় সরকার বা মিডিয়া তার কিছুই জানত না? না তারাও টাকার ভাগ পেয়েছিল?

মিডিয়ার সন্মানিত ভাইয়েরা রাগ করবেন না, সেই আমলে কী করে এতোগুলো অবৈধ কাজ তিনি বিনা দ্বিধায় করে গেলেন বলতে পারবেন?

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পর এবার তিনি এসেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী হিসাবে। আমি আসলেই মন্ত্রীত্ব কী যোগ্যতায় বা কী হিসাবে দেয়া হয় জানিনা। তবে এবার তিনি বেহাল তবিয়তেই ছিলেন, শুধু রূপকথার সেই রাজার ন্যায় একটাই ভূল, এবার তিনি রাজপুত্র জয়কে সোনার বদলে কাদায় ফেলতে গিয়ে নিজেই পড়ে গেলেন। আর এরই মাসুল হিসাবে তার বিরুদ্ধে এই প্রতিবেদন। তা নাহলে যার বিরুদ্ধে এতোগুলো অবৈধ কাজের কথা সে কীভাবে নতুন করে নতুন এক বিভাগে মন্ত্রীত্বের দায়িত্ব পান। আর সবচেয়ে অবাক করার বিষয় তিনি নিজেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী হয়েও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়কে চিনেন না?

এ পর্যন্ত সরকারের যারাই তার বিষয়ে কথা বলেছেন সবাই জয়কে চেনার কথা বলেছেন কিন্তু ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (স:) নিয়ে কুটুক্তি করায় কী হবে তা বলেন নি। সবার কথা প্রধাণমন্ত্রী দেশে এলেই জানা যাবে, তো দেশ কী তনি একাই চালান আর আপনারা?

ইসলামে স্বদেশপ্রেমকে এক অবিছেদ্দ অঙ্গ বলা হয়, কিন্তু জানেন কী আমি আর এ দেশকে ভালবাসতে পারিনা। যে দেশে মহান জাতির জনক শেখ মুজিবকে নিয়ে কটুক্তি করায় জেল হয়, শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ গান লেখায় জেল হয় সেদেশে লতিফের মতো লোক এতো বড় কটুক্তি করল আর এখনো তার বিরুদ্ধু কোন ওয়ারেন্ট বের হলো না। তবে কী এদেশে মহামানব মুহাম্মদের স্থান শেখ পরিবারের পরে?

ভাইয়েরা নিজেকে কী বলে শান্তনা দিব বা কোন মুখে বাঙ্গালী দাবী করব জানাবেন?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩

রেজওয়ান26 বলেছেন: "লতিফ সিদ্দিকীকে যদি অপসারন করা হয়েেও থাকে তবে সেটা জয়ানুভুতিতে আঘাতের জন্য, ধর্মানুভুতিতে আঘাতের জন্য নয়।

আওয়ামী লীগের নেতারা বলেন শেখ হাসিনা রাতে নাকি তাহাজ্জুতের নামাজ পড়েন, সকালে কোরান তেলাওয়াত না করে বাসা থেকে বের হননা, ওনাকে আর ওনার বাবাকে নিয়ে কটাক্ষ করে গান রচনা করার জন্য একটা যুবককে ৭ বছরের জেল দিয়েছেন, আল্লাহ আর নবীকে কটাক্ষ করার শাস্তি দিয়ে প্রমান করুন আপনি একজন খোদা ভক্ত মানুষ।

নমরুদ যেমন আল্লাহ রসুলকে অস্বিকার আর অবজ্ঞা করে জুতার বাড়ি খেতে খেতে মাথা ফেটে মরেছিলো আল্লাহ চাইলে এদেশের আওয়ামী নাস্তিকদেরও জনগনের জুতার বাড়ি খেয়ে মরতে হতে পারে, দেখে নেবেন ।"

-ডঃ তুহিন মালিক ।
(একুশের রাত, ১লা অক্টোবর ২০১৪)

https://www.facebook.com/photo.php?fbid=10201700882243214&set=a.3046914951263.98021.1814867723&type=1&fref=nf

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.