![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
এখন আর সকালবেলা পত্রিকা হাতে বসা হয় না, রাতে অনলাইনেই সব জানা থাকে তাই। কিন্তু ২০০৮ সালে পত্রিকা হাতে বসলেই ধর্ষণের খবর চোখে পড়ত আর এখনো পড়ে। তবে যুগ বদলেছে বলে কথা, ধর্ষকরাও বদলে গেছে।
একসময় ধর্ষকরা সবাই অজানা থাকত, কিন্তু এখন আর নয়। এখন বাবা, ভাইসহ অনেক আত্বীয়ই ধর্ষক হিসাবে আবির্ভুত হচ্ছে। মেয়েরা বাইরে বন্ধু দ্বারা, ঘরে আপনজন দ্বারা আর রাস্তায় অচেনা মানুষ দ্বারা ধর্ষিত হচ্ছে। ৭১ সনে যতো নারী তার সন্মান হারিয়েছে গত ৫২ বছরে তার দ্বিগুন নারীর সন্মান নষ্ট হয়েছে।
আজ নারীরা তার শিক্ষক দ্বারা, পরিবারের লোক দ্বারা, প্রেমিক দ্বারা, বন্ধু দ্বারা এমনকি অফিসের সহকর্মী দ্বারা নির্যাতিত হচ্ছে। হবেই না বা কেন, কাউকে তো তেমন কোন সাজা দেওয়া হয়না। যারা ধরা পড়ছে তাদের অনেকেই নুণ্যতম জরিমানা দিয়েই মুক্তি পাচ্ছে। আবার আমাদের দেশে বেশিরভাগ ধর্ষকই রাজনৈতিক কারণে সাজার আওতায় আসেনা, আরও আছে গ্রামের মাতব্বর যারা ধর্ষকদের সেই নারীর সাথেই বিয়ে দেন যাতে সে প্রতিরাতে ধর্ষন হয়।
যুগ বদলে গেছে, মেয়েরা মডার্ণ হয়েছে কিন্তু পুরুষত্ব সেকি?
আজ যদি কাউকে পর্দার কথা বললেই আপনি সেকেলে বা রাজাকার বা বেয়াদপ খেতাব পাবেন। মেয়েরা অর্ধাঙ্গী হতে আজ অর্ধাঙ্গ ঢেকে চলছে, আপনি দেখতে গেলেই হবেন লম্পট।
এতো কিছুর পরও কিন্তু ধর্ষন ঠেকানো সম্ভব। শুধু টানা দশজন ধর্ষককে ইসলামী মতে সাজা দেওয়া হোক। ধর্ষণের পর ধর্ষণ প্রমাণিত হলেই তাকে খোলা মাঠে চাবুক মেরে মৃত্যুদন্ড বা কালক্ষেপ না করে মৃত্যুদন্ড দেওয়া হোক, দেখবেন কালই ধর্ষণ কমে যাবে।
যদি পরিমলকে মৃত্যুদন্ড দেওয়া হতো তবে কোন শিক্ষকই ছাত্রীর সাথে এমন আচরণ করার সাহস পেত না। যদি ভারতের সেই বাস ড্রাইভার ও তার সহযোগীকে মৃত্যুদন্ড দেওয়া হতো তবে আমাদের দেশে কেউ বাসে বা অটোতে বা কারে ধর্ষতিত হতো না।
অনেকেই বলবেন এসবের কোন মানে নেই, শুধু মনে রাখবেন যে পরিবারের মেয়ে ধর্ষিত হয় সেই পরিবারই জানে যন্ত্রণা কাকে বলে। কাল আপনার আপন কেউ ধর্ষণের স্বীকার হলেই আপনিও চাইবেন দোষীর ফাসিঁ হোক। তবে আজ কেন নয়, যদি শতো লম্পটের ফাসিঁতে আগামীতে আপনার মেয়ে, বোন বা স্ত্রীর সন্মান রক্ষা হয় তবে কেন নয়?
আসুন আমাদের মেয়েদের সন্মান রক্ষার্থে আজ থেকেই ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করা দাবী জানাই।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
আজকের বাকের ভাই বলেছেন: শুধু আজকের খবরের জন্য এই পোষ্ট না।
আপনি কী বলতে পারেন ধর্ষিতাদের কতোভাগ পর্দাশীল ছিলেন?
মালালার ছবি দিলেই শান্তির প্রতীক হওয়া যায় না, আর মনে রাখবেন ইসলাম সর্বদাই শান্তির কথা বলে।
মুসলিম দাবী করলেই ইসলাম মানা হয় না, ইসলাম মানতে আল-কুরআনকে মাবতে হয়। যা সর্বদাই পরপুরুষের সাথে সম্পর্ককে না করে।
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৬
লুজার ম্যান বলেছেন: অনেকে বলে বোরকা পড়লে কি ধর্ষণ হয় না? অবশ্যই হয় তবে ধর্ষণের হার মরডারন ড্রেস এর থেকে অনেক কম!
মরডারন ড্রেস একমাত্র কারন না! কয়েকটা কারনেই একটা
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
আজকের বাকের ভাই বলেছেন: শুধু পোশাকই নয়, ব্যবহারও দরকার।
আর পুরুষদেরও ইসলাম মেনে চলা উচিত।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০
খেলাঘর বলেছেন:
ইসলামিক দেশ সৌদীতে প্রতিটি চাকরানী(এরা বিদেশিনী) ধর্ষনের শিকার, ওকে মগজহীন?
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
আজকের বাকের ভাই বলেছেন: হয়তোবা, তাতে কী?
মুসলমান যা করে তাই ইসলাম নয় বরং আল-কুরআন যা বলে তাই ইসলাম।
কে মানল না মানল তাতে কিছু যায় আসে না। আর সৌদীতে ধর্ষণের সাস্তি মৃত্যুদন্ড। আর শুধু ধর্ষণের কারণে সৌদী রাজপুত্রের ও এই রায় কার্যকরের ইতিহাস আছে।
দয়া করে নিজের মগজে একটু জোর দিবেন। ধন্যবাদ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮
ফারুক৭ বলেছেন: একমাত্র ধর্মীয় অনুশাষন মানলেই সমাজের এতসব অবক্ষয় থেকে রক্ষা পাওয়া যাবে। লেখাটি ভাল হয়েছে।+++
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯
আর্টিফিসিয়াল বলেছেন: শুধু ধর্ষণ না, ইসলামিক আইন মেনে চললে সমাজে শান্তি আসবে। আশমএরশাদ ভাই, আপনি কি চান আপনার আপন কেউ মডার্ন পোশাক পড়ুক আর মানুষ তাকে -------- চোখে দেখু্ক ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮
ক্ষতিগ্রস্থ বলেছেন:
জন্য - ধর্ষণ ঠেকাতে দরকার ইসলামী শাষণ
পড়ুন - ধর্ষণ ঠেকাতে দরকার ইসলামী মুল্যবোধ
৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
অপূর্ণ রায়হান বলেছেন: শিরোনামের সাথে সম্পূর্ণ একমত নই । এই বিষয়ে অনেক বাকবিতণ্ডা করেছি আগেও আমার অনেক পোষ্টে ।
তবে , ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করা দাবী জানাই।
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯
আজকের বাকের ভাই বলেছেন: ভাই কী কখনো ভাবসম্প্রসারন পড়েছেন?
ইসলাম বা আল-কুরআন যাই বলেন দুই জায়গাতেই ধর্ষণের একমাত্র সাস্তি মৃত্যুদন্ড। একজনকে ফাসিঁ দিয়ে কী হবে জানিনা তবে ইসলামী আইন মতে যদি কোন এক ধর্ষকে দেশের কোন ব্যাস্ত জায়গায় চাবুক মেরে বা পাথর মেরে হ্ত্যা করা হয় তবে মনে হয় পরবর্তীতে কেউ ধর্ষণ করার চিন্তা করবে।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: ভাইরে , বুঝেছি । ফাঁসীও কি মৃত্যুদণ্ড নয় ? পাথর ছুঁড়ে মারা , চাবুক মেরে আপনার আমার সন্তানদের/বাচ্চাদের সামনে উন্মুক্তভাবে এইরকম জিঘাংসাপূর্ণ কার্যকলাপ কি ভালো কোন ম্যাসেজ দিবে ?
যাই হোক , বড় কথা এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই । এটা নিয়ে বিতর্ক করে পোষ্টের মূল বিষয় লক্ষ্যহীন না হয়ে যায় !
ভালো থাকুন , সুন্দর থাকুন ।
টেকনাফ থেকে তেতুলিয়া,নরপশুদের নিঃশ্বাসে বিষাক্ত সমগ্র বাংলাদেশ,বাঙালী প্রতিবাদী হও ।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
আজকের বাকের ভাই বলেছেন: হ্যা মৃত্যুদন্ডই যথেষ্ট, কিন্তু ইসলাম মতে হলে কেন জানি মনে হয় বটানিক্যাল গার্ডেনসহ বিভিন্ন পার্কে ভালবাসা প্রদর্শনও কমে যাবে। আর তাতে নব্য ভোটা কলিগুলোর অনেকগুলো পবিত্র থাকতে পারে।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৪
ফুলঝুরি বলেছেন: ইসলামিক আইন মেনে চলা উচিত। কিন্তু একটা প্রশ্ন সেই পুরুষ গুলির কি শাস্তি হউয়া উচিত যারা উপরে উপরে ভাব নেই ধার্মিক কিন্তু ঘরে বউ পিটাই অন্য নারির সাথে সম্পরক রাখে।পারলে চোখ দিয়েই ধর্ষণ করে?
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
আজকের বাকের ভাই বলেছেন: বউ পেটানো নিয়ে আইন আমার জানা নেই, আর আমি আগেই বলেছি ইসলামী শাষন ও আইন সবারই মানা উচিত।
এখন কে মানল আর কে চোখে ধর্ষণ করল তা জানি না। তবে পর্দা মূল উদ্যেশ্য রক্ষা করে চলতে পারলে দেশে ক্ষুদার্থ কুকুর কমতে পারে। আজ যারা পর্দা নিয়ে বিতর্ক করছেন কাল কণ্যা সন্তানের বাবা হয়ে পরকালে কী জবাব দিবেন একবার কী ভেবেছেন?
১০| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩
ফুলঝুরি বলেছেন: এটা যদি ভাবতো তবে কি আর বউ পিটাইতো? কুকুর কখনওই সোজা হয়না।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪
আশমএরশাদ বলেছেন: আজকের খবরটা দেখুন- সেখানে কি মডার্ন কাপড় কোন ফ্যাক্টর?বেড়াতে নিয়ে এসে কলেজছাত্রীকে ধর্ষণ-http://www.prothom-alo.com/bangladesh/article/353629/বà§à¦¡à¦¼à¦¾à¦¤à§-নিয়à§-à¦à¦¸à§-à¦à¦²à§à¦à¦à¦¾à¦¤à§à¦°à§à¦à§-ধরà§à¦·à¦£