![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
লেখাটি সকালে লিখে বাইরে গেছিলাম। এসে দেখলাম অনেকেই অনেক কথা বলেছেন। ভূলটা আমারই কারণ লেখণীতে অনেক ভূল আছে। তাই আগের কিছু বদল না করে আরো কিছু অংশ জুড়ে দিলাম। এবার হয়তো অনেকরই মন কিছুটা হলেও শান্ত হবে, আর বিশেষ করে আমার।
লেখাটি একটু প্রথম পেজে দিলে খুসি হতাম। তাতে যারা ভূল বুঝেছেন বা রাগ করেছিলেন তারা অনেকেই মত পাল্ঠাবেন বলে মনে করছি।
সংযোযিত অংশ বোল্ড করা হয়েছে।
গতো শনিবার গোলাম আযমের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মানবতা বিরোধী এই মহা-আসামীর মৃত্যুর পর থেকেই আমার একটি ভয় কাজ করছিল, আর তা হলো মানুষ কী প্রতক্রিয়া দেখাবে?
তবে শেষমেষ সব-কিছুই ভালভাবে শেষ হয়েছে। মাঝে গোলাম আযমের লাশবাহী গাড়িতে জুতা নিক্ষেপের ঘটনা শোনা গেলেও তার কোন প্রমান পাওয়া যায়নি। দেশের হাজার মিডিয়ার মাঝেও কেউ তার যথার্থ প্রমাণ দিতে পারেনি যদিও তাদের কয়েকটি একই সংবাদ প্রকাশ করেছে।
এমন একটি সংবাদ যা দেশ বিদেশের কোন বিশেষ মাধ্যমেই আসল না, তা একটি অনলাইন নিউজের সংবাদে বিস্বাস করতে হবে?
বিবিসি পর্যন্ত সংবাদের কোন কিনারা পায়নি, যেখানে লাশের গাড়ির দিকে দেশ বিদেশের দামী দামী প্রফেশোনাল লোকেরা ক্যমেরা নিয়ে ছিল, সেখানে লাশের গাড়িতে আমাদের বয়সী মানুষের জুতা কেন বাচ্চার পায়ের প্রথম জুতাটা লাগলেও দেখা যাবার কথা। ভাই সত্য সর্বদাই সত্য, কেন সবজায়গায় তিলকে তাল করার জন্য লেগে যান।
গোলাম আযম যে একাত্তরে কী করেছেন তা তিনিই ভাল জানেন, তার সাজা মহান আল্লাহ-তা-আলা দিবেন। কারণ দেশে আত্বীয়তা বা রাজনৈতিক কারণে তার সাজা যে মওকুফ করা হয়েছে তা সবাই মানবে। এখন তিনি মরার পর কতো দেশভক্তি চরের মতো মাথাচারা দিয়ে উঠছে।
পাপ অনুযায়ী গোলাম আযমের কোন শাস্তিই হয়নি, বরং তিনি আমাদের টাকায় দিনে ২১পদের খাবার এসি রূমে মহানন্দে খেয়েছেন। একজন নাগরিক হিসাবে আমাদের আদালত ও তার রায়কে সন্মান করা উচিত। কিন্তু তার সে পাপের শাস্তি শুধু ১০১৬ দিনের রাজবন্দী নয়। সরকার ব্যার্থ হয়েছে মানেই এই নন যে তিনি বেচে গেলেন। আল্লাহর দরবারে তার কোন পাপেররই ক্ষমা নেই, তার বিচার হবেই।
কেই বলছে লাশ পাকিস্থান পাঠানো হোক, আবার কেউ এই মৃত্যুতে আফসোস করছে। আসলে সবই নিউজের আশার জন্য, তা না হলে তার মরার পর তিনি ২১পদের খাবার খেতেন এটা কখনো সংবাদ হয়!
আর তখনই বা এসকল সমাজ সেবক কই ছিলেন?
একজন মানবতা বিরোধী আসামী, যার দোষ প্রমাণিত হয়েছে। সে যখন আরামে রাজভোগ খেল তখন আপনারা চুপ ছিলেন আর এখন লাশ পাকিস্থানে পাঠা হোক, মৃত্যু যথাযথ হয়নি বলে মন খারাপ বা চিৎকার করে কী স্বদেশ প্রেম প্রমাণ করতে চাইছেন।
আমি গোলাম আযম বা তার পরিবারের কাউকে চিনি না শুধু মাত্র চতুর্থ ছেলে আব্দুল্লাহিল আমান আযমিকে ছাড়া। তার সাথে আমার মেশার একটা সুযোগ হয়েছিল ২০০৮ সালে খোলাহাটি ক্যন্টনমেন্টে থাকা-কালীন। আর তাতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। বাবার শেষ সময়ে তিনি আসলেই আবার দেখালেন, তিনি যথার্থই ব্রিডেগিয়ার ছিলেন।
জানাযা কোথায় হবে, কী করা যায়। বিশেষ করে যে ব্যাক্তি আদালতের রায়ে একজন মানবতাবিরোধী। শুধু তাই নয় সকল মানবতা বিরোধীর মাথা বলে গণ্য। তার জানাযা এভাবে সুন্দরভাবে শেষ করা আসলেই কল্পনাতিত। সে জন্য আযমি স্যার ধন্যবাদ পেতেই পারেন।
তিনি শুধু আমাদের কলেজের সভাপতি ছিলেন, যিনি সপ্তাহে একটি করে ইংরেজী ক্লাস নিয়েছেন। আর আমি মনে করি আমাদের কলেজের শিক্ষক বা ছাত্র কেউ তাকে খারাপ বলবে না। একজন শিক্ষক বাইরে কী তা কখনোই কোন ছাত্রের বিষয় না, তিনি আমাদের সাথে সর্বদা ভাল ব্যাবহার করেছেন তাই আমাদের কলেজের সবাই তাকে ভালবাসত। এতে তার সাথে যে সম্পর্ক থাকার তাই। প্রশ্নকারী নিজ দায়িত্বে উত্তর খুজে নিবেন।
আমার কথায় কেউ মন খারাপ করবেন না, শুধু যুগ্ধঅপরাধী নয় আমি চাই সব পাপের সাস্তি হোক। কিন্তু শুধু তা নিয়েই পরে থেকে কী লাভ? আজ দেশ সাাজা না দিলেই কী কেউ বেচে যাবে? আপনি কী উপর ওয়ালার বিচারের কথা ভুলে গেলেন?
আমি এখানেও কিয়ামতের কথা স্বরণ করেছি।
যা নিয়ে মানুষের কোন মাথাব্যাথা ছিল না সেই যুগ্ধঅপরাধী ইস্যু সামনে এনে কী লাফ হলো? তারাতো আরামেই আছে, শুধু সাধারণ মানুষের জীবনে ব্যাঘাত। বারবার হাঙ্গামা, জনজীবনের ক্ষতি। আসুন সাজা দিতে হলে সরাসরি ফাসি, আর রায় হবার এক সপ্তাহেই কার্যকর করে এই ইস্যু শেষ করি।
নিজের রাজনৈতইক ফায়দার জন্য ৪৩ বছর হতে ঝুলে থাকা এই ইস্যু শেষ হওয়া দরকার। দরকার এখন যারা দেশকে লুটছে তাদের সামনে এনে বিচার করা।
শুধু ৪৩বছরের বিচার ঝুৈয়ে না রেখে তা শেষ করা দরকার। আর মানবতাবিরোধীদের বিচার ফাসির নিচে হতে পারে না। তারা যদি এই অপরাধে অপরাধী হয়েই থাকে তবে দেরী কেন?
৪৩ বছরেও কী সাক্ষী খুজে পাওয়া যাচ্ছে না?
যারা এই অপরাধে অপরাধী তাদের একসাথে বিচার হবে, আর ফাসিও একসাথে। কেন একজনের একজনের রায় আর ফাসি নিয়ে আমরা সাধারণ জনগন মরব, কেউ তার আপনজন হারাবে।
৪৩বছর পরেও যদি সরকারে আরো সময় লাগে, তো গত ৪৩ বছরের কেসগুলো কখন শেষ করব। অনেকেই বলবেন সরকার তো এই কেসগুলো গত আমলে হতে নিয়েছে।
ভাই গত ৫বছর কী যথেষ্ট ছিল না রায় দেবার জন্য। সবাই নিজের জন্য এসব ঝুলিয়ে রাখছে। এখন যারা বিচার করছে তারাও জামায়াতের সাথে সকরার গঠন করেছে, আর যারা নিশ্চুপ তারাও।
অপরাধের জন্য যারা ঝুলে আছে তারাতো মহাআদরের সাথে আছে, আর আমরা সাধারণ জনগন?
রিক্সাওয়ালারা কাজশেষে যে বিড়িতে আগুন দেয় তার অংশও তাদের খাবারে আছে। এগুতো পদ্মার টাকা বা এসিরুমে আরামে আয় করা টাকার নয়, রক্ত পানি করা টাকা।
দেশকে এগিয়ে নিতে হলে ৪৩বছর আগে দেশকে কে বা কারা লুটেছিল তার চেয়ে বেশী দরকার এখন কারা লুটছে। শুধু ৪৩ বছর আগের বিষয়ে পড়ে না থেকে বর্তমানের কিছু কাজ করা উচিত, নতুবা দেশ আজীবনই নব্য স্বাধীন বঙ্গভূমি রয়ে যাবে। যেখানে একদল রাজা আর অন্যদল রাজদাসী।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২০
আজকের বাকের ভাই বলেছেন: আমার মনে কাহার জন্য কী আছে তা আপনি জানলেন কী করে, হুম!
যাক আপনার দেওয়া উপাধীটা ভালই হয়েছে গু আযম।
লেখনি সজ্জায় খানিকটা সল্পতা ছিল, আপডেটকৃত লেখানি পড়ে পুণরায় মন্তব্য করিবেন এই আশায় রইলাম।
২| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: গোলাম আযম যে একাত্তরে কী করেছেন তা তিনিই ভাল জানেন, তার সাজা মহান আল্লাহ-তা-আলা দিবেন। পুরা পোষ্টের খেতাপুরি । আকাম কুকাম কৈরা সব কিছু আল্লাহর উপরে চাপাইয়া দিবা ? খোঁয়াড়ে নিমু নাকি কও । তার পড়ে অন্য বাৎচিত হবে ।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: গো আজমের চতুর্থ ছেলের সাথে আপনার কি কেমন এবং কতোটা গভীর সম্পর্ক ছিল তা ঝাতি জানতে চায়
৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০
অ িনর্বাি চত বলেছেন: জুতা নিক্ষপ করেছে বলে যে ব্যাক্তি দাবী করছে টিভিতে দেখলাম সেই ব্যাক্তির ডান হাত-ই নাই। যার ডান হাত যার নাই সে কিভাবে জুতা নিক্ষেপ করল? ব্যাপারটা কারো জানা থাকলে দয়া করে বিস্তারিত জানাবেন।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: বিস্তারিত প্রমাণ পাবেন এখানে
View this link
যিনি জুতা মেরেছেন, সেই 'সেলিব্রিটির' কথায় কোন মিল নেই। বানিয়ে বানিয়ে কি বলেছে তা নিজেও জানেন না।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯
একে৪৭ বলেছেন: ৪৩ বছর আগের বিচার'টাই আগে হোক! আর আজকে যারা লুটপাট করছে তাদের বিচার ৪৩ বছর পরে হবে!!!
ততদিনে বাংলা পদ্মার পারেও পৌছে যাবে! চেতনাবাজদের পকেটও মোটা হবে!! আর আমাদের পরম বন্ধুরা তালিয়া বাজাবে!!! আর আমরা ছাগলের ৩৩নম্বর বাচ্চার মতো ম্যা-ম্যা করেই যাব!!!
-নব্য রাজাকার
৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
ইউরো-বাংলা বলেছেন: ভাই এসব কথা বলে হাম্বালীগের কারো পরিবর্তন হবে না। ওরা মুক, বধির ও অন্ধ।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬
মামুন রশিদ বলেছেন: বাহ, অত্যন্ত চমৎকার পুস্ট । পুস্টের সুপারিশমালা হেড আপিসে প্রেরণ করা সহ এই পুস্টের লেখককে ইস্টিকি করা হউক ।
৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২০
হাসান মাহবুব বলেছেন: ছাগু তরে খাইছি। পপোস্ট রিপোর্টেড।
১০| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭
রেজোওয়ানা বলেছেন: ও আচ্ছা ---তাই নাকি!?
গোলাম আযম জুতা খাইলে কি আপনের মন খারাপ লাগে?
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬
আজকের বাকের ভাই বলেছেন: তিনি জুতা খাইলেও আমার কিছু যায় আসে না, না খেলেও আসে না।
কিন্তু জানতে পারি একটি মিথ্যেকে কেন আপনারা সবাই মিলে সত্য বানাতে চাইছেন?
আপডেটকৃত লেখাটি পড়ে পুণরায় মন্তব্য করিবেন এই আশায় রইলাম।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫
মাহতাব সমুদ্র বলেছেন: ছাগু ব্যাটারা ছদ্ম নামে আসবে এটাই নিয়ম, এই আবাল এত দরদ ক্যান তর?
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯
আজকের বাকের ভাই বলেছেন: ভালভাবে দেখবেন সামুর ৬০% নামই ছদ্ম নাম।
আপডেটকৃত লেখাটি পড়ে পুণরায় মন্তব্য করিবেন এই আশায় রইলাম।
১২| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫
মিতক্ষরা বলেছেন: "তা না হলে তার মরার পর তিনি ২১পদের খাবার খেতেন এটা কখনো সংবাদ হয়! "
উনার পরিবার তো রীতিমত সংবাদ সম্মেলন ডেকেছিলেন খাওয়া দাওয়ার সুব্যবস্থার জন্য। খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা গুলো তখনই পত্রিকায় আসে।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জুতা তো সেই সাথে তোর মত জারজ ছাগলরেও দেয়া উচিত ছিল।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩
আজকের বাকের ভাই বলেছেন: লেখাটিতে কিছু ভূল বোঝার সৃষ্টি হয়েছিল। আপডেট করেছি, পড়ে নেবেন।
আর দয়া করে যতো খারাপ লেখাই হোক না কেন কাউকে জারজ বলে গালি দেবেন না আশ রইল, কেননা আপনি বা আপনারা নিশ্চয় যৌনপল্লীর দারোয়ান বা বাসিন্দা ছিলেন না।
এবার লেখাটি পড়ার পর জুতা মারার ইচ্ছে থাকলে জানাবেন।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৩
মামুন রশিদ বলেছেন: কাঠালপাতা খাওয়ার শখ তো বাকের ভাইয়ের নামে কেন? গুআযম জিন্দাবাদ বৈলা নিজের নামে নাইমা পর ।
হেড আপিসে রিপোর্ট প্রেরণ করা হলো
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯
আজকের বাকের ভাই বলেছেন: ভাই সাহেব,
আপডেটকৃত লেখানি পড়ে পুণরায় মন্তব্য করিবেন এই আশায় রইলাম।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
ডি মুন বলেছেন: জুতার সাথে একটু মুরগীর গু লাগাইয়া মারা উচিত ছিলো।
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
গুআজম মড়ার পর জুতা খাইলেও বর্তমানে বেহেস্তে।
বেহস্তে গোআজম
http://www.somewhereinblog.net/blog/mmdhw/29989027
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: খোঁয়াড়ে নিলাম
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২
দখিনা বাতাস বলেছেন: ৪৩বছর আগের গুলা করা হয়নাই বলেই এখন এমন হচ্চে। ৪৩ কেনো, ১০০ বছর আগে হলেও বিচার করতে হবে। এমন হলেই অপরাধীরা বুজবে, পাপ করলে কোন এক সময় তার বিচারের মুখোমুখি হতে হবে, ঐটা ১০০ বছর পরে হলোও।
আর এই পোস্ট পড়লেই বুঝা যায় পোস্ট লেখকের মনের গভীরে গু আজমের জন্য ভালো প্রেম আছে।