নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

গোলাম আযমকে নিয়ে আমার গত পোস্ট এবং আমি

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৭

সকালে গোলাম আযমকে নিয়ে করা আমার পোষ্ট এর কারণে অনেকে অনেক মন্তব্য করেছেন, আবার গালিও দিয়েছেন। যারা পোস্টটি পড়েন নি তাদের জন্য গোলাম আযমকে জুতা নিক্ষেপ একটি ভুয়া খবর (লেখা সংযোযিত করা হয়েছে)

আমিও একজন মানুষ, যে সংবাদপত্র ও নিউজ দেখে খবর জানি। সামুতে আসার পর থেকেই আমার জানার পরিধি কিছুটা বেড়েছে। আর তার জন্য সামুর সকল ব্লগারদের কাছে আমি ধন্যবাদ জানাই।

গোলাম আযমের মৃত্যুর পর থেকেই সামু ও প্রথম আলোয় বারবার চোখ বুলিয়ে গেছি আপডেট জানার জন্য। কেনজানি প্রথম দিনে খবরটা কোথাও চোখে পড়েনি। তারপরও সামুতে খবরটা দেখার পর গুগল সার্চ দিয়ে দেখেছি, তাতে বাংলা-নিউজ২৪ ও আর একটি পত্রিকা ছাড়া কাউকে খবরটি দিতে দেখলাম না। বিবিসি পর্যন্ত খবরটা দয়সারা করে প্রকাশ করেছে।

গোলাম আযম আমার কেউ নন, তার সন্মানে আমার কিছু যায় আসে না। একটি সংবাদ মিথ্যে মনে হয়েছে, আমার মত আমি সাবলীল ভাষায় জানিয়েছি। আপনার আমার কথা ভূল মনে হয়েছে আপনিও জানাবেন। সামু শুধু ব্লগই নয়, একটি পরিবার। এই পরিবারের যারা বড় বা গুণিজন তারা বেশী জানবেন এটাই স্বাভাবিক, তাই বলে ছোটরা তা মিথ্যে বললে বা ভূল লিখলে খারাপ ভাষায় গালিগালাজ করবেন এটা কোন প্রকার সামজিকতার মথ্যেই পড়ে না।

সবারই জন্য আমি সামুতে যোগই দিয়েছিলাম, কিছু জানার জন্য। সামুতে আমার প্রথম একাউন্টটি অনেক আগের হলেও তা ওয়াচ ছেড়ে সেভ এ আসেনি। তাই কখনো আর লগইন ও করা হয়নি।

এরপর নানা ব্লগারদের লেখনি থেকে প্রেরণা নিয়ে "আজকের বাকের ভাই" নামে এই ব্লগটি চালু করি। কারণ আমার আসল নামে একটি ব্লগ আগেই সামুতে ছিল তাই সেই নামে আর সম্ভব নয়। আর বাকের ভাই চরিত্রটি আমার অনেক পছন্দের তাই অন্য নামে যেহেতু খুলতেই হবে, তো বাকের ভাই কে বেছে নিয়েছিলাম।

গত পোষ্টটি পড়ে যারা কষ্ট পেয়েছেন বা মন খারাপ করেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু যারা খারাপ ভাষায় গালি দিয়েছেন তারাও ঠিক করেননি বলেই আমার ধারণা। আমি যুক্তি দিয়েছিলাম আপনারা তা ভাঙ্গতেই পারতেন। যেমনিভাবে একজন ভিডিও লিংক দিয়ে জানিয়েছে।

কাউকে জারজ বলে নিজের বংশ পরিচয় দেবার কোন মানেই নেই, কারণ আর যাই হোন নিশ্চয় ততোটা বড় আপনিও নন।

ধন্যবাদ সকলকে, যারা গত পোষ্টটি পড়েছেন এবং কষ্ট করে এই পোষ্টটি পড়ছেন সবার কাছে ছোটভাই হিসাবে ক্ষমাপার্থী।

আমি মানুষ হিসাবে ভূল করতেই পারি, তাই মানুষ হিসাবে আপনার দায়িত্ব সামাজিকভাবে বসবাস করা ও মনুষত্ব বজায় রাখা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.