নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

এ যেন ভদ্র ছাত্রগীল!

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

ছাত্রলীগ কী তা সবাই জানে, দেশের সরকার পর্যন্ত জানে। কিন্তু সবাই এটাও জানে যে কোন ঘটনার দায়ভারই ছাত্রলীগ নিতে চায় না।

ছাত্রলীগের সর্বশেষ বিশেষ খবর, কার্জন হলের পুকুর পাড়ে দুই নারীসহ একজন ফটোগ্রাফারকে মেরে আহত করা। আপনি আমি কেউই সেখানে ছিলাম না তাই আসল ঘটনাটা কেউ জানিনা। কিন্তু কিছুটাতো জানি?

আজ একজনের ফেসবুকে দেখলাম সেই বিষয় নিয়ে একটি বিশেষ পোস্ট করা হয়েছে। পোস্টটিতে ছাত্রলীগকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। পোস্ট টির বিশেষ কিছু অংশ আপনাদের জন্য বোল্ড করে দিলাম।

পরষূদিন পড়ন্ত বিকাল বেলা এক জনৈক লোক তার কথিত দুই ভাগ্নিকে নিয়ে এসে শহিদুল্লাহ হলের পুকুর পারে।এসময় লোকটি একটি গাছের আড়ালে তার এক কথিত ভাগ্নি কে মেসেজ করছিল।এই ঘটনা হলের এক 1st year আবাসিক ছাত্রের দৃষ্টিগোচর হয়। তারপর সে তার তিন জন বন্ধু নিয়ে তাদের পাশে যেয়ে জানতে চায় যে তারা D.U এর students কি না?? এসময় তাদের এই অশালীন অবস্তার কথা নিয়ে দুই পক্ষের মধা কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায় লোকটি এক ছাত্রর উপর চরাও হয়। এর মধে এক মেয়ে এক জন ছাত্র কে কয়েকটি থাপ্পর দেয়। ঐ ছাত্র রাগের মাথায় মায়েটি কে ধক্কা দিলে গাছের সাথে ধাক্কা লেগে তার জামার হাতার কিছু অংশ ছিরে যায়। লোকটি ছাত্রদের বেদম প্রহার করে। ছাত্ররা এর প্রতিরোধ করে লোকটিকে ধাক্কা দিলে লোকটি পরে যায়। ফলে তার মাথা ফেটে যায়। আরমধ্যে কয়েক জন লোক এসে দুই পক্ষকে আলাদা করে দেয়।

বাহ ভালইতো, হতেই পারে লোকটির উদ্দেশ্য খারাপ ছিল আর তার ভাগিনী নিজের নয়? এমন বহু ঘটনাই আমাদের আশেপাশে ঘটে এবং ঘটছে। কিন্তু আপনাদের কী মনে হয় আসলেই তা, যদি তাই হয়ে থাকে তবু যাদের নিয়ে অভিযোগ তারা দুইজনের হাতেই মার খেল(তাদের কী অবস্থা হয়েছিল জানিনা ) আর দুই ধাক্কতেই একজনের জামা ছিড়ে ফেলল আর অন্যজনের মাথ ফাটিয়ে ফেলল। তারা তো মোটামুটি জলন্ত অনিলের মতো।
মূল পোস্ট এখানে

কারণ যাই হোক কেউ এসে ছাত্রলীগ বা ঢাবির কাউকে মেরে যাবে আর তারা মাত্র দুইটা ধাক্কা দিয়ে ছেড়ে দেবে এমনটা অদৌ সম্ভম কিনা জানিনা।

ছাত্রলীগের অনেক গুণ আছে তাতে কোন সন্দেহ নেই, এই ছাত্র সমাজ দেশ প্রতিষ্ঠার আগে থেকেই অনেক ভাল কাজে দেশকে এগিয়ে নিয়েছে। তেমনি কিছু খারাপ ঘটনার জন্ম দিয়েছে। মানুষ মাত্রই ভূল, আর নিজের ভূল স্বীকারে দোষের কিছু নেই। আবারও আশা রাখব দেশের ছাত্র সমাজ এক হয়ে দেশের পক্ষে নিজ ভুমিকা রাখবে এই কামনা রইল।

**আমার এই পোস্ট ছাত্রলীগকে হেয় করার জন্য নয়। আবার তারা দেশের পক্ষে ছাত্র সমাজের নেতৃত্ব দিবে, নিজেরদের খারাপ দিকগুলো ছাপিয়ে আবারো পুরোনো কৃতত ফিরে পাবে এই আশা রইল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

খেলাঘর বলেছেন:


ছাত্রলীগের একাংশের কারণে শেখ সাহেবকে হত্যা করা সোজা হয়েছিল।

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

মাঘের নীল আকাশ বলেছেন: ছাত্রলীগের একাংশের কারণে শেখ সাহেবকে হত্যা করা সোজা হয়েছিল

সহমত!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

জনাব মাহাবুব বলেছেন: খেলাঘর বলেছেন:


ছাত্রলীগের একাংশের কারণে শেখ সাহেবকে হত্যা করা সোজা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.