![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
"মা" শব্দটি পৃথিবীর সর্বশেষ্ঠ মধুময় শব্দ, বর্তমান সময়ের সর্বাপেক্ষা সন্মানীয় মানবী। কিন্তু কিছু বিকৃত রুচির মানুষের জন্য শব্দটি বর্তমানে বাংলা চটির সর্বাপেক্ষা রসদের যোগান দিচ্ছে। তাই সময় এসেছে "মা" শব্দটিকে পবিত্র করে তার নিজ সন্মান ফিরিয়ে দেবার।
যে সকল লেখা পড়ে আমার এই পোস্ট
অবশেষে মাকে নিয়ে লেখা চটি পড়া ? লজ্জা করেনা ? মা কে নিয়ে যখন চটি সম্প্রচার । তখন কি আমরা সেই মায়ের সন্তান ???
বি ফর বাংলা চটি!!!
মেয়ে, তোমার কষ্টের মাঝে আমরা খুজে পাই পৈশাচিক আনন্দ।
এর মাঝে প্রথম পোষ্টটি পড়ে আমি আসলেই খুব চিন্তিত, আসলেই যদি এমন অবস্থা হয় তবে আমরা কোনভাবেই "মা"কে আর বিন্নভষীদের কাছে পবিত্র দাবী করতে পারব না। আজও যে জাতি মাকে ভালবাসে সেই জাতিই আজ বাংলা চটির রসদ বানালো "মা"কে।
"মাতাল ভাবনা" ভাইয়ের সাথে একমত হয়ে আমি একটি ফেসবুক গ্রুপ খুলে বসেছি। যেই গ্রুপে শুধু বাংলা চটির সাইটগুলো নিয়ে রিপোর্ট করা হবে।
প্রথমত আমরা ফেসবুককে বাংলা চটি মুক্ত করব, কারণ ফেসবুকে কোন আইডি বা পেজের বিরুদ্ধু সহজেই রিপোর্ট করা যায়।
আশা রাখব পারব কি পারব না এই চিন্তা বাদ দিয়ে আসুন এক হই। ৫০০ মানুষ এক হয়ে কাজ করলে হয়তো আগামী বছরের মাঝেই ফেসবুককে বাংলা চটিমুক্ত করা সম্ভব হবে।
ফেসবুক গ্রুপ লিংক- চটি মুক্ত অনলাইনের লক্ষে, "মা" শব্দটি রাখিব পবিত্র
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:০৪
আজকের বাকের ভাই বলেছেন: ফেসবুক গ্রুপে যোগ দিন, আসুন এক হয়ে লড়াই করি।
২| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০
ইভেন বলেছেন: ওরা মানুষ নয়.......
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:০৪
আজকের বাকের ভাই বলেছেন: ফেসবুক গ্রুপে যোগ দিন, আসুন এক হয়ে লড়াই করি।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
সকাল হাসান বলেছেন: সাথে আছি সবসময়ই! এই অসভ্য লেখাগুলো সড়ানোর জন্য সব কিছু করতেই প্রস্তুত আছি!
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:০৩
আজকের বাকের ভাই বলেছেন: ফেসবুক গ্রুপে যোগ দিন, আসুন এক হয়ে লড়াই করি।
৪| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৭
মোঃ হৃদয় শেখ বলেছেন: ফেসবুক হোয়াটস অ্যাপ এগুলো বন্ধ না করে এই সাইড গুলো বন্ধ করার পদেক্ষেপ হাতে নিলেই হয়, আজাইরা কাজে তাদের সময়ের অভাব নেই। জাতির স্বার্থে তারা অনেক কিছুই করে টেলিভিশনের পর্দায়।
০৯ ই মে, ২০১৫ রাত ১০:৪২
আজকের বাকের ভাই বলেছেন: ফেসবুক হোয়াটস অ্যাপ এগুলো বন্ধ না করে এই সাইড গুলো বন্ধ করার পদেক্ষেপ হাতে নিলেই হয়, আজাইরা কাজে তাদের সময়ের অভাব নেই
ঠিক বলেছেন
৫| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:৪৯
এন জে শাওন বলেছেন: অভিনন্দন এই রকম মহত কাজ শুরু করার জন্য। আর তার সদস্য হয়ে আমিও গর্বিত।
১০ ই মে, ২০১৫ দুপুর ২:০৮
আজকের বাকের ভাই বলেছেন: এখনই দরকার নেই। একটু অপেক্ষা করুন, একদিন ফেসবুক বাংলা চটিমুক্ত করেই তবে "মা" কে গর্বিত করব।
বাংকা চটি থেকে যেদিন "মা" শব্দটি মুছে দিতে পারব সেদিনই আমি গর্ব করব।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
ইমতিয়াজ ১৩ বলেছেন: সাথে আছি