নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

ঢাবির সেই ঘটনা, সপ্তাহজুড়ে নানা মিথ্যাচারের পর সাজা পেতে যাচ্ছে চার দোষী

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

গত সপ্তাহের ঘটনা নিশ্চয় সবার মনে আছে, "ভাগনিকে নিয়ে বেড়াতে এসে রক্তাক্ত হলেন আলোকচিত্রী"
দেশের সকল মিডিয়ায় ফলাও করে প্রকাশের পরও নানাভাবে বিষ্যটিকে অস্বীকার করেছে ঢাবির ছাত্র সমাজ। বিষয়টি নিয়ে টেলিভিশন, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া বিশেষ করে ফেসবুক নানাভাবে অস্বীকার করেছে ঢাবির বর্তমান শিক্ষার্থীরা।

শুধু তাই নয়, "সাবা,রুবাইয়া ও ইমতিয়াজের প্রহসন থেকে ঢাবিকে রক্ষা করুন" নামে এক ইভেন্ট ও করেছে আজ দুপুরে।

ইভেন্টে গেলে দেখবেন যাদের আগামীর ভবিৎষত ধরা হয় তারা কীভাবে খারাপ ভাষায় গালী-গালাজ করছে। রুবাইয়া এর কুরুরের সাথে তোলা কিছু ছবি পোস্ট করে, তাকে নানাভাবে হেয় করা হয়েছে।

ভাইরা আমি ঢাবির কেউ না, কিন্তু একজন মানুষ। আসুন ধরেই নেই তারা মামা-ভাগ্নি বিবস্ত্র অবস্থায় ছিল, তাও তো আপনারা এই কাজ করতে পারেন না। আপনাদের দাবী তারা খারাপ কিছু করার চেষ্টা করছিল, হতেই পারে কারণ আমাদের মাঝেই সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও বাস করে, যারা মা কে নিয়ে বাংলা চটি লিখে।

কিন্তু আপনারাতো দেশের মহান প্রতিষ্ঠানের ছাত্র, আপনারা তাদের আটক করে পুলিশকে ডাকতে পারতেন। বলছেন শুধু ধাক্কা দেবার কারণেই মেয়ের জামা ছিড়ে গেছে আর সেই মামার মাথা ফেটে গেছে। তারা মারল আর আপনারা কিছুই করেননি এটা কাকে বিস্বাস করতে বলছেন?

আপনারা তাদের যেভাবে দাবী করছেন, সেভাবে থাকলেতো আর তারা মিডিয়ায় যাবার কথা নয়। আর আসলেই পারিবারিক সম্পর্ক ভালো না হলে তারাই বিষয়টি চেপে যাবার কথা। বলতে পারেন কী স্বার্থে তারা এমন একটি বিষয় সামনে আনবে যা তাদেরই ইজ্জত নষ্ট করবে?

আপনি আমি সবাই মানুষ, মাথা সবারই গরম হয়। আর ঢাবি আপনাদের, নিজের আঙ্গিনায় কেউ অপমানিত হতে চায় না, আমিও হতাম না। কিন্তু নিজের দোষটুকু মেনে নিলেইতো হয়। আসুন মেনে নেই কোন দোষ নেই, তবে এ মিথ্যাচার কেন?

সর্বশেষে জানলাম, দোষী চার ছাত্রকে সাময়িক বহিস্কার করা হচ্ছে। আমার মতে তা কখনোই ঠিক নয়, এতে তাদের একপ্রকার নষ্ট করে দেওয়া হবে। আর ভবিৎষতে এমন ঘটনা যেন না ঘটে, তার জন্য কী করা উচিত তা আমার বলা মানায় না।

****
আমার ব্লগ একান্ত আমার ভাবনা, যাদের পছন্দ হয় না মডারেটরে জানাবেন তবু খারাপ গালি দিয়ে নিজের পরিচয় প্রকাশ করার কোন দরকার নেই।

******
গালি ছাড়া সকল প্রকার মন্তব্যে আমাকে ভালো লিখতে সাহায্য করবে। আমি শিখাতে নয় শিখতে এসেছি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

এরিক ফ্লেমিং বলেছেন: একটু আগেই পত্রিকায় পড়লাম......

"রাজধানীর আবাসিক হোটেলে পর্ণ মুভি বানাতে গিয়ে ঢাবির ৫ শিক্ষার্থী সহ ১১ জন আটক !
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, আটক ১১ জনের মধ্যে দুজন বর্তমান ও তিনজন সাবেক শিক্ষার্থী সহ মোট পাঁচজন ঢাবির শিক্ষার্থী বলে জানতে পেরেছি । তারা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থী। তবে তাদের নাম এখনো আমার হাতে আসেনি।"


এর মানে এই নয় ঢাবির সবাই খারাপ অথবা ঢাবি খারাপ। অন্যায় যে করেছে অন্যায়ের দায়িত্ব শুধু তার, ঢাবির অন্য শিক্ষার্থীদের নয়। ঢাবির শিক্ষার্থী বলে সে কোন অন্যায় করতে পারে না এধারনা যেমন ঠিক নয় (উপরের খবর টা তো তাই বলে), তেমনি ঢাবির শিক্ষার্থী বলে অন্যায় করলেও তাকে নির্দোষ প্রমান করতে হবে এটাও ঠিক নয়। অন্যায় যেই করুক তার শাস্তি পাওয়া উচিত। অন্যায় করা আর অন্যায় কে জাস্টিফাই করা সমান দোষনীয়।

ঢাবির ওই ঘটনায় কে প্রকৃত দোষী তা দূর থেকে বোঝা যাচ্ছে না। তবে নির্দোষ ব্যক্তিরা কখনো নোংরা ভাষা ব্যবহার করে না বা নোংরা আচরন করে না, কারন তাদের হৃদয় থাকে হীনন্মন্যতা মুক্ত। নোংরা ভাষা ও আচরন হীনন্মন্যতার বহি:প্রকাশ!

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

আজকের বাকের ভাই বলেছেন: জানি না কী ভেবেছেন, তবে আমি কাউকে দোষী বা নির্দোষ দাবী করিনি। শুধু বলেছি নিজ দোষ স্বীকার করতে আর তা না হলেও মিথ্যে কথা যেন না ছড়ায়।

আপনার মনতব্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

সাফকাত আজিজ বলেছেন: ঢাবি এগিয়ে যাও ...... B-))

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

শিপন মোল্লা বলেছেন: দেশ কোন দিকে যাচ্ছে ? দেশের মানুষ এতো অস্থির কেন ? কারো কোন সহনশীলতা নেই কেন ? বিশ্ব বিদ্যালয়ে পড়া ছেলে মেয়ে গুলি এতো নোংরা ভাষা আচরন করেছে তার পরিপ্রেক্ষিতে কিছু বলার নেই । তবে দেশ ধ্বংসের প্রান্তে ।

৪| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬

খোলা বাতাস বলেছেন: ঠিক কথা লিখেছেন...।ঢাবির(সবাই না) গরমে আজ শিক্ষিত সমাজ চরম শরমে..

৫| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

মাঘের নীল আকাশ বলেছেন: আবাল পোলাপাইন দিয়া ঢাবি বহুত আগেই ভইরা গেছে!

৬| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

রসায়ন বলেছেন: বাহ রে বাহ, মেয়েটার বানোয়াট কথা শুনে এত্তো বড় পোস্ট করে ফালাইছেন !

রেগুলার এত এত পোলাপাইন আমাদের ভার্সিটিতে ঘুরতে আসে তাদের কিছু হয় না কিন্তু এই ব্যাটাদের কপালে শনি নেমে আসলো তার কারণটা তো বিবেচনা করলেন না । যদি বহিরাগত পাইলেই পিডাইতাম আমরা তাইলে প্রতিদিন হাজারের উপর লোক হাত পা হারাইতো ।


পাবলিক মেয়েদের কথা শুনলেই সেন্টিমেন্টাল হয়ে যায় ।

আর এগারো জানোয়ার মিলে পর্নো তৈরী করলে সে দায় তাদের, ঢাবির না ।

বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পীকার, পুলিশের আইজি, DMP কমিশনার, PSC এর চেয়ারম্যান, UGC এর চেয়ারম্যান, প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাবি ও জবির উপাচার্য সবাই এই ঢাবির ছাত্র ছিল ।

আর সচিব ও বিসিএস পোস্টের ম্যাক্সিমামই তো DU এর শিক্ষার্থীদের দাঁড়া পূরণ হয় তো এদের জন্য কয়দিন ঢাবির প্রসংসা করে পোস্ট দিছেন ????

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

আজকের বাকের ভাই বলেছেন: ভাই আমি মেনেই নিয়েছি তারা খারপ কাজ নয়, খারাপ অবস্থায় ছিল। তাই ঢাবির কিছু শিক্ষিত পোলা তাদের মেরেছে, তো বলেন মার দিছেন। মাত্র দুই ধাক্কা দিছেন তাও তারা মার দেবার পর!
আর দুই ধাক্কাতেই একজনের জামা ছিড়ল আর একজনের মাথা ফাটল। একটা ধাক্কা বেকায়দা ভাবে লাগতে পারে তাই বলে দুইটাই?

ঢাবির পোলাপাইন কী জলন্ত অনিল নাকি?

**দোষীদের মারই দিছেন স্বীকার করলে এতো কিছু হতো না, আর নিশ্চয় এটা দাবী করবেন না যে ঢাবির সব ছাত্রই ভালো।
অনেকের কথা বললেন, কিছুদিন আগে ঢাবির শিক্ষকই স্ত্রীকে নির্জাতন করে হাসপাতালে পাঠিয়েছে, ঢাবির কোন শিক্ষকের বাসায় কাজের মেয়ে নির্জাতন হয়েছিল।

জানিনা খবরটা আপনার চোখে এসছিল কিনা, তবে খবরে ঠিকই এসেছিল। আমিও মানি ঢাবি একটি মহাপ্রতিষ্ঠান আর এর সাথে জড়িত রা ভালো তবে সনাই নয়।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, লেখায় আঘাত পেলে ক্ষমা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.