![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
আস-সালামু-আলাইকুম।
বর্তমানে ফেসবুক সবচেয়ে বড় একটি যোগাযোগ মাধ্যম হিসাবে ধরা হয়, যেখানে এখন ৬ষ্ঠ-৭ম শ্রেণীর ছেলে-মেয়েরাও আসা শুরু করেছে। হতে পারে তারা আপনারই ছোট ভাই বা ছোট বোন, কিংবা সন্তান।
যারা ২২এর বেশী বয়সী তারা হয়তো জানেন ১৩-১৪বছর বয়সে বিপরীত লিঙ্গের বিষয়ে জানার আগ্রহ কতোখানি হাতছানি দেয়। আর যেভাবে ফেসবুকে বাংলা চটি নামক ভাইরাস আক্রমান করেছে তাতে তারা একসময় সেই পেজে যেতেই পারে।
বলতে লজ্জা নেই চটি দুইএকবার আমিও পরেছি, কিন্তু চটিগত ব্যাকরণ আর ভাষার ব্যবহার আমার ভাল ললাগেনি তাই পরে কোনদিন সেই পথ মাড়াইনি। সেখানে যেভাবে নিজ মা ও বোনের সাথে সেক্সের কথা লেখা থাকে তা যেকোন ১৩-১৭বছর বয়সী উঠতি ছেলে-মেয়ের জন্য প্রভাব রাখবে, সে যদি সেই ব্যাকরণে তিক্ত হয়ে চটি পড়া থেকে ফিরে আসেতো ভাল, কারণ সে চটি পড়া বাদই দিবে। কিন্তু যে বালক/বালিকটি তাতে স্বাদ খুজে পাবে সে?
নিজের মাকে সন্মান করলেও সে ঠিকই বন্ধুুর মা-বোনকে একটু হলেও আড় চোখে দেখবে। তাই আপনার ভবিৎষত প্রজম্যের কথা চিন্তা করে হলেও অন্তত ফেসবুক কে বাংলা চটির আওতার বাইরে আনা উচিত।
আমি চটিমুক্ত অনলাইন এর লক্ষে প্রথমত ফেসবুকে একটি গ্রুপ খুলেছি, যেখানে আপনাদের উপস্থিতি একান্ত দরকার। এর আগে মহানবীকে কুটুক্তি করে দউইটি ফেসবুক পেজ বন্ধে আপনাদের সাহায্য সারাজীবন মনে রাখব। তাই এবার ফেসবুক কে চটিমুক্ত করার জন্য আপনাদের স হযোগিতা কামনা করছি। আপনার কিছু মনে না হলেও আপনার ভবিৎষত পরিবারের কথা ভেবে আসুন এক হই আর একটি চটিমুক্ত ফেসবুক করার জন্য কাজ করি।
আসুন না অনুরোধে নয় একবার নিজ দায়িত্বে এই কাজে অংশ নেই। চটিমুক্ত ফেসবুকের জন্য এই গ্রুপে যোগ দিন। আপনারা এলেই আপরা হয়তো কাজে শুরু করতে পারব।
১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
আজকের বাকের ভাই বলেছেন: এখানে পিএইচডির কী দেখলেন?
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০
বালিকাবধু বলেছেন: আমরা সামুকে সবদিক থেকেই একেবারে মুক্ত করে ছেরেছি। বিশেষকরে পুরানো ফুটানিদেরকে একেবারে "Hospital"!
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
খেলাঘর বলেছেন:
চটি'তে পিএইচডি করে ফেলেছেন?