নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

জয় লতিফ সিদ্দিকের। আবারও প্রমান হইল আইন সরকার দলের জন্য নয়

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

লতিফ সিদ্দিককে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, আর এটাও সত্যি যে তিনি অনেক শক্তিশালী আর সন্মানী। নতুন করে কিছু বলার আগে মহান কালপিটকে নিয়ে লেখা আগের পোস্টটিও দেখতে পারেন।

লতিফ সিদ্দিক কী আসলেই মুসলিম?



জয়কে না চেনাই দায় হয়েছে আ: লতিফের



শরীরটা একটু খারাপ তাই গত দুইদিন ধরে পত্রিকা বা ব্লগে তেমন একটা আসা হয়নি। বুঝেনইতো যুগের হাওয়া অন্যরকম তাই যাই হো ফেসবুকে দিনে বেশ কয়েকবার ঢু মারা হয়েই যায়। তেমনি সন্ধায় ঢু মারতে গিয়েই দেখলাম লতিফ সিদ্দিক এখন দেশে। পত্রিকা বলতে শুধু প্রথম-আলো ই পড়ি, তাও অনলাইনে। কারণ বাকীগুলো কোথায় ধর্ষণ আর কথায় কোন নায়িকা কী করল তাই নিয়ে ব্যাস্ত থাকে বলে মনে হয়(ধারণা একান্ত আমার)।



যাই হোক লতিফ সিদ্দিকের এমনভাবে ফেরা ও আমাদের প্রসাশনের চুপ থাকা আসলেই অবাক করার মতো। আগেই বলেছি আমি পত্রিকা পড়ি অনলাইনে তাই অনেকেরই মতামতও পড়ি। আজও পড়েছি আর শুধু অবাকই নয় খানিকটা কষ্টেরও। অন্যের মতামত নিয়ে তেমন কিছু বলব না, তবে সর্বশেষে খবরের লিংক দিয়ে দিব আপনারা নিজেই দেখে নিয়েন।



এবার আসুন সুরণ্জিত সেনকে নিয়ে কিছু বলি। আমার মতে মালটা আসলেই কালো মনের অধিকারী, তা না হলে সবাই যখন চুপ তখন তিনি বরাবরই ইসলামকে অবমাননা করা হয় এমন কিছু বলতেন না। একজন সাবেক মন্ত্রি ও প্রবীণ রাজনৈতিক নেতা কিভাবে এমন করে তা আমার মাথায় আসেনা। যিনি ইসলামের কিছুই যানে তিনি ইসলাম নিয়ে এতো কথা কেন বলেন তা জানার দরকার?

তার মতে , "সবারই নিজস্ব মতামত প্রদানের অধিকার আছে, লতিফ সিদ্দিকী তাই করেছেন। আর সরকার তাকে নিয়ে কিছু বলবেনা, যা করার ছিল তা সরকার করেছে(দলীয় পদ বাতিল)। তাই এখন আইনই ভরষা।"

সেন বাবু বলতে পারেন, লতিফ সিদ্দিকী যখন বিমান বন্দরে ছিলেন তখন কেন উপর মহল থেকে গ্রেফতারের গ্রিন সিগনাল দেয়া হয়নি?



আর যাই বলুন কেউ দয়া করে বলবেন না কেউ জানত না। কারণ ভারত থেকে লতিফ সিদ্দিকী টিকেট করল, বিমানে উঠল দেশে আসল আর সরকার বা উচ্চ মহলের কেউ জানল না?



কথা উঠেছে সাংসদকে গ্রেফতারের নিয়ম নিয়ে। এই কথাতো এখন উঠার কথা নয়? তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরই ব্যাপার নিয়ে বসা উচিত ছিল, তবে আসলেই তাকে গ্রেফতারের কোন ইচ্ছাই নেই? দেখা যাবে কাল তিনি কোন আদালত থেকে জামিন নিবেন আবারও সেই সাংসদে গিয়ে ভাষণ দিবেন।



কারো মতে গ্রেফতারি পরোয়ানা হাতে না থাকায় কিছু করা যায়নি। কেন ভাই একজনের নামে গ্রেগতারি পরোয়ানা আছে আর তিনি দেশের বাইরে অথচ বিমানবন্দরে তার গ্রেফতারি পরোয়ানা নেই। হিসাব অনুযায়ীতো এই দলিলগুলো দেশের সকল বিমানবন্দরে, নৌ-বন্দরে ও প্রবেস পথে থাকার কথা।



সবাই জানে পরিবারের লোকটি যতই খারাপ হোক মায়া কিছুটা থাকে, কিন্তু এতোটা? আজ তিনি যদি বঙ্গবন্ধু বা হাসিনাকে নিয়ে এমন কিছু বলতেন তবে হয়তো গ্রেফতারের জন্য এতোদিন অপেক্ষা করতে হতো না। আওয়ামী-লীগ যাই করুক মুজিবকেই পিতা আর হাসিনাকে স্রষ্টা ভাবা শুরু করেছে। তাদের কাছে, মহানবী হযরত মুহাম্মদের কোন মুল্য আছে বলে মনে হয় না। আমাদের আর কী, আজ লতীফ ছাড় পেল কাল সুরন্জিত বলবে মুহাম্মদ কে তখন আমরা চুপ থাকব। কারণ তাদেরতো বলার অধিকার আছে, আইন আছে



এখন যদি আবার হেফাযত বেরিয়ে আসে, তবে সরকার তাদের প্রতিরোধে সঠিক ব্যবস্থা নিবে। তাতে হয়তো কেউ মারাও যাবে, যারা জঙ্গী বা শিবির। কাউকর গ্রেফতার করা হবে কিন্তু লতিফ সিদ্দিকের ব্যাপারে আইন চলবে নিজ গতিতে। জয় লতিফ সিদ্দিকের, জয় সুরন্জিতের আর জয় আওয়ামী-লীগের।



দেশে ফিরলেও গ্রেপ্তার হলেন না লতিফ সিদ্দিকী



নিরাপদে বিমানবন্দর ছাড়লেন লতিফ



লতিফকে গ্রেপ্তার করা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্পিকারের দুই কথা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমপি পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন -------------

ঐ আবাল রে জিগায় গোলাম মাওলা রনি কি এমপি ছিল না!!!!!!!!!!

হায় নিলজ্জ রাজনীতিবিদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৬

শাহীন উল্লাহ বলেছেন: কোন আইন নাই ,,,,,

আজকে শিহরন মঞ্চ কই??? আজ কেনো তারা মিষ্টি খেলো না, মুবারক মিয়ার রায়ের পর ??? কারন কি তিনি জামাত থেকে আওয়ামী হয়েছিলেন ????

এতেই বুঝা যায়,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.