![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
নানা বিতর্কের পর আজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর বন থেকে তেল সরানোর কাজ আরো দ্রুত করতে আদেশ দিয়েছেন, দেরীতে হলেও দিয়েছেন এটাও একটি সান্তনা। কিন্তু সেই সান্তনা দিতে এসেও কাদা ছোড়ার খেলা খেলতে ভুলেন নি তিনি। এজন্য ২০০১ সালের বিএনপি সরকারকে কিছুটা দোষী করে গেলেন তিনি। তার মতে ২০০১ এ বিএনপি মংলা বন্দর বন্ধ ঘোষনা করার কারণে আজ এমন একটি ঘটনার জন্ম হলো।
মাননীয় প্রধান মন্ত্রী আপনারাওতো ২০০৯ থেকে আজ প্রায় সাত বছর ধরে আছেন, আপনি কী করেছেন? কেন আপনার গত আমলেও মংলা বন্দরকে চালু করলেন না? তেল যখন সবখানেই ছড়িয়ে গেল, তখনও আপনার মন্ত্রী কিছুই হুনি বলে দাবী করল আর চুপ করে থাকলেন? আজ শুধু একটি তাগিদ দিয়েই শেষ, তবে কী শুধু বিএনপিকে দোষী করতেই এসেছিলেন?
আজ স্বাধীনতার ৪৩ বছর পরেও বিতর্ক হয় যুগ্ধ নিয়ে। দুই দলেই শুধু নিজেদের মুক্তিযোগ্ধা আর অপরকে পাকিস্থানি এজেন্ট বলা নিয়েই ব্যাস্ত। খারাপ হলেও যাদের দল নিয়ে আজ আপনারা রাজনীতি করছেন তারা আপনাদের চেয়ে শতগুনে ভদ্র ছিল।
নিজেদের মুক্তিযোগ্ধা প্রমাণে ব্যাস্ত সবাই, অথচ বীরশ্রেষ্ঠদের সন্তানেরা আজও রেস্তোরায় কাজ করে জীবন চালাচ্ছে। যেখানে কোন দিবস এলেই আপনারা সবাই শহীদ মিনার আর সৃতিসৌধে গিয়ে এতো ফুল দেবার ছবি তোলেন, কই শেষ জীবনে স্থাপতি সৈয়দ মাইনুল ইসলামকে একটু সুচিকিৎসা দিতে পারলেন না। অথচ নানা অজুহাতেই আপনারা প্রতিমাসে বিদেশ যান, তাও বংশসহ, আর সৃতিসৌধের স্থপতি মারা গেল এমন অবহেলায়?
আজ সরকার পতন, আজ আন্দোলন। কেন একবারও বললেন না চলো সবাই মিলে সুন্দর বন, তেলের অপসারণে কিছু করি। তা পারেবন কেন, পারেনতো শুধু অন্যের দোষ খুজতে।
সবাইতো মজা করেছেন গোলাম আজমের সাথে, আলোচনা সভা, পার্টি। আজ এসেছেন দেশপ্রমিক হতে, সেদিন বুঝতাম যদি বলতে পারতেন এরা যুগ্ধঅপরাধী, এদের সাথে কোন কথা নয়। নিজ প্রয়োজনে সবাই ঠিক, আজও একদল চুপ করে আছে, আর একদলতো ফুল হাতে দাড়িয়ে জামায়াতের লোকদের দলে ভেড়াতে।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
আজকের বাকের ভাই বলেছেন: ভাবতেই ভাল লাগল যে আমার ধারণার সাথে মনের মিল আছে।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৪
ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে এমন হিপোক্রাট জাতি পৃথিবীতে আর নেই।
১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
আজকের বাকের ভাই বলেছেন: তাই মনে হয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লিখেছেন। ব্যক্তিগতভাবে আমার মনের কথার অনেকখানিই আপনি তুলে ধরেছেন!