নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

আসাদুজ্জামান নুরের ঘোষনা ও আমার আতঙ্ক

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭

আমার নিকটি "আজকের বাকের ভাই" আর আজকে আমাদের বাকের ভাই খ্যতির আসাদুজ্জামান নূর আজ ঘোষনা দিয়েছেন,
"আওয়ামীলীগ কখনো বিরোধী দলে গেলে মানুষ মারবে না।"
কথাটা শুনে গত বিএনপি আমলের বিটিভির একটি বিশেষ এ্যাড/ঘোষনার কথা মনে পড়ে গেল, য বিশেষ করে হরতালের আগের দিন ও হরতালের দিন প্রচার করা হতো।
যেখানে আমাদের মহান দেশনেত্রী ঘোষনা দিচ্ছিলেন যে,
"আমরা বিরোধী দলে গেলেও কোনদিন হরতাল করব না।"
ভয় লাগছে তবে কী আওয়ামী-লীগ যদি আসলেই কোনদিন বিরোধী-দলে যয় তবে কী তারা ঘোষনা দিয়ে মানুষ মারবে?

কারণ গত বিএনপি আমলে সবাই দেখেছে আওয়ামী-লীগ কীভাবে হরতালের সময় মানুষ মেরেছে(যদিও বর্তমানে বিএনপি তারও বেশী ক্ষতি করছে)। বিশেষ করে শিবিরের উপর লাঠি-বৈঠা আক্রমন কখনো ভোলার মতো নয়।

আপনাদের মনে আছে কিনা জানিনা, তবে গত সরকারের আমলে রংপুরে নূর ভাইয়ের উপর আক্রমন হয়েছিল। সেই মামলার প্রধান তিন বা চার আসামী নিখোজ হয়েছিল। যারা আর জীবিত ফেরেন নি, তাদের লাশ মিলেছিল বিভিন্ন যায়গায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩

নতুন বলেছেন: তারাও বাসে আগুন দেবে জনগনের জন্য..গনতন্ত্র রক্ষা করার জন্য...

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭

আজকের বাকের ভাই বলেছেন: আসলেই তাই, কারণ আমরা জনগন গনতন্ত্রের কাঠ-খড়ি।
কবে যে আমরা গনতন্ত্রের মালিক হব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.