![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
স্কুল জীবনে অনেকেই "একটি তুলশী গাছের আত্ব-কাহিনী*" গল্পটি পড়েছেন। এমন অনেক রচনা বা ছোট গল্প আমরা অনেকেই পড়েছি। এবার মনে হয় দুই টাকার আত্ব-কাহিনী পড়ার সুযোগ হবে।
আমাদের সৎ অর্থমন্ত্রী জনাব মাল সাহেব গতকাল এক ঘোষনায় দেশ থেকে ১টাকা ও দুই টাকার সকল নোট তুলে নেওয় হবে বলে জানিয়েছেন।
দুই অনেক নোটই একবারে ছেড়া ও ব্যবহার অযোগ্য। তাই এটা সবারই ইচ্ছা যে সেই নোটগুলো তুলে নতুন নোট বাজারে আসবে। তাই বলে বন্ধ। এ সময় সাংবাদিকদের করা "এক টাকার চকলেটের কী হবে" প্রশ্নের উত্তরে বলেছেন "দেশে এখনো একটাকার চকলেট পাওয়া যায় নাকি?"
মাল সাহেব, আপনি ১টাকার চকলেট কতোদিন চখে দেখেন নি? মন্ত্রী মানুষ, তাই এটা কখনো আশা করনা যে আপনি এক টাকার বা দুই টাকার চকলেট খাবেন। কিন্তু এটাও আশা করিনি যে দেশের অর্থমন্ত্রী নিজেই জানেন না যে সেই দেশের একটাকা ও দুইটাকা কী কী কাজে লাগে!
অন্য কেউ না জানুক আপনারতো জানার কথা ছিল, কারণ আপনি আমাদের অর্থমন্ত্রী আর একটাকা ও দুইটাকার নোটগুলো আমাদের সরকারের সম্পদ। তাই ১০০০টাকায় কী হয় জানার আগে তো ২টাকায় কী হয় তা জানার দরকার ছিল।
মাল সাহেব, আপনি জানেন কিনা জানিনা, আমাদের বর্তমান দুইটাকার আঘের দুইটাকার নোটটি সারা বিশ্বের সবচেয়ে সুন্দরতম নোট। জানবেনই বা কী করে কারণ সেই নোটে তো আর মুজিব সাহেবের ছবি নেই। যে নোট সারা পৃথিবীর সুন্দরতম নোট আপনারা তার নকশা বদল করে দিলেন আর এখন নোট টাই বন্ধ করার পরিকল্পনা।
আপনি তো জানেনই না, দুই টাকা আর একটাকায় কী হয়, আসেন একবার দেখে যান।
#ক
*দেশে ১টাকার না হলেও ১০টি কোম্পানির চকলেট বাজারে বর্তমান।
*গ্রামের মা-বোনেরা আজও একটাকায় সুই কিনে নকশী কাথা সেলাই করে, যা নিয়ে আমারা বিশ্বের বুকে গর্ব করি।
*এক টাকা ও দুই টাকার দেয়া-সালাই এখনো বাজারে আছে।
(আমাদের মন্ত্রীরাতো রান্না ঘরেই যান না, তাদের কাজের লোকেরাও উন্নত ম্যাজিক চুলা ও অটো গ্যসের চুলা ব্যব হারকরেন, যেখানে আজও গ্রামের "মা" রা সকাল হলেই দেয়া-সালাই খোজে)
*দুই টাকায় চকলেটের তো অভাব নেই।
* যারা রিক্সা চালায় বা নিম্ন আয়ের লোক তারা অনেক কষ্টে বিড়ি ছেড়ে সিগারেট ধরেছেন তারা আর কিছুই পাবেন না, অথচ আপনারা তাদের ঘামে ভেজা টাকায় বেনসন ও বিদেশী জিনিস টানবেন।
#খ
*মন চাইলেই আর কোন অভাবী মানুষকে আমরা ছাত্ররা কোন টাকা দিতে পারব না।
*উত্তরা-ফার্মগেট আর ১২টাকায় যেতে পারব না।
*গ্রামের গেলে আর তিন টাকায় চা খাওয়া হবে না।
*ডাক্তারেরন নিষেধ ধাকলেও ভাজা-পোড়া আজও যারা ছাড়েন নি, তারাও এবার ভদ্র হবেন।
#গ
যারা বিয়ে করেন নি, তারা কী করবেন। আরতো কেউ একটাকা দিতে পারবেন না।
যাই হোক আমাদের মাল সাহেবই একমাত্র সরকারকৃত স্বীকৃত আন্তর্জাতিক সৎ বাংলাদেশী অর্থমন্ত্রী, তাই আশা করছি এবার হয়তো কোন নোটে তার টাক মাথা সম্বলিত ছবিটি স্থান পাবে।
**গল্পের নামটি কিছুটা ভন্ন হতে পারে।
একটাকায় কী কী পাওয়া যায় তার আরো কিছু পাবেন এই লেখায় মাননীয় অর্থমন্ত্রী জেনে নিন ১,২ টাকায় কি কি পাওয়া যায়
২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
ঢাকাবাসী বলেছেন: এরকম অপদার্থরা ..ন্ত্রী হলে দেশের বারোটা তো বাজবেই। যাদের কাছে চার হাজার কোটি চুরি কোনো ব্যাপারই না তারা দেশের অর্থনীতি টাকা পয়সার বিধাতা??
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬
রাঘব বোয়াল বলেছেন: এরকম একটা অসুস্থ মানুষ একটা দেশের অর্থ মন্ত্রী হয় কিভাবে
???
আসলে এটা শুধু বাংলাদেশেই সম্ভব।সব সম্ভবের দেশ বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫
মোগল সম্রাট বলেছেন: একটা ম্যাচের দাম ১টাকা,২ টাকা,