![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
প্রথমেই আরাফাত রহমান ককোর মৃত্যুতে শোক জানাচ্ছি।
বিকালে খবরটি শোনার পরই ভাবছিলাম, আমাদের রাজনীতি এবার হয়তো কিছুটা ভালো দিকে মোড় নিবে। বাসায় এসেই সামু, প্রথম-আলোসহ আরো কিছু 'পত্রিকা ঘেটে আসলাম। অনেকেই বলেছেন এবার খালেদা সন্তান হারানোর কষ্ট বুঝবে, আর নাশকতার রাজনীতি থেকে বেরিয়ে আসবে।
আমি বরাবরই বিএনপিকে ভালো চোখে দেখেছি, কিন্তু আজ পারলাম না। একজন সহ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও দেশের প্রধান মন্ত্রী তার সাথে দেখা করতে গেলেন, অথচ কী হলো?
ভেবেছিলাম এবার হয়তো তারা গলা মিলাবে, দু:খ ভাগ করে নিবে। কিন্তু কিছুই হলো না, আবার মানবতার কাছে রাজনীতি বড় হয়ে গেল। মানবতা আবারও পদদলিত হলো মানবতা।
শেখ হাসিনা দেখা করতে গেছেন, খালেদা-জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছেন ভাল কথা, কিন্তু তাকে ভিতরেও ঢুকতে দিলেন না। তিনি কী নিয়তে গেছেন এটা বড় কথা নয়, তিনি গেছেন এটাই বড়। আর যাই হোক এমন সময়ে রাজনীতি নিয়ে খেলাটা বিএনপির উচিত হয়নি।
খালেদাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ভাল, তাকে ভিতরে নিয়ে যেতেন। তারপর তিনি অপেক্ষা করবেন না চলে যাবেন তা তিনিই দেখতেন। যেহেতু তিনি ঘুমিয়ে আছেন আর সন্তান হারিয়েছেন তাই এমন স্বীদ্ধান্ত তিনি কখনোই নেন নি। আর একজন মা এমন সময়ে অন্য কিছু ভাবতে পারেন বলে মনে হয় না।
তবে স্বীদ্ধান্ত যারই হোক, বিএনপি শেখ হাসিনাকে নিজ থেকেই ফোন করে আবার আসার অনুরোধ করবে এটাই আশা করছি। যদি তেমন কিছু না হয় তবে বলার কিছু নেই, কিন্তু তা হলে এটাও আশা করব যে হাসিনা সব ভুলে আবার দেখা করতে যাবেন।
আর দেশের সকল রাজনৈতিক ব্যাক্তিত্বকে অনুরোধ করব দয়া করে এমন সময় কোন খারাপ মন্তব্য করবেন না। লাশ আসবে, মুসলমান হিসাবে জানাজায় অংশ নিতে পারেন।
বিএনপির প্রতি অনুরোথ থাকবে এমন সময় লাশ নিয়ে কোন মিছিলে যাবেন না, নিজেদের সকলেই সতর্ক থাকুন যেন কোন ব হির্শক্তি কোন বিশৃঙ্কলা না ঘটাতে পারে।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১
নিলু বলেছেন: সুচিন্তিত মতামত , ধন্যবাদ
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
কলাবাগান১ বলেছেন: তিনি ঘুমিয়ে আছেন কিন্তু 'আন্দোলন' চলবে বলে তিনি নিকি ঘোষনা দিয়েছেন কিভাবে (জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম)
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
তিক্তভাষী বলেছেন: আপনি কি সত্যিই বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবেই খালেদা জিয়াকে সমবেদনা জানাতে চেয়েছেন?
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
আজকের বাকের ভাই বলেছেন: শুধু বিস্বাসই নয়, আমি মনে প্রাণে বিস্বাস করি যে তার এই সমবেদনা জানানোর ইচ্ছেয়া মন থেকে নয়। কিন্তু এটাও সত্য আমরা মনের চেয়ে লোক দেখানো কাজই বেশী করি।
খালেদ জিয়া দেখা করতেন না, তবুও তাকে ভিতরে নিয়ে সৌজন্য বোধ দেখানো উচিত ছিল।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
ল্যাটিচুড বলেছেন: আজকের ঘটনায় পুরাতন সত্য আবারো নতুন করে উপলব্ধি করার সময় এসেছে - " থুতু উপরে ছিটালে, তা নিজের গায়েই পড়ে"।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
আমার পথ চলা ১ বলেছেন: প্রধানমন্ত্রী শোকাহত বিএনপি নেত্রীকে সান্তনা দিতে যাবেন, তা ঠিক আছে। কিন্তু তার পিএস/এপিএসদের কে খালেদা জিয়ার অবস্থা জানানোর পরও তারা ভুল করবে কেন? তারা কেন প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অবহিত না করে, প্রধানমন্ত্রীকে নিয়ে চলে এলেন। তারা বিএনপি নেত্রীর অবস্থা বুঝে কাল বা পরশুও প্রোগ্রামটি ঠিক করতে পারত। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য দায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা।
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪
আজকের বাকের ভাই বলেছেন: ভাই ভাগে পেলে সবাই বাশ দেয়।
আর এমন সুযোগ কী আওয়ামী-লীগ ছেড়ে দেবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
দেশী ম্যান বলেছেন: বিএনপি নিজেদেরই বাশ দেয়, গাধার দল। শেখ হাসিনার ইমেজ ভালো হয়েছে, এতে কোন সন্দেহ নাই।