![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
দেশের রাজনীতি চলছে ভিন্ন এক পথে। গত কয়েকদিন আগে খালেদার পুত্র শোকের মাঝেই তাকে হুকুমের মামলার প্রধান আসামী করে দায়ের হয়েছে মামলা। গতকাল পুলিশকে হত্যা ও প্রেট্রোল মামলা রুখতে যেকোন পদক্ষেপ নেবার আহব্বান/আদেশ দেওয়া হয়েছে। যা খালেদাকে গ্রেফতারের প্রতি ইঙ্গিত করে বলেই মনে হচ্ছে।
যারা হামলা করছে তারা সবাই জেলের শিকের পিছনেই থাকুক এটা আমারও চাওয়া। কিন্তু সেই কারণে খালেদা বা ফখরুলের মতো বড় রাজনৈতিক নেতাকে আসামী করার তেমন কোন যুক্তি দেখিনা। সরকার বরাবরই বলছে বিএনপি ও জামায়াতের অঙ্গ-সংগঠনের লোকেরা এই গুপ্ত হামলা চালাচ্ছে।
কথা হলো আমাদের আইন-শৃঙ্খলাবাহিনী কী করছে? তারা কী সারা জীবন হামলা শেষে বিরোধীদলকেই ধরবে? চলমান অবরোধে মাত্র ১২/১৫জন হামলাকারী গণপিটুনি খেয়ে পুলিশের হাতে এসেছে। এতো আইন-শৃঙ্খলাবাহিনীর লোক মাঠে তবুও কেন কাউকে হামলার সময় হাতে-নাতে ধরা হচ্ছে না। আইন-শৃঙ্খলাবাহিনী কী শুধু বিএনপি-জামায়াতের নেতাদের বাসায় গিয়ে ধরে আনার জন্য? না এই হামলার পিছনে হাত অন্য কারো/কোন দলের?
নাটোরে সাংসদের পুত্র এক বাসায় দলবল নিয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছে, এ সময় তারা অস্ত্রসহ ছিল। আমাদের পুলিশের হাত থেকে দুই ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিল ছাত্রলীগ। এমন আরো অনেক গল্প আছে। যেখানে আইন-শৃঙ্খলাবাহিনী বিএনপি-জামায়াতের নেতাদের বাসায় গিয়ে ধরে আনছে আর তারা পালানোর সময় বন্ধুক যুগ্ধ নামক রূপকথার এক যুগ্ধে মারা পড়ছে, সেখানে সরকার দলের কেউ কেন জেলের মাঝেই যাচ্ছে না?
মনেই ছিল না এরাতো এখন আবার পুলিশের সাথেই নানা অপারেশনে অংশ নিচ্ছে, রাজপথ দখলে রেখে দেশের গনতন্র রক্ষা করছে। এদের হাতেই যদি রাজপথ হয় তবে অন্যেরা কী করে এতো হামলা চালচ্ছে?
সরকার বরাবরই বলে আসছে, বিদেশীদের কাছে ধরনা দিয়ে বিএনপির কোন লাফ নেই অথচ কাল তারাই স্বারকলিপি দিয়েছে। নিজেরদের আন্ত বিষয়ে অন্যকে স্বারকলিপি দেবার মানে কী? আমরা কী তবে হুমকিতে?
আমাদের আইন-শৃঙ্খলাবাহিনীর প্রধানগন কিছুদিন আগে বিতর্কিত হয়েছেন নিজেদের ঘোষনার জন্যই। র্যাব পরিচালক বলেছেন, "অস্ত্র কী হাডুডু খেলার জন্য"। জনাব আপনারা আগে হয়তো সন্মানিত ছিলেন, কিন্তু আপনাদেরও কলঙ্ক আজ প্রকাশ পেয়েছে।
নারায়ন গঞ্জের সাত খুন, সেই লিমন আর বর্তমানে দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নেতাদের ক্রসফায়ারে মরার খবর আসলে কী তা সবাই জানে। আসলে আমরা সবাই আসল বাঙ্গালী।
কবে যেন পড়েছিলাম, বাঙ্গালী জাতি অনেক শান্তিপ্রিয় জাতি। আমরা হয়তো তার চেয়েও বেশী। তা না হলে আজ দুই দলের কাছে আমরা এভাবে বন্দী হতাম না।
দেশে আজ কিছুই ঠিক আছে বলে মনে হয় না, আর কবে এ দেশ কার্যত ভালোর দিকে যাবে তা হয়তো কোন ক্যালেন্ডারেই নেই। আজ সবাই ভাবি, আর যাই হোক নিজে যেন ভালোভাবে ঘরে ফিরতে পারি। কে মরল আর কে বাচল তাতে কিছুই যায় আসে না, শুধু আমি আর আমার পরিবার ভালো থাকুক।
যারা মরছে তাদের পরিবারতো শেষ, আর যারা মারছে তারাতো পুরস্কৃত হচ্ছে। আজ কেউ মরছে, কাল হয়তো আমি আর এভাবেই একদিন আপনারও পালা আসবে। হয়তো সে দিনটা আরো বেশী কঠিন হবে, হয়তো আপনার ১৩মাসের বাচ্চাটা আপনার জন্য কাদবে, বাবা চকলেট নিয়ে আসবে, কোলে নিবে এই আশায়।
আসুন না ভাই সবাই এক হই, কালতো মরবই। কোন সন্ত্রাসকে পালাতে না দিই, সে যেই হোক না কেন। আমরা কাউকে পস্রয় না দিলে দুই দল আর কত করবে........
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
ঢাকাবাসী বলেছেন: এসব লেকচারে কোন কাজ হবে বলে মনে হয়না।
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
আজকের বাকের ভাই বলেছেন: বলতে দ্বিধা নেই, সরকার বদলে আমাদের কার্যত তেমন কোন লাভ নেই। তবুও যদি আমরা আজ পাশের জনের পাশে না দাড়াই তবে কাল আমার পাশে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক।
লেকচার যে কখনো কাজে আসেনা যদি না সেটার প্রয়োগ হয়।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
মঞ্জু রানী সরকার বলেছেন: খালেদা বা ফখরুলের মতো বড় রাজনৈতিক নেতাকে আসামী করার তেমন কোন যুক্তি দেখিনা
কি যুক্তি দেখেন ভাই, একটু বলে দিলে দেগশবাসী তথা অসহায় মানুষগুলো উপকৃত হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
আজকের বাকের ভাই বলেছেন: তাদের জেলে ঢুকিয়ে অন্যদের রাগিয়ে কী লাভ, বরং যারা এই কাজ করছে বা লিংক রাখছে তাদের ধরলেইতো হয়।
খালেদা বা ফখরুলতো নিজে গিয়ে বোমাবাজদের খুজে আনেন না।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই জাতীয় কোন সংবাদ প্রকাশে উচিত উপযুক্ত রেফারেন্স ব্যবহার করা। তা না হলে মানুষ সর্তক হবার বদলে গুজবে বিভ্রান্ত হতে পারেন।
তাছাড়া নিউজ এবং ভিউজ এর একটি পার্থক্য আছে এটা অনেকেই বুঝেন না। যদিও আপনি একটি সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে লিখেছেন, তথাপি আপনার শিরোনামটি বিভ্রান্ত করতে পারে অনেককেই।
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
আজকের বাকের ভাই বলেছেন: জানিনা কোন র্যাফারেন্স এর কথা বলছেন?
শেখ হাসিনা, পরিস্থীতি মোকাবেলায় পুলিশকে যে কোন ব্যাবস্থা নিতে বলেছেন। কিছুদিন আগে সহিংসতায় হুকুমে খালেদার নামে মামলা হয়েছে, এমন সময় এই রকম নির্দেশনা? আমি কারো লেখার অংশ ব্যভার করেনি, আর আমাদের প্রধান-মন্ত্রীর এই সংবাদ দেশের অধিকাংশ নয় সকল মাধ্যমেই এসেছে এবং আছে।
আমি বরাবরই আমার ভিউজই লিখি, হয়তো শিরোনামে তা নিউজের শিরোনাম মনেথতে পারে, এ জন্য ক্ষমাপ্রার্থী। একানে আমি কিছু বিষয় তুলে ধরেছি, আর কিছুই নয়।
*খালেদার গ্রেফতারের সম্ভাবনা।
*এতো পিকেটার গ্রেফতারের পরও কেন পিকেটিং কমছে না।
*আমাদের প্রশাসনতো অনেকেরই ক্রসফায়ারে মারা যাবার রিপোর্ট দিচ্ছে।
*খালেদা গ্রেফতার হলে যে পরিস্থিতি আরো খারাপ হবে এটাই স্বাভাবিক।
আর একটা জিনিসই চেয়েছি,
আমরা যারা রাস্তায় চলি বা সাধারণ। আসুন না পাশের বিপদগ্রস্থ লোকটির পাশে দাড়াই।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
যোগী বলেছেন:
সরকারের উচিৎ জামাত-শিবিরের আরও অনেক বেশি লোককে ক্রসফায়ারে দেয়া। তাহলেও অবরোধ ঠান্ডা হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
আজকের বাকের ভাই বলেছেন: মনে হয় না শুধু এরাই মাঠে, বরং অন্য কেউ আছে বলে মনে হয়।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
সূর্যদয় বলেছেন: দুই দলরে মাঠের মধ্যে ছাইড়া দিতে হইব । মারামারি কইরা যে জিতব ও সরকার গঠন করবে ।
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮
আজকের বাকের ভাই বলেছেন: আপনার কী মনে হয়, তাতে দুই নেত্রীর কেউ মরবে?
মরবতো আমরাই, আপনার বন্ধুই হয়তো দুইদলের মাঝে গিয়ে মারা পড়বে, হয়তোবা আপনিই।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮
নিস্পাপ একজন বলেছেন: দেখা যাক কি হয়
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
সুপ্ত আহমেদ বলেছেন: কি বলবো ভাবছি ! আমরা তো নিতান্তই র্দশক !