![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
বিএসএফের গুলিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই বাংলাদেশী নিহত। স্থানীয় ইউপির দেওয়া তথ্যমতে তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ এর গুলিতে নিহত হন, আর আহত হয়েছেন একজন।
কিছুদিন আগের কথা আমাদের বিজিবি প্রধান বলেছিলেন, তাদের হাতে অস্ত্র নাকি হাডুডু খেলার জন্য তুলে দেওয়া হয়নি। তবে তারা কী অস্ত্র হাতে সীমান্তে কী করছেন?
অনেকেই বলবেন, নিহতরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ এর গুলি খেয়েছে, তাতে বিজিবি কী করতে পারে? ভাইয়েরা, কিছুদিন আগে বিএসএফ বাংলাদেশের সীমান্তের ভিতরে এসে একজনকে গুলি করে মেরেছে, তখনও কি কিছু করার ছিল না?
দেখতে গেলে বিজিবি ও বিএসএফ এর দায়িত্ব একই, নিজ দেশের সীমান্ত পাহারা দেওয়া। তবে কেমন করে এ দেশের মানুষ ভারতে চোরাই পথে ব্যবসায় যাচ্ছে? নিশ্চয়ই কিছু পায় তারা, যদি তাই হয় তবে তাদের রক্ষা করা দায়িত্ব আরো বেড়ে যাবার কথা।
যখনই কেউ সীমান্তে গুলিবিদ্ধ হয় বা মারা যায় তখন আমাদের বীর বিজিবি শুধু চিঠি পাঠায়, "ভাইরে, লাশটা দে''। বাহ্, মজাই আলাদ......
যাদের হাতে দেশের সীমান্ত তারাই এতো অসহায়। তারা থাকতে দেশে মাদক ঢুকছে, ভারতীয় পন্য ঢুকছে আরো কতো কী? তবে তাদের কাজটা কী? কেউ নিহত হলে লাশ চেয়ে চিঠি পাঠানো?
তবে সব বিজিবি পত্যাহার করে নেওয়া হোক, চিঠি পাঠানোর কাজ আমাদের সীমান্তের লেখাপড়া কা্উকে দিয়ে চালিয়ে নেওয়া যাবে। আর বিজিবি পত্যাহার করা হলে তারাও নিজ দয়িত্ব বুঝে নিবে, তখন কেউ মরলে এতোটা আফসোস থাকবে না যে "আমাদের টাকায় খেয়ে পড়ে তারা আমাদের উপরই গুলি চালানোর নির্দেশ দিতে পারে, কিন্তু দেশকে ও দেশের মানুষকে রক্ষায় কিছুই করে না।"
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
আজকের বাকের ভাই বলেছেন: গুলি খাবার ইচ্ছে খুব নাকি?
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
বেদুইন জাহিদ বলেছেন: বিজিবি এখন দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছে
। তারা বিরোধী দলের নেতাকর্মী নিধনে ব্যস্ত। নিজেদের মূল দায়িত্বের কথা তারা ভুলেই গেছে।
আর সরকারের তো এনিয়ে কোনো মাথা ব্যথাই নেই
।
হায়রে স্বাধীন দেশ!!!
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: বিজিবির জন্মই হয়েছে ভারতের দালালির মাধ্যমে - কাজেই ভারতীয় সীমান্ত রক্ষীরা কাকে খুন করল না করল, এগুলো তাদের দেখার বিষয় নয়। তাছাড়া আপনি আশা করেন কিভাবে যে বাহিনী বিএসএফের কাছে প্রশিক্ষণ নেয়, সে বাহিনী আবার তাদের বিরুদ্ধেই অস্ত্র ধরবে?
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
শেরশাহ০০৭ বলেছেন: উনি ভোদাই বাংলাদেশি দের নিধনে ব্যস্ত.।.।.।.।.।.।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
উপপাদ্য বলেছেন: উনি লাশ গ্রহনের বন্দোবস্ত করছেন.. উনার কাজ হচ্ছে বাংলাদেশের ভেতর নিরিহ মানুষের লাশ ফেলা আর বিএসএফের হত্যাকান্ডের শিকার বাংলাদেশীদের লাশ গ্রহন করা
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
ফারুক3655 বলেছেন: ভোদাই প্রধান বলেছিলেন, তাদের হাতে অস্ত্র নাকি হাডুডু খেলার জন্য তুলে দেওয়া হয়নি
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮
ঢাকাবাসী বলেছেন: তিনি আমাদের নিরস্ত্র সিভিলিয়ানদের মারতে, পাচাটতে আর গলাবাজীতে পটু।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪
রাখালছেলে বলেছেন: বিজিবি'র জায়গা মত চুলকাইতে ব্যস্ত । তাদের গরু ব্যবসায়ীদের মৃত্যুতে কিছুই আসে যায় না ।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭
জনাব মাহাবুব বলেছেন: বিজিবি প্রধান এখন পা চাটায় ব্যস্ত