নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

ভারসাম্য হারিয়েছেন শেখ হাসিনা!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

আমাদের বর্তমান প্রধান মন্ত্রী একজন উচ্চ শিক্ষিত এবং তার ঝুলিতে মোটামুটি এক ডজনেরও বেশী বড় ডিগ্রী আছে। তিনি শেখ মুজিবের কণ্যা, তার কাছ থেকে আমরা সবাই ভাল কিছু আশা করি।
তিনি ও তার নেতারা সবাই খালেদাকে নিম্ন শিক্ষিত, অনেকেই মুর্খও বলে। তিনি না হয় কিছুই বুঝেন না, তাদেরতো বোঝার কথা। শেখ মুজিব দেশের মহান ব্যক্তি, জাতির জনক। আর তার কণ্যা দেশের জন গনের জন্য একজনের সাথে সংলাপে বসতে চাইছে না?

দেশের মানুষ সবাই দেখছে, সংবাদ মাধ্যমে আসুক আর নাই আসুক, বাংলার মানুষ এখন বোঝে। এতো মানুষ হত্যার দায় সরকার শুধু বিএনপির উপর দিতে পারবে না, কারণ নানা জায়গায় আওয়ামী-লীগের নেতা ও কর্মীরাও অস্ত্রসহ ধরা পড়েছে যার উত্তর কেউ দেয়নি। আবার গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে সাংসদ থেকেও দেয়া হয়েছে চারিত্রিক সনদ।

আজ শেখ হাসিনা খালেদা কে কুকুরের সাথে তুলনা করেছেন। তাকে বলব আপনি নিজেকে শিক্ষিত দাবী করেন, তার প্রতিচ্ছবি দেখতে চাই। একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব হয়ে অন্য রাজনৈতিক ব্যাক্তিত্ব এভাবে তাছিল্য করার ক্ষমতা আপনার নেই। বর্তমানে আপনার ও আপনার নেতাদের কথা শুনে মনে হয় আপনারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

একটা কথা মনে রাখবেন, যে মুজিবের ডাকে ৭১এ এতো মানুষ জীবন বাজি রেখেছিল, তার মৃত্যুতে এদেশের মানুষ স্বস্তির নি:স্বাসও ছেড়েছিল। তাই সময় থাকতে জনগনের পাশে থাকুন, শুধু তাদের সাধারণ জীবন ফিরিয়ে দিন। কারণ তারা শুধু এই একটাই আশা দেখে, আপনার কী করবেন করুন, তাতে জনগনের কোন চাহিদা নেই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

যামিনী বলেছেন: আপনার কথা শুনে মনে হয়, আপনি নিজেই ভারসাম্য হারিয়ে ফেলেছেন। শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য কী জানেন, শিক্ষিতদের আত্মসম্মানবোধ থাকে যা অশিক্ষিত বোঝেই না কি জিনিস। আরেকটা পার্থক্য হল অশিক্ষিতদের মধে শিষ্টাচারের জ্ঞানটা নেই।

সংলাপের কথা বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সংলাপে বসার জন্য বিএনপি নেত্রীকে ফোন করেছিলেন।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে যারা স্বস্তির নি:স্বাস ছেড়েছিলেন তারা শেখ মুজিব হত্যার নীল নকঁশাকারী এবং রাজাকার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

আজকের বাকের ভাই বলেছেন: নিজের ভারসাম্যটা বাদই দিলাম। আপনি বলেছেন, প্রধানমন্ত্রী খালেদাকে ফোন দিয়েছিল, কথা হলো কাউকে যখন তখন মিরিয়ার সমানে গালি দিয়ে বা ছোট করে কথা বললে সেই বা কেন আলোচনায় বসার জন্য ফোন ধরবে। আর সেই আলোচনতো মিরিয়াু এসেছিল যা দেখলেই বোঝা যায় ফোন কী কারণে দেওয় হয়েছিল।

আপনি বোধহয়, ১৯৭৫ এর ১৫ই আগস্ট পরবর্তী সংবাদ এর হেডিং গুলো দেখেন নি। আমাি সে সময় নিছকই বাচ্ছা ছিলাম, আমিও গুগল ও বিভিন্ন মাধ্যম থেকে শিরোনামগুলো দেখেছি। আপনিও খুজে দেখতে পারেন, সামুতে সে বিষয় নিয়ে বিশেষ কিছু পোস্টও আছে।
নীল নকশাকারী যদি শুভাকাঙ্খীর চেয়ে বেশী হয়, তবে কী বলা যেতে পারে বলতে পারেন?


২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

যোগী বলেছেন:
মানুষ পুড়িয়ে যারা মারে তাদের সাথে সংলাপে কেন বসতে হবে?

আর শিবির বিএনপি যে মানুষ পুড়িয়ে মারছে তা বুঝতে না পারলে আপনার মাথায় ছাগুর ব্রেন আছে মানুষের না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

আজকের বাকের ভাই বলেছেন: বিএনপি-জামায়াত আছে তা একবারে পরিষ্কার। তারা পাবলিকের গনধোলাই খাচ্ছে, ধরাও পড়ছে, ক্রসফায়ারেও মরছে। আমি শুধু সরকার দলীয় লোকদের কথা বলছি, যারা ধরা পড়ে আবার বের হয়ে আসছে।

আমি খালেদার ব্যাপারে কিছু জানি না, কিন্তু শেখ হাসিনতো আমাদের প্রধান মন্ত্রী। দেশের জনগনের ভালো খারাপ তারই দেখার কথা, তিনিতো আমাদের জন্য আলোচনায় বসতে পারেন?

সরকার যেই হোক সন্ত্রাসীরা কারো হবার কথা নয়। সরকার দলীয় যারা অস্ত্র/বোমা সহ ধরা পড়ছে তারা কেন মুক্তি পাচ্ছে। তাদের ছাড়িয়ে নিতে সরকারের মন্ত্রী/সাংসদ/কর্মীয় বড় ব্যাক্তিরা কেউ চারিত্রিক সনদ দিচ্ছে তা জানতে চেয়েছি।

যোগী ভাই আমি আপনার করা বিভিন্ন মন্তব্য আগেও দেখেছি, আপনি চাগু কথাটা বড় বেশীব্যব হার করেন। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। বিষয়টা খারাপ লেগেছিল পোস্ট করেছি, আপনি যে দলের তার বিরুদ্ধ গেলে মন্তব্য শালীল ভাষায় করুন, আমার মথায় কী আছে তা দিয়ে আপনিই বা কী করবেন।

দেশ কোন দলের নয়, এ দেশ জনগনের। আর জনগন পুড়ে মরছে তার জন্যতো সরকারেরকোন পদক্ষেপ নেওয়া উচিত,।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

মুকতাদির রহমান বলেছেন: কোন দলের লোকজন এসব হামলার সাথে জড়িত সেটা বের করা খুব কঠিন কাজ না, যারা হামলা করছে তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই সেটা বের হয়ে যাবে। কিন্তু কথা হল, দেশের মানুষের নিরাপত্তা দেয়ার দায়িত্ব দেশের সরকারের কিনা ??? দেশের মানুষের এই গত একমাসের দুর্দশার দায় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর উপর কি একটুও বর্তায় না ??? মুখ দিয়ে শুধু বলে দিলেই হল যে ”পরিস্থিতি স্বাভাবিক আছে, নাশকতা যা হচ্ছে সব বিএনপির কাজ” – শুধু এতটুকু কথায় চিঁড়া ভিজবে না। আপনি দেশের জনগণের নিরাপত্তা দিতে বাধ্য। মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে যে নিশ্চয়তা দেয়ার জন্য আপনি বাধ্য। এতগুলো মানুষ আগুনে পুড়ে বার্ণ ইউনিটে পড়ে আছে...এসবের দায় দায়িত্ব আপনাকে নিতে হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

আজকের বাকের ভাই বলেছেন: যাক আমার মতো ছাগু তাহলে আছে........ @যোগী ভাই
ঠিক বলেছেন মুকতাদির ভাই।
সরকার হলোই জনগনের রক্ষণাবেক্ষনের জন্য, তার জন্য সরকার কারো সাথে আলোচনায় বসতে পারবে না? তবে কী উনি শুধু উনার দলের দায়িত্ব নেবেন?

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: যামিনী, আপনার থিউরী অনুযায়ী শেখ হাসিনা অশিক্ষিত, কারণ উনি বোঝেনই না আত্মসম্মান জিনিসটা কি? খায় না মাথায় দেয়। বুঝলে, কোলে তুলে নেওয়া নিয়ে সংসদে যে অশ্লীল বাক্য বিনিময় হল, তার পরে অন্য কাউকে ব্লেম দেয়ার আগে তিনি অন্তত দুবার ভাবতেন।

যোগী, সংলাপে বসার কোন দরকার নেই - আপনার নেত্রীকে বলুন পুরনো কায়দায় আবার নির্বাচনের ব্যবস্থা করতে। সেই নির্বাচনে যদি পুড়িয়ে মারা খুনীদেরকেও মানুষ নির্বাচিত করে, দেখা যাবে আপনার নেত্রী কতটা জনপ্রিয় 'মানবতা বাদী'

মুকতাদির রহমান কোন দল বোমাবাজির সাথে জরিত, তা প্রমাণের আরও পথ আছে। গ্রেফতাদের পর পিটিয়ে স্বীকারোক্তি আদায় করা অথবা গ্রেফতারের পর পটকা, কক্টেল অথবা পেট্রোল বোমাসহ গ্রেফতারকৃতদের ছবি তুলে পত্রিকায় ছাপানো। দেখেন, জনগণ তা কতটুকু বিশ্বাস করে

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০১

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

নবাব চৌধুরী বলেছেন: সরকার হলোই জনগনের রক্ষণাবেক্ষনের জন্য, তার জন্য সরকার কারো সাথে আলোচনায় বসতে পারবে না।
আম্লীগ কী বৈধ সরকার?
মানুষ কী খালি বি,এন,পি পুড়ায়?গণমাধ্যমের উপর অপনিয়ন্ত্রণ আরুপ করে গর্দভের সরকার এদেশে অপশাসনের চেষ্টা চালাচ্ছে,মানুষ এখন বোঝে সব।
আমি জানি এখন আমাকেও শুনতে হবে গালমন্দ,কী করবো বলেন?
গুয়ের গন্ধকেতো আর ঘ্রান বলতে পারিনা।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

nurul amin বলেছেন: হিউম্যান বিইং যদি এমন থাকতে পারে, কোনটাই না, না পুরুষ না নারী, তাহলে একটা রাজনৈতিক দল কেন পারবে না! সুতরাং এই হিজড়া সরকারের কাছে বেশি আশা করাটাই ভূল

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

চলতি নিয়ম বলেছেন: যে মুজিবের ডাকে ৭১এ এতো মানুষ জীবন বাজি রেখেছিল, তার মৃত্যুতে এদেশের মানুষ স্বস্তির নি:স্বাসও ছেড়েছিল।

Thats like a real ........

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.