নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

খালেদার শহীদ মিনারে যাওয়া না যাওয়া নিয়ে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

প্রথমেই ১৯৫২ এর ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের আত্বার শান্তি কামনা করছি।

সকাল থেকেই নানা মাধ্যমে দেখে আসছি খালেদার শহীদ মিনারে না যাওয়া নিয়ে নানা মন্তব্য। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সরকার দলীয় অনেক নেতাই খালাদাকে অপদস্ত করেছেন। সর্বশেষ সজীব ওয়াহেদ জয়ও খালেদাকে নিয়ে কথা বলেছেন। তার মন্তব্যে তিনি খালেদাকে জাতীয় লজ্জা বলে উল্লেখ করেছেন। আপনাদের জন্য তার মূল অংশটি তুলে দিলাম, "খালেদা জিয়া শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। যারা তাকে এবং তার দলকে সমর্থন করে তাদের কথা ভেবে এখনও আমি অবাক হচ্ছি। আপনি কীভাবে একজনকে সমর্থন করতে পারেন যিনি আমাদের ভাষা আন্দোলনের শহীদদেরকে এবং আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন না? কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন যিনি জোট করেন জামায়াত এবং যুদ্ধাপরাধীদের সাথে? কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন যিনি নারী ও শিশুদেরকে জীবন্ত পুড়িয়ে মারতে নির্দেশ দেন? খালেদা জিয়া কোনো জাতীয় নেতা নন, তিনি জাতীয় লজ্জা।"

আমি লক্ষ করেছি যখনই খালেদার বিষয় আসে তখনই কেন জানি জামায়াত যুক্ত হয়ে যায়। কথা হলো খালেদা জামায়াতের সাথে আছে থাক, তাতে অন্যদের কী? কেউ তো আর আপনাকে দিয়ে জোর করে ভোট দেওয়াতে পারবে না, আসলে আমরা বলি বেশী আর করি কম। আপনারা ভোট না দিলে জামায়াত কখনোই জিতত না, আর না জিতলে সরকার যে খাউকে ধরে এনে সাংসদ পদ দিতে পারে না।



যাক মুল কথায় আসি, "খালেদা শহীদ মিনারে যাবেন না" এই খবর গতকাল সন্ধার পর থেকেই আলোচিত, কই শেখ হাসিনা তো একবারও কিছু বললেন না। খালেদা গুলসান থেকে বের হলে কী হত তা কিছুটা অনুমান করা যায়(সবার সাথে না মিলতেও পারে)।

'তিনি ফুল দিতে বের হলেন, দিতে পারলেন কিনা সেটা পড়ে হয়তো আসার সময়ই তার গুলসান আসার পথ বন্ধ করে দেওয়া হতো, বা এসে দেখতেন গেটে তালা সামনে পুলিশ ব্যারিগেট। এমনটা হলে খালেদা কই যাবেন, দেশেতো গনতন্র আছে তাই না কোথায় থাকবে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। সরকারের সবাই বা কেন সেই এক ব্যক্তি আর এক বাসা নিয়ে আটকে আছে?

শেখ হাসিনা দাবী করেন জনগন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাহলে তারতো তাদের পাশে থাকা উচিত। কে গাছতলে আছে, কে না খেয়ে আছে তা দেখা উচিত। আর যাই হোক খালেদা তাকে ভোট দেননি, তাই তারটা না দেখে যারা ভোট দিয়েছে তাদেরটা দেখুন।

আর জনাব জয়, আপনিতো দেশের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, আপনি থাকেন দেশের বাইরে আর বয়সও কিছুটা কম। তারেক মুখে যেমন বঙ্গবন্ধুর মাপকাঠি মানায় না আপনার মুখেও খালেদার মাপকাঠি মানায় না।



আপনারা সরকারে থাকতে একজন ভাষা শহীদের স্ত্রী কেন বিনা চিকিৎসায় মারা গেল তা জানতে পারি?'

তিনি নিজ কর্যালয়ে বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন, সেই মোনাযাতে অংশ নিতে আসা বিএনপি কর্মীদেরও আপনারা এলাকায় ঢুকতে দেন নি। অথচ আপনারা চাইছেন তিনি শহীদ মিনারে গিয়ে ফুল দিবে?



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: হুম কি আর করা -- -- -

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

ডিজ৪০৩ বলেছেন: ভাই ভাষা শহীদের মিসেস-এর নামটা যদি জানাতেন তাহলে ইতিহাস দেখে জানতে পারতাম কি ঘটনা ঘটছে ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

আজকের বাকের ভাই বলেছেন: আ: জব্বারের স্ত্রী আমেনা, গত ৫ই সেপ্টেম্বর, ২০১১ তারিখে হৃদরোগজনিত কারণে বিনা চিকিৎসায় মারা যায়।

*আ: জব্বারের মৃত্যুর পর তারই সহদোর আ: কাদের এর সাথে বিয়ে হয়েছিল আমেনার।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


দুর্বল ভাবনার লেখা

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

আজকের বাকের ভাই বলেছেন: কথাগুলো অতি স্বাভাবিকভাবে লেখা হয়েছে, তাই দুর্বল ভাবনার লেখা বলে মনে হয়েছে।
ভাবনা যেমনই হোক যুক্তি খন্ডন করুণ!

আর সরকারকে নিয়ে এমন লেখাগুলোই আপনার কাছে দুর্বল ভাবনার লেখা মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.