নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

গ্রেফতার হচ্ছেন খালেদা(জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার নামে আজ গ্রেফতারি পরোয়ানা জারী করেছে আদালত, সে হিসাবে যে কোন সময় গ্রেফতার হতে পারেন তিনি। গত সেনা আমলে খালেদা ও হাসিনার নামে করা বিভিন্ন মামলায় গুলোর মাঝে এটি একটি।
আজ খালেদার আদালতে হাজিরার দিন ধার্য ছিল, যান নি তাই আদালত এমনটি করতেই পারে। খালেদা আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল বলেছিলেন, "শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এবং হরতাল-অবরোধে নিরাপত্তাজনিত কারণে বিএনপির চেয়ারপারসন আদালতে হাজির হতে পারবেন না।" এমনটি হলে তারা আদালতে যাবার জন্য পুলিশের সাহায্য চেতে পারত, দিন কীনা সেটা পরের বিষয়।
গত কিছুদিন থেকেই সংসদ থেকে সব জায়গায় খালেদাকে গ্রেফতার করা হবে কীন এ নিয়ে আলোচন জোরদার ছিল, বিদেশীদের কাছেও কিছুটা ধরনা দিয়েছিল সরকার। কিন্তু বিদেশী বন্ধুদের কাছে ফল না পেয়ে এতোদিনের ঝুলে থাকা মামলার এমন রায় খুব বেশী আশ্চর্য জনক নয়।

যাই হোক, বোমা ও চোরা গোপ্তা হামলায় আটক না হলেও শেষমেশ জেলেই জেতে হচ্ছে খালেদাকে, পরিস্থীতি হয়তো আরেকটু ঘোলা হবে। হামলা-মারামারি বেড়ে যাবে আরকি, মরবোতো আমরাই।
৫২,৬৯,৭১ থেকে সবখানেই আমরাই মরছি মরব। জয় হোক আমাদের রাজনৈতিক নেতাদের, যাদের কাছে আমরা ক্ষমতার সেই মহান আসনের যাবার কিছু সিড়ি ছাড়া কিছুই নয়।

সবাইকে একটু সাবধানে থাকার অনুরোধ রইল, এখন আবার পাবলিকে গনধোলাইয়ে শরীরে গুলি বসাই দেয়।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

চলতি নিয়ম বলেছেন: আদালতে হাজিরা না দিতে হরতাল (এটা থেকে মানুষ আপাতত মুক্তি পাবে )
গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য হরতাল (যত দিন গ্রেফতার না হয়)
তারপরে গ্রেফতারের প্রতিবাদে হরতাল (যতদিন মুক্ত না হয়)
এর পরে মুক্তি দেয়ার প্রতিবাদে হরতাল.... (কতদিন চলবে বলতে পারছি না)।

একটা লাভ হইলো, আমরা হরতালের নতুন রানী পাইলাম =p~ =p~

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

যোগী বলেছেন:
আজীবন হরতাল দিয়ে খালেদা জিয়া জেলে চলে যাবে, ভালোই হবে :)

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: http://www.newsbdblog.com/news.php?id=6884

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

মিতক্ষরা বলেছেন: অবাক হইনি।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১২

সুমন কর বলেছেন: ৫২,৬৯,৭১ থেকে সবখানেই আমরাই মরছি মরব। জয় হোক আমাদের রাজনৈতিক নেতাদের, যাদের কাছে আমরা ক্ষমতার সেই মহান আসনের যাবার কিছু সিড়ি ছাড়া কিছুই নয়।


হুম !

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.