নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

আগামী কাল থেকে সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু, কিন্তু

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪

শিক্ষা জাতির মেরুদন্ড, কথাটি যেমন সত্য তেমনি অপ্রিতিকর। কারণ দেশের উচ্চ পদে যে সকল কর্মকর্তা দায়িত্বে আছেন, তারা অবশ্যই উচ্চ শিক্ষিত। কিন্তু তাদের অনেকেই ঘুষ গ্রহন করে। কেবল শিরদাড়া থাকলেই মনুষ যেমন দাড়াতে পারে, তেমনি শিক্ষিত হলেই জাতির উন্নয়ন সম্বব নয়। যাই হোক মূল কথায় আসি(আমার এই একটি খারাপ স্বভাব যে লিখতে গিয়ে পথ হারিয়ে ফেলি)।

গত ৫ই জানুয়ারীর পর থেকেই টানা অবরোধ চলছে, হরতালে বিরতি থাকলেও অবরোধে কোন বিরতি ছিল না। তাই দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যকর্ম বন্ধ রেখেছিল। যর ফলে বড় ক্ষতিটা কিন্তু শিক্ষার্থীদেরই হয়েছে। আমিও শিক্ষার্থী, চিন্তায় ছিলাম কিভাবে কোর্সের পড়াগুলো শেষ হবে। জটিল সব জিনিস, শিক্ষক নেই, শঙ্কিত ছিলাম শিক্ষাশেষে নিজের মান নিয়ে। গত জানুয়ারীতেও দেশের পরিস্থীতি কিছুটা ঘোলাটে ছিল, সে সময়ের কোর্সগুলোর খেসারত এখনো ভোগাচ্ছে। তাই ক্লাশ চালু করা একান্ত দরকার ছিল। যাক অবশেষে সকল ক্লাস চালু হচ্ছে, ভালো কথা, কিন্তু একটা "কিন্তু" কেউ আমলেই নিল না।

যদি এই হরতালে ক্লাসে আসতে গিয়ে কোন ছাত্রী অগ্নিদগ্ধ হয়, তবে তার জীবনটাই হয়তো শেষ হয়ে যাবে। যদি কোন শিক্ষার্থী মারা যায় তবে হয়তো অকালেই একটি উজ্জল প্রদীব নিভে যাবে। দেশের অনেক উজ্জল প্রদীপ হয়তো জ্বলে উঠার সুযোগ পাবে, কিন্তু যে প্রদীপটি নিভে যাবে তার কী?
যে পরিবার তার সদস্য হারাবে তার কষ্ট কে দেখবে?
যে পিতা সন্তানের লাশ ঘাড়ে নিবে তার ভার কতো ভারী তা কে বইবে?

"AUNB" বাংলাদেশ বেসরকারী বিশ্ব বিদ্যালয় সমিতি, যেখানে অনেক উজ্জলতম নক্ষত্র আছে। নানা প্রতিকুলতার মাঝেও তারা নিজেদের সাক্ষর রেখেছে। তাই বলে কোন রকম সুরক্ষা ছাড়াই এমন একটি ঘোষনা দিবে?
এই হরতাল নতুন নয়, সহিংসতাও নতুন নয়। এমন অনেক বিশ্ব বিদ্যালয় আছে যেখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী আসে।

আমি "IUBAT" এর ছাত্র। আমাদের প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য ৩০টির ও বেশী বাস আছে, এই সুবিধা বর্তমানে বন্ধ আছে। এমন আরো অনেক বিশ্ব বিদ্যালয় আছে, যাদের বাস সার্ভিস ছিল কিন্তু বর্তমানে বন্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়টি উত্তরায়, সাভার থেকেও শিক্ষার্থী আসে। বর্তমান সময়ে এরা ক্লাসে আসতে বাধ্য, কিন্তু আমাদের বাস বন্ধ কেন?
নিয়মিত কার্যকর্মে কী বাস সার্ভিস ছিল না?
প্রতিষ্ঠানের বাসগুলো দামী, যা হরতালে বের করা যাবে না অথচ জীবন গুলো? উপরের নির্দেশ, ক্লাস হবে তাই আসতে বাধ্য! উপরের লোকগুলো জীবন গুলো দেখল না, তারা বাস সার্ভিস চালু করতে আদেশ দিতে পারল না?
দেশের এতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদের কী সুরক্ষার জন্য দিতে পারল না? আমরা না হয় শিক্ষার্থী, আয় নেই। পরিবারের কেউতো আয় করে, সেই টাকার রাজস্বতো সরকার পায়, যে টাকায় এই বাহিনীর পিছনে ব্যায় হয়। তবে কেন তারা আমাদের সুরক্ষা দিতে পারবে না?
সরকারের যে উচ্চ মহল থেকে আদেশ এলো তারা কার টাকায় চলে? তারা কেন আমাদের সুরক্ষার কথা নে ভেবেই এমন আদেশ দিল?

জানি একদিন মরবই, হয়তো বেড়াতে গিয়েও পিকেটারদের ছোড়া পেট্রোল বোমা/ককটেলে মরতে পারি। তাই বলে কী আমাদের সুরক্ষার কথা কেউ ভাববে না? দেশকে এগিয়ে নিতে, দেশের মেধাদের মান উন্নয়নের জন্য ক্লাস চালু হলো, কিন্তু সেই মেধাদের সুরক্ষার জন্য কিছুই নেই?

আমরাও নিজ ক্যাম্পাসে ফিরতে চাই, ক্লাস করতে চাই, জানতে চাই, নিজেদের উন্নয়ন করতে চাই। সকল সুরক্ষার মাঝেও আমরা মরতে পারি, কিন্তু সুরক্ষা দিয়ে তো একটু চিন্তার ভার কমানো যেতে পারে। আশা করি এবার সকল বিশ্ববিদ্যালয় তাদের যাতায়াতের জন্য বাসগুলো রাস্তায় নামাবে, আমাদের কষ্টগুলোর একটু ভাগীদার হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬

গোধুলী রঙ বলেছেন: শিক্ষা জাতির মেরুদন্ড, কথাটি যেমন সত্য তেমনি অপ্রিতিকর!!!!

এই লাইনটি যখন লিখা হয়েছিলো তখন শুধু কেতাবি/সনদলাভের জ্ঞ্যান ছিলো না, সেসময় মানুষ হবার জ্ঞ্যানও ছিলো, যেটা এখন নাই।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

২| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবার আগে জীবনের নিরাপত্তা । এরা সরকারকে খুশি করার জন্য এই চামচামিসুলব সিদ্ধান্ত নিয়েছে । কোন ছাত্রছাত্রীর কোন ক্ষতি হলে এদের বিরুদ্ধে সরাসরি মামলা করা উচিত হবে ।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

৩| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

রঙিনমানুষ বলেছেন: এরা ছাত্রছাত্রীদের জীবন নিয়ে মোটেও চিন্তিত নয়। সরকারকে খুশি করাই মুখ্য উদ্দেশ্য। দেশের বর্তমান পরিস্থিতিতে এরকম হঠকারি একটা সিদ্ধান্ত নিয়ে তারা তাদের তেলবাজী মুখোশগুলোই উন্মোচন করেছে।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আজকের বাকের ভাই বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.