![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/Iambakerbhai
সংবাদটা দেখেই আতকে উঠলাম। কেন হচ্ছে এরকম?
যারা জানেন না তাদের জন্য প্রথম আলোর সংবাদটি পুরো তুলে দিলাম। "রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে চাপাতির আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিদা বলেন, বিভিন্ন সূত্রে তাঁরা জেনেছেন, নিহত যুবকের নাম ওয়াসিকুর রহমান। তিনি ব্লগার ছিলেন। এ ঘটনায় জিকির ও আরিফ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবিরের ভাষ্য, ওয়াসিকুরের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। লাশের থুতনিসহ গলার পাশে চাপাতির আঘাতের গভীর চিহ্ন ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়াসিকুরের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে রাজধানীর শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে এবং ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে মিরপুরে ব্লগার রাজিব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়।"
জানি না ভবিৎষতে কী হবে? তবে কী ব্লগে কোন কালো ছায়া পড়ছে।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ
২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৪
সায়ানাইড সাকিব বলেছেন:
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ
৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২০
জ্যামিতিক লাভ বলেছেন: অপরিপক্ব, এবং নিম্নমানের নাস্তিক ছিল।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
আজকের বাকের ভাই বলেছেন: কি দরকার অন্যের নাস্তিকতা মাপার, এর চেয়ে নিজের আস্তিকতা মাপাই ভালো।
৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪০
িরয়াজ উিদ্দন বলেছেন: অনেক ভাইএর ফেবু স্টাটাস থকে জানতে পারলাম ইনিই নাকি ফেবুর বিতক্রিত এই ইভেন্টর নায়ক, লিংক: https://m.facebook.com/events/801438146588088/
৫| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩২
***মহারাজ*** বলেছেন: জানি না ভবিৎষতে কী হবে? তবে কী ব্লগে কোন কালো ছায়া পড়ছে।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
আজকের বাকের ভাই বলেছেন: হম, কিন্তু সবার উপর না।
৬| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:৪৭
কাউন্টার নিশাচর বলেছেন: ফাউল পোলাপাইন সস্তা খ্যাতি পাইতে চায় , নাস্তিক সাজে, লাশ হয়ে বাসায় যায়।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
আজকের বাকের ভাই বলেছেন: কি যে বলেন না ভাই, আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪
শতদ্রু একটি নদী... বলেছেন:
এই লোকটার ফেবু লিঙ্ক দেখলাম। নিম্নমানের খোচা মারা নাস্তিক ছিলো।। হয়তো কোন উচ্চমানের আস্তিকের নজরে আসছিলো এইসব কথাবার্তা, তাই নিজেরাই মনে মনে ফতোয়া দিয়া পরকালে কি আছে এইটা দেখতে পাঠাইয়া দিছে।
এই ব্লগে একটা নিক আছে, "আমি ব্লগার হইছি", এইটা দেখলে মজাই লাগে। রাজীব হায়দার অথবা এই লোকটা, এরা তো ব্লগার না। ব্লগিং এ হয়তো নাম লিখাইছে, কিন্তু এদের লিঙ্ক ধইরা চেক করতে গিয়া কন্সট্রাকটিভ কিছু তো পাইলামনা।
যেমন, এই স্টাটাসটা দেখেন, ছোট দেইখা দিলাম,
"আওয়ামী সরকার ৫০০ মসজিদ তৈরি করবে,
এনশাল্যা একদিন ৫০০ মসজিদ থেকে আওয়ামী সরকারের পতনের ডাক আসবে।"
এনশ্যাল্যা কি ধরনের শব্দ। আমি আপনি মুখ বুইঝা থাকলাম খারাপ লাগলেও, কিন্তু যে মনে করে ধর্মের খাতিরে মরলে শহীদ বাচলে গাজী, সে এরে ফালাইয়া দিতে পারাটারেই ভালো বইলা মনে করবে। ধইরা নেই এমন লোকের সংখ্যা ১ %। তাইলেও কিন্তু দেশের মোট জনসংখ্যার হিসেবে সংখ্যাটা ২০ লাখের কাছাকাছি পৌছাইয়া যাবে।
সবই সহনশীলতার অভাব। আমরা আসলেও সবাই উগ্রপন্থী।