নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষাকেন্দ্র না অন্যকিছু!

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪




ছবিগুলো তাকিয়ে দেখুন। সবগুলো ছবিই বাংলা নিউজ ২৪ থেকে নেওয়া। যদি কোন ভিনদেশী নাগরিক ছবিগুলো দেখে তবে ভাববে কোন ছবির সুটিং চলছে। হয়তোবা কথাটি অনেকেরই ঘটকা লাগতে পারে।

জীবনে অনেকবারই এমন ছবি দেখেছি, শিক্ষামন্ত্রী পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষন করছেন, কিন্তু কখনোই ক্যামেরার পিছনের ছবি দেখা হয়নি। এবারই প্রথম দেখলাম এবং অবাকই হলাম।
লিখিতভাবে সংবিধান অনুযায়ী আইন সবার জন্যই সমান। আমি যখন ২০১০ এ বোর্ড পরীক্ষা দিচ্ছিলাম তখন এক আইন জারি করা হয়েছিল, পরীক্ষা কেন্দ্র কেউ মোবাইল বা ইলেক্টিক ডিভাইস নিয়ে যেতে পারবে না।
যদি তাই হয়, তবে এগুলো কী? মানলাম তিনি দেশের শিক্ষামন্ত্রী, তার ছবি পত্রিকায় আসবে। কিন্তু তারতো কোন পত্রিকার কাছে দায়বদ্ধতা থাকার কথা নয়। আর পরীক্ষাকেন্দে মহাজ্ঞানীরও গলা শুকিয়ে আসে, আর সেখানে এমন পরিস্থীতি?
বললে অনেক কথাই বলা যায়। আর তাতে হয়তো রাজাকার বা নব্যরাজাকরের উপাধীও পেয়ে যেতে পারি। কিন্তু কী করব বলুন?
বাকী কথাগুলো আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪

ইলুসন বলেছেন: এই জন্য আমি ফটোসাংবাদিক দেখতে পারি না। কেন নাহিদ মিয়া রুম থেকে বের হলে তার ফটো তোলা যেত না? যে সব শালারা জীবনে পড়ালেখা করে নাই তারা কিভাবে পড়ালেখার মর্যাদা বুঝবে! এক একটা পরীক্ষা দিতে যে কী রকম মানসিক টেনশনের মধ্য দিয়ে যেতে হয় তার কোন মূল্য এদের কাছে নেই।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

আজকের বাকের ভাই বলেছেন: আপনার শালারও পড়েছে, কিন্তু কি করবে বলুন। চাকরি আর চাপ

২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭

প্লাবন২০০৩ বলেছেন: মালোচনা টি ভালো লাগলো । আশা করি উনি উনার ভুলগুলি শুধরে নেবেন । কিন্তু " যে সব শালারা জীবনে পড়ালেখা করে নাই তারা কিভাবে পড়ালেখার মর্যাদা বুঝবে! এক একটা পরীক্ষা দিতে যে কী রকম মানসিক টেনশনের মধ্য দিয়ে যেতে হয় তার কোন মূল্য এদের কাছে নেই" - এ টুকুর মানে বুঝলাম না ।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আজকের বাকের ভাই বলেছেন: অন্যের মানে বেশি বোঝার দরকার নেই। আর অন্যের মানে বোঝার জন্য আমার পোস্ট এ মতামত দিবেন এটাতো ভালো না!

ধন্যবাদ মন্তব্যের জন্য, আর "ইলুসিন" মনের ক্ষপে কথাটা বলে ফেলেছেন, এই যা। খারাপ ভাবার দরকার নেই।

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

নতুন বলেছেন: কোন কারনেই ছাত্র/ছাত্রীদের ১ মিনিটও নস্ট করতে পারবেনা....

এটা সবার বোঝা উচিত...

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আজকের বাকের ভাই বলেছেন: সবাই বোঝে কিন্তু এই যে........

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: Valo bolsen.++

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪

আশিক তানভীর বলেছেন: কিছু যোদ্ধা আর কয়েকটি 'ছাগল' এর আলোকচিত্র :-P :-P :-P

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.