নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

মুস্তফা কামালের পদত্যাগ কি আসলেই দেশপ্রেম না অন্যকিছু?

০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫



ছবিটি ২৪শে মার্চ এর, যেখানে স্পষ্টভাবে বলা আছে যে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন না মুস্তফা কামাল।



এই ছবিটি আজকের, যেখানে মুস্তফা কামালের পদত্যেগের বিষয়ে আইসিসির বক্তব্য তুলে ধরা আছে। একটু ভালভাবেই লক্ষ করলেই পাবেন, মুস্তফা কামাল তার পদত্যাগ পত্রে কারণ হিসেবে নিজস্ব কিছু সমষ্যার কথা বলেছেন। যার কারণে তিনি যে আইসিসির দুর্ণীতির কোন কিছুই বলেন নি, ভারত-বাংলাদেশের সেই আলোচিত ম্যাচের কোন বিষয়ও উল্লেখ করেন নি।



এই ছবিটি প্রথম আলো থেকে নেওয়া, ছবিটি দেশের জন্য পাড়ি দেবার আগে আমাদের টাইগারদের সাথে মুস্তফা কামালও রয়েছেন।







এটি মুলত কোন ছবি নয়, এটা একটি স্ক্রিনশট(প্রথম দুটোও)। এটা আইসিসির নিজস্ব মতামত যা ইএসপিএন ক্রিকেট সাইট থেকে নেওয়া।



ছবিতো অনেক দেখালাম, এবার আলোচনা। আপনাদের মাঝে অনেকেই হয়তো শিরোনাম দেখে গালি দিতে এসেছেন।

আমার মতামত পড়ে গালি দেবার দরকার নেই, শুধু ভূলগুলো শালীল ভাষায় বললেই চলবে।



০১

১৯শে মার্চ।

বাংলাদেশ-ভারতের আলোচিত ম্যাচ। নানা কারনই ছিল ম্যাচটি হারার, যার মাঝে সবচেয়ে প্রখর ও অন্যতম কারণ বাজে আম্পিয়ারিং। যদিও বলা হয় আমরা যখন দেশকে রিপ্রেজেন্ট করি তখন নিজস্ব আবেগের মোন মুল্য নেই বা থাকা উচিত নয়, কিন্তু আমি বলব, যারা খেলেছে তারাও মানুষ আর আমরাও মানুষ। তাই আবেগ থাকবেই, কিন্তু আমাদের আরেকটু ব্যাটিং ভালো করা একান্তই দরকার ছিল।

যাই হোক বিশ্বের অধিকাংশ নামী খেলোয়ার যখন আমাদের পক্ষে কথা বলছিল, তখনই মুস্তফা কামালের পদত্যাগ করাটা উচিত ছিল। তিনি করেননি, বরং সে খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন মুস্তফা কামাল।



তবে এজন্যও আমি মুস্তফা কামালকে ধন্যবাদ দিব, কারণ তিনি আইসিসির সভাপতি ছিলেন। তিনি নিজ দায়িত্ব পালন করেছেন, বিশ্বকাপ ইভেন্ট শেষ করেছেন। তবে পদত্যাগের কথা গুজব বলাটাই হয়তো ঠিক হয়নি।



০২

গতকাল পদত্যাগ করেছেন মুস্তফা কামাল। বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া নিয়েও করা আলোচনায় ছিলেন তিনি। এমনকি শ্রীনিবাসের ট্রফি দেবার কথায় তিনি বলেছিলেন, 'আইসিসির সভাপতি কে? আপনি না আমি?' (সংবাদটি সবাই লক্ষ করেছেন বলেই আশা করছি, সংবাদটির কোন সত্যতা আপনাদের দিতে পারলাম না। তবে আমি নিজেই এমন কয়েকটি সংবাদ পড়েছি)। যাই হোক ট্রফি দিলেন শ্রীনিবাস নিজেই, এ নিয়ে কথা হয়েছে অনেক। দেশীয় গনমাধ্যম, আন্তর্জাতিক মাধ্যম সবখানেই শীর্ষে ছিল খবরটি। সেদিনও তিনি পদত্যগের কথা ঘোষনা দেন নি, তিনি ঘোষনা দিলেন দেশে এসে। যাই হোক দিয়েছেন এই বড় কথা, এই পদত্যাগের ঘোষনা দিয়ে তিনি এখন হিরোতে পরিণত হয়েছেন।



কিন্তু পদত্যাগ পত্রে কোথাও কোন অনিয়মের কথা বললেন না কেন?

পদত্যগের কারণ নিজস্ব, তবে কী ট্রফি না দিতে পারার ক্ষোভ?


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.