নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শুধু মানুষের বসবাস রবে।

আজকের বাকের ভাই

https://www.facebook.com/Iambakerbhai

আজকের বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

এতো দামী সাধের "ময়ূরপঙ্খী বিমান" কী আমাদের জীবন নেয়ার জন্য?

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২

প্রথমেই সরকারকে ধন্যবাদ দেশের অভ্যন্তরীন রুটে বিমান চলাচল চালু করার জন্য।

দেশের অভ্যন্তরীণে বিমান চলাচল চালুর জন্য সরকার মিশর থেকে দুইটি বিমান কিনেছেন,মেঘদূত ও ময়ুরপঙ্খী। ভালো কথা, কিন্তু মানের দিক থেকে কীরকম?

ময়ূরপঙ্খী ঢাকা থেকে চট্টগ্রাম যাবার জন্য যখন তৈরী তখনই তার ইন্জিন বন্ধ হয়ে গেল! অবশ্য যাত্রীরা এ নিয়ে খুশিই, কারণ ইন্জিনটি আকাশে উড়ার পর বন্ধ হলে হয়তো এটা বাংলাদেশের ঘটা সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হতে পারত।

কথা হলো, বিমান গুলো নতুনতো? না সরকার আমাদের টাকায় মিশর থেকে তাদের অব্যবহৃত বিমান গুলো চড়া দামে কিনে এনেছে?

যদি তাই না হয় তবে বিমান প্রশাসন চুপ কেন? সপ্তাহ হয়নি রাজশাহীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার, সেটাও কী নিম্ন মানের প্লেন কেনার ফল?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬

মাঘের নীল আকাশ বলেছেন: দুনিয়ায় এত জায়গা থাকতে মিশর থেইকা বিমান???

কারণ ইন্জিনটি আকাশে উড়ার পর বন্ধ হলে হয়তো এটা বাংলাদেশের ঘটা সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হতে পারত...
সহমত!

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৬

রাঘব বোয়াল বলেছেন: তারা যদি জনগনের কথা চিন্তা করতো তাইলে কি আর আমাদের দেশের এই অবস্থা হয়?তাদের প্রধান লক্ষ্যতো পকেট ভারী করার প্রতিযোগীতা

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

আজকের বাকের ভাই বলেছেন: এদের পকেটে সাইজ কতো বড়!

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১২

রােশদ সুলতান তপু বলেছেন: ভাই, বিমান দুটো কেনা হয় নি- ভাড়া করে আনা হয়েছে। যদিও দুর্মুখেরা বলে- ভাড়া হিসাবে যে টাকা দেয়া হবে সেই টাকায় নাকি দুইটা নতুন বিমান কেনার পরও টাকা বাঁচতো।
কি করবেন বলেন, আমাদের ভাই-ব্রাদারদের তো বাঁচিয়ে রাখতে হবে দুধভাত খাইয়ে, না হলে তারা আমাদের ভূত-ভবিষ্যত নিয়ে ভাববেন কি করে?

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

ঢাকাবাসী বলেছেন: যত টাকা ভাড়া তার অর্ধেকটা পায় আমাদের লোকেরাই আর বাকীটা মিশরীয়রা পাবে বলে শোনা যায়! ভাড়ার টাকা দিয়ে আরামসে নতুন প্লেন কেনা যেত এরকমটাও বলাবলি হয়! তাতে কমিশনের টাকা কমতো তাই পুরোনোটাই....

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ

৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৫

ফ্রস্ট বাইট বলেছেন: হুম.

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

আজকের বাকের ভাই বলেছেন: এতো ছোট মন্তব্য!

৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

ক্ষতিগ্রস্থ বলেছেন: নতুন বোয়িং কিনলে কোন কমিশন খাওয়ার সুযোগ নাই, তাই এয়ারবাস কেনো বা পুরান বোয়িং কেনো আর কমিশন খাও, হিসাব সিম্পল!

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

আজকের বাকের ভাই বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.